20/06/2025
ও আল্লাহি আল্লাহর কসম।
তোর একটা অডিও প্রমাণ করবে,
তুই একটা লোভী , তুই সার্থ আর চাহিদার জন্যই এত বড় প্রতারণা করছিলি। কেড়ে নিয়েছিলি আমার থেকে আমার সুন্দর সময় গুলো আর সম্মান। কারো সম্মানকে তুই নষ্ট করে কোনদিন শান্তি পাবি না তা তোর কাছে ফেরত আসবেই ইনশাআল্লাহ। হয়তো কিছু দিন হাসি ঠাট্টা করে ভাল থাকবি আমি বিশ্বাস করি তা হয়তো স্থায়িত্ব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তোর বিচার করেন।
আমাকে যে ঠকিয়েছে তার যেন উত্তম শাস্তি হয়। হে আল্লাহ আমি লাঞ্চিত আমি প্রতারিত আমি জুলুমের স্বিকার, হে আল্লাহ এই জমিনে যে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বখাটে, নেশাখোর পরিচয়ে খারাপ সাজিয়েছে তার বিচার তুমি করিও রব।
তুমি উত্তম ন্যায় বিচারক।
🥹