20/06/2025
সৌদি আরবে । কুমিল্লা দাউদকান্দির তিন প্রবাসী কে অপহরণ।
সকাল ৬' ঘটিকায় কাজে যাওয়ার সময় রিয়াদের হাড়া শহর থেকে, তিন প্রবাসীকে অপহরণ করে । নিয়ে যান।
সৌদি আরবে অবস্থিত । সিলেটের । সুজন এবং আতিক। বাহিনী।
ভুক্তভোগীগণ হলেন দাউদকান্দির বাসিন্দা। নূর মোহাম্মদ। মোঃ রানা এবং আরিফ।
অপহরণকারী সুজন এবং আতিক বাহিনী।
ওই তিন প্রবাসীকে , বেদর মারধর করেন। এবং পরিবারের কাছে, ফোন করে, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন,
প্রবাসীর পরিবার বিকাশের মাধ্যমে। মোট তিন লক্ষ টাকা। এবং সৌদি আরবের। ১০ হাজার রিয়েল।
অপহরণকারী দেরকে দেয়।
এক পর্যায়ে মুক্তিপণ পেয়ে অপহরণকারীরা, ওই তিনজন প্রবাসীকে ছেড়ে দেন।
ভুক্তভোগী , মোঃ নূরে আলম। এর স্ত্রী, মোসা: তাসমিয়া আক্তার ( ২১). দাউদকান্দি মডেল থানায়। অভিযোগ করেন।
ভুক্তভোগী ৩ প্রবাসী মুক্তি পেয়ে।
সৌদি আরবে একটি মামলা দায়ের করেন।
অপহরণকারী সুজন এবং আতিক বাহিনী, এখনো ধরাছোঁয়ার বাইরে ।
#বাংলাদেশ #প্রবাসী #প্রবাসী #অপহরণ #সৌদি #আরব