ScientistSkid

ScientistSkid The Perfect Lab for kids Explorers!"

22/05/2025

একদিন হয়তো আমার বউ সবার সামনে মাথা নেড়ে বলবে,
"ও তো একটা মানসিক রোগী..."
অন্যরা বুঝবে না, শুধু শোনে নিবে কথাটা,
আলোচনার খোরাক হবে কিছুদিন, তারপর ভুলে যাবে সবাই।

কিন্তু কেউ জানবে না,
কীভাবে আমি রাতে ঘুম হারিয়ে জেগে থাকতাম,
নিজের ভেতরের যুদ্ধটা লড়তাম চুপচাপ।
কেউ দেখেনি আমার কান্না,
যা বালিশের নিচে চাপা পড়ে থাকত রোজ।

আমি চেয়েছিলাম একটু ভালোবাসা,
একটু বোঝাপড়া,
কিন্তু হয়তো সেটা ছিল বেশি চাওয়া!
যাকে সবচেয়ে বেশি ভেবেছিলাম আপন,
সেই মানুষটির কাছেই একদিন আমার পরিচয় হবে—
"ও তো একটা মানসিক রোগী"

হয়তো সেদিন সে নিজের দায় এড়িয়ে যাবে,
নিজের ব্যর্থতা ঢাকবে আমার নামেই।
আর আমি?
আমি তো তখনও অপেক্ষায় থাকব—
এইবার বুঝি আমার যাওয়ার সময় হলো ওপারে!


২২/০৫/২০২৪ইং

"৫ বছরের মা" – লিনা মেডিনার অজানা গল্প১৯৩৯ সালের পেরু। আন্দিজ পর্বতের এক ছোট্ট গ্রামে বসবাস করত লিনা মেডিনা নামের একটি ছ...
24/04/2025

"৫ বছরের মা" – লিনা মেডিনার অজানা গল্প

১৯৩৯ সালের পেরু। আন্দিজ পর্বতের এক ছোট্ট গ্রামে বসবাস করত লিনা মেডিনা নামের একটি ছোট মেয়ে। বয়স তখন মাত্র পাঁচ বছর। কিন্তু তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছিল তার মা—পেটটা বড় হয়ে আসছে। প্রথমে তারা ভেবেছিল টিউমার, কিন্তু যখন মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা চমকে যান।

ডাক্তার বললেন: “এই শিশু অন্তঃসত্ত্বা।”

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ইতিহাসের পাতায় প্রথমবারের মতো একজন ৫ বছর ৭ মাস বয়সী শিশু সন্তান জন্ম দেয়। শিশুটির নাম রাখা হয় জেরার্ডো। সে ছিল সুস্থ, স্বাভাবিক একটি ছেলে।

কিন্তু সবাই প্রশ্ন করল—“এই বাচ্চার বাবা কে?”

তদন্ত হয়। প্রথমে সন্দেহ পড়ে তার বাবার ওপর, কিন্তু প্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়ে যান। এরপর আর কোনো অভিযুক্ত চিহ্নিত করা যায়নি। এ ঘটনাটি থেকে সমাজের চোখে ধরা পড়ে শিশুদের প্রতি নির্যাতন কতটা ভয়াবহ ও অন্ধকারময় হতে পারে।

লিনা কখনো জনসম্মুখে পুরো ঘটনা বলেননি। সে বড় হয়ে একজন নার্স হন, জেরার্ডোকে নিজের ভাই হিসেবে বড় করেন।

---

এই ঘটনা শুধু বিস্ময়ের নয়, এটা আমাদের মনে করিয়ে দেয়, শিশুদের সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ।

তোমার জন্য আমার চিরকালের প্রার্থনা — তুমি হবে এমন একজন মানুষ, যার জন্য এই পৃথিবী একটু হলেও সুন্দর হবে।শুভ জন্মদিন, আমার ...
24/03/2025

তোমার জন্য আমার চিরকালের প্রার্থনা — তুমি হবে এমন একজন মানুষ, যার জন্য এই পৃথিবী একটু হলেও সুন্দর হবে।

শুভ জন্মদিন, আমার অনুম! সৃষ্টিকর্তা তোমাকে সুস্থ, সুখী রাখুক এবং তোমার সমস্ত স্বপ্ন পূরণ করুক। ❤️"

জন্ম: ২৪-০৩-২০২৪ইং, রবিবার, সকাল ১১.০৫
১ম জন্ম বার্ষিকী: ২৪-০৩-২০২৫ইং

আপনার আগমনে বাংলাদেশ আজ আলোকিত-গর্বিত।আপনি আমাদের গৌরব Hamza Choudhury ❤️
17/03/2025

আপনার আগমনে বাংলাদেশ আজ আলোকিত-গর্বিত।
আপনি আমাদের গৌরব Hamza Choudhury ❤️

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ScientistSkid publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager