DT news media company

ঝড়ের রাতে মায়ের মৃত্যু, দুই দিন ঝুলিয়ে রেখে দাফন হলো পানিতে
30/05/2024

ঝড়ের রাতে মায়ের মৃত্যু, দুই দিন ঝুলিয়ে রেখে দাফন হলো পানিতে

এক মাস আগে একটি জানাজায় অংশ নিতে গিয়ে চুরি হয়ে যায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের মোবা...
30/05/2024

এক মাস আগে একটি জানাজায় অংশ নিতে গিয়ে চুরি হয়ে যায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন।

এ ঘটনায় ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর করা জিডিতে উল্লেখ করা হয়েছে, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গত ৩০ এপ্রিল সকালে জামালপুরের ইসলামপুর পৌরসভাধীন শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এক ব্যক্তির জানাজায় অংশ নেন। সেখানে তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি পড়ে যায়।

ঘটনার মাস পেরিয়ে গেলেও ফোনের কোনো সন্ধান এখনও মিলেনি। তবে ফোন উদ্ধারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী। নামাজের আগ মুহূর্তে তার ব্যবহৃত অ্যাপল ব্র্যান্ডের ফিফটিন প্রো ম্যাক্স মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন। কিন্তু নামাজের পর সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি। কার কাছে মোবাইল দিয়েছেন, সেটাও মনে নেই মন্ত্রীর।

এর আগে, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে গাড়ির ভেতর থেকে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়। এ ঘটনায় শতাধিক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। পরবর্তীতে মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।

30/05/2024
পৈতৃক জমিতে উৎপাদিত বোরো ধান বিক্রি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের কাছে তিনি ৮০ মণ ধান বিক্রি ...
29/05/2024

পৈতৃক জমিতে উৎপাদিত বোরো ধান বিক্রি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের কাছে তিনি ৮০ মণ ধান বিক্রি করে ৯৬,০০০ টাকা পেয়েছেন প্রধানমন্ত্রী......

ফি*লি*স্তি*নের অবরুদ্ধ গা*জা উপত্যকায় হামাসের সঙ্গে যু*দ্ধের সময় ই*স*রা*য়ে*লের তিন সেনা নিহত হয়েছে। আজ বুধবার (২৯ মে) এই...
29/05/2024

ফি*লি*স্তি*নের অবরুদ্ধ গা*জা উপত্যকায় হামাসের সঙ্গে যু*দ্ধের সময় ই*স*রা*য়ে*লের তিন সেনা নিহত হয়েছে। আজ বুধবার (২৯ মে) এই তথ্য প্রকাশ করেছে ই*স*রা*য়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ই*স*রা*য়ে*লের।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে সরকার কোনো ধরনের প্রটেকশন দেবে না ব...
29/05/2024

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে সরকার কোনো ধরনের প্রটেকশন দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন, আইন তার নিজের গতিতে চলবে।

আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন.....
29/05/2024

আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন.....

পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, আইএইএ’র গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এস...
29/05/2024

পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, আইএইএ’র গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থাটি জানিয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা বেঁধে দেয়া মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি। দেশটির কাছে ৬ হাজার কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে; যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব।

ইরানের পরমাণু কর্মসুচি নিয়ে বিতর্ক চলে দীর্ঘদিনের। দেশটির দাবি, পরমাণু কর্মসূচির লক্ষ্য বেসামরিক এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহার। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শঙ্কা, সামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে ইরান।

এবার জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা বলছে, নির্ধারিত মাত্রার চেয়ে বহুগুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। দেশটির কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে- তা বেঁধে দেয়া মাত্রার চেয়ে অন্তত ৩০ গুণ বেশি। ২০১৫ সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে হওয়া চুক্তিতে মাত্রা বেঁধে দেয়া হয়েছিল।

গোপন প্রতিবেদনে আইএইএ জানায়, ইরানের কাছে বর্তমানে ৪২ কেজি ইউরেনিয়াম রয়েছে যেগুলো ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ। এগুলো গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে ২০ কেজি বেশি। এছাড়া দেশটির কাছে ৬ হাজার কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

গেল মাসেও আইএইএ-এর পরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছিলেন, ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। যা দিয়ে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব।

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সে...
29/05/2024

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, আমরা ভেবেছিলাম দুর্যোগের কারণে উপস্থিতি আরও কমে যাবে। তবে, সাইক্লোনের মধ্যেও যে ৩৫ শতাংশ ভোট পরেছে এতে আমরা মোটামুটি সন্তুষ্ট।

Adresse

Dhaka
Democratic Republic Of The
1100

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque DT publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à DT:

Partager