01/07/2024
🤣 বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীর প্রেমে পড়ে গিয়েছে সোহেল। 😁🐸
যাকে মডার্ণ ভাষায় ক্রাশ বলে। দুই পক্ষই রাজী। সিদ্ধান্ত হলো ২ সপ্তাহ পরে বিয়ে হবে।
সোহেল তার হবু বৌয়ের সাথে বিয়ের শপিং এ যাবে। এর আগে ২ দিন হবু বৌ তানজিলার সাথে ফোনে কথা বলে সোহেল কিছুটা ইজি হয়ে গিয়েছে।
মাঞ্জা মারা জামা কাপড় পরে সোহেল রিকশায় মেট্রো শপিং এ যাচ্ছিল। সংসদ ভবনের পাশেই তানজিলাকে দেখল, একা। সোহেলের মনে একটা দুষ্টু বুদ্ধি আসল। সে রিকশা থেকে নেমে সন্তর্পনে তানজিলার পিছনে গিয়ে তানজিলার দুই চোখে হাত দিয়ে চেপে ধরল।
জীবনের প্রথম রোমান্টিকতা করছে, সোহেল নিজেও ঘাবড়ে গেছে। তার মুখ দিয়ে কোন কথা বের হলো না।
তানজিলা বলল “এই জাহিদ ছাড়ো! যেকোন মুহুর্তে আমার হবু বর সোহেল এসে পড়বে। সে এভাবে আমাদের দেখলে কী ভাববে? এমনিতেই ভুদাইটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় দেখলে হাঁদারামটা হার্ট ফেইল করবে শিউর। এছাড়া আগামী সপ্তাহে আমাদের বিয়ে…………💔
সোহেল এখন হাসপাতালে 😁🐸
🤣🤣🤣🥀 🥀🤣🤣🤣
যারা গঁল্প পড়ঁতে ভালোঁবাসেন আঁইডিটা ফলো দিয়ে রাখুন -