Jobayer vai Blog

Jobayer vai Blog --------------------------------------------------------------------- ╔═╦╗


╔╦╗


╔═╦





╔═╗

 #বেশ্যা #পুরুষবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামসাধুর নগরে বেশ্যা মরেছেপাপের হয়েছে শেষ,বেশ্যার লাশ হবে না দাফনএইটা সাধুর দেশ...
12/01/2025

#বেশ্যা
#পুরুষ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,
লেবাশধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে।
এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা।
আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।।।

নাও ভাই ইডিট করে দিলাম,,,,, 😋😋😋😋😋
04/05/2024

নাও ভাই ইডিট করে দিলাম,,,,, 😋😋😋😋😋

দুবাইতে গিয়ে হাবিবি গানের টকটক ব্লক করছে আর সবাই ভাবছে হাবিবি হয়ে গেছে আসলে তা নয়। মেয়েটা হাবিব নয় যার নিচতলা ভাড়া...
19/04/2024

দুবাইতে গিয়ে হাবিবি গানের টকটক ব্লক করছে আর সবাই ভাবছে হাবিবি হয়ে গেছে আসলে তা নয়। মেয়েটা হাবিব নয় যার নিচতলা ভাড়া যায় দৈনিক। সুতরাং দেখো link থাকলে অপু সে আবার ভাই

কিরে Ks KibriaKs Kibriyaএটা কেমনে সম্ভব তুই যেমনে সবুজরে রোস্ট করলি তর সাথে কথা বলার সাহস পাবেনা মনে কিন্তু তুই বাড্ডে উ...
17/04/2024

কিরে Ks KibriaKs Kibriyaএটা কেমনে সম্ভব তুই যেমনে সবুজরে রোস্ট করলি তর সাথে কথা বলার সাহস পাবেনা মনে কিন্তু তুই বাড্ডে উইশ করলি so fane,,,,,,,,,, 😁😁😁😁

01/04/2024

বান্দবি তর শাশুরি 😂🤣😂🤣😂

01/04/2024

মেনশন করুন আপনার এই রকম বন্দুরে

27/03/2024
সবাইকে পড়ার অনুরোধ করছি।হে আল্লাহ এই ধরনের গুনাহ থেকে আমাদের সবাইকে  হেফাজত করুন,১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে ...
27/03/2024

সবাইকে পড়ার অনুরোধ করছি।হে আল্লাহ এই ধরনের গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন,
১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি:

১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।
(নাউজুবিল্লাহ)

২. তোর মুখে ফুল চন্দন পড়ুক। (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)।

৩. কষ্ট করলে কেষ্ট মেলে (কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?)

৪. মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল?
(মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)।

৫. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
(এটি ইসলামের নামে কটুক্তি করা)।

৬. লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা। (হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে এটি হারাম)।

৭. কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা। (জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে)।

৮. দুনিয়াতে কাউকে শাহেনসা বলা।
(এর অর্থ রাজাদের রাজাধীকার)।

৯. নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসি পাতা বলা (এটি অনইসলামিক পরিভাষা যা হারাম)।

১০.ইয়া খাজাবাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা। (এটি শির্ক, ইসলামের সবচেয়ে বড় পাপ)।

১১. ইয়া আলি, ইয়া রাসূল (সঃ) বলে ডাকা
(মানে দোয়া করা অর্থে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া) (আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু পার্থনা করা শির্ক)।

১২. বিসমিল্লায় গলদ বলা
(এটি সরাসরি কুফরি)।

১৩. মৃত্যুর সাথে পান্জালড়া বলা
(কুফরি বাক্য, তাই সাবধান)।

১৪. মধ্যযুগ বর্বরতা বলা
(মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ)।

১৫. মন ঠিক থাকলে পর্দা লাগে না
( ইসলাম ধংশকারি মতাবদ)।

১৬. নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলা। (ইসলাম থেকে বের করার মূলনীতি)।

তাই মুসলিম ভাই ও বোনেরা যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন

আর এসব কথা ভুলেও মুখে আনবেন না,,,প্লিজ,আল্লাহতায়ালা আমাদের সঠিক বুঝদান করুন।(আমীন)।

ইউটিউবার'রা যেভাবে থাম্বেল বানায় 😁
27/03/2024

ইউটিউবার'রা যেভাবে থাম্বেল বানায় 😁

রোজা রেখে নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু😭😭 ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন...
27/03/2024

রোজা রেখে নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু😭😭 ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসি করে এবং তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন... আমিন।

ছোট বাচ্চাদের চোখে চোখে রাখা দরকার

আজকাল সোশ্যাল মিডিয়ায় পপুলার সার্চে আছেন মাংস বিক্রেতা খলিল। তিনি ভাইরাল হয়েছিলেন ৫৮৫-৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করে যেখ...
27/03/2024

আজকাল সোশ্যাল মিডিয়ায় পপুলার সার্চে আছেন মাংস বিক্রেতা খলিল। তিনি ভাইরাল হয়েছিলেন ৫৮৫-৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করে যেখানে মোটামুটি সারাদেশে ফিক্সড দাম ৭৫০-৮০০ টাকা। তিনি দাম কম রাখেন, ওনার দোকান থেকে লাইন ধরে মাংস কিনতে হয় এবং মাংসের মান ও খারাপ না। ক্রেতারা যথেষ্টই স্যাটিসফায়েড। সম্প্রতি তিনি ঘোষনা দিয়েছেন তিনি আর মাংসের ব্যবসা করবেন না এবং দোকান গতকাল থেকে অফ রেখেছেন। আসেন একটু তার ব্যবসার ধরনটা দেখি। সারা দেশে যেখানে ৭৫০ টাকা কেজি এর নিচে দাম কমানোই পসিবল হচ্ছে না সেখানে তিনি প্রায় ১৫০ টাকা কমে বিক্রি করছেন কিভাবে এবং কেন!

খলিল সাহেব এক ইন্টারভিউতে বলেছিলেন তার ব্যবসা লসে চলে। প্রতিদিন লাখ টাকার সেল মাস শেষে কোটি টাকার সেল কিন্তু দিনশেষ তিনি ঘাটতিতে আছেন। একটা মানুষ দিনের পর দিন ঘাটতিতে মাংস সেল করে নিশ্চয়ই জনসেবা করছেন না। তিনি পুরদস্তুর ব্যবসায়ী এবং বেশ বড়সড় ফার্নিচার বিক্রয় প্রতিষ্ঠানের মালিক। তিনি লস দিয়ে হয়তো একটা ব্যবসা প্রচারের উদ্দেশ্যে চালাতে পারেন তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের ক্যাম্পেইন ধরে করবেন।

যারা ৭৫০-৮০০ টাকায় মাংস বিক্রি করছেনতারা নিশ্চয়ই ৫০ টাকা লাভে বিক্রি করছেন না। অন্তত দুইশ টাকা লাভ করেন। এটা আমার আন্দাজ বাংলাদেশি ব্যবসায়ীরা লাভ মানে শতভাগ বা দুইশো তিনশো পার্সেন্ট ও ধরেন। যদি দুইশো টাকা লাভে তারা সেল করেন প্রতি কেজি মাংসে তাহলে খলিল সাহেব ১৫০ টাকা লসে না বরং ৫০ টাকা লাভে সেল করছেন। যদি নরমাল ব্যবসায়ীরা ১৫০ টাকা লাভ করেন তাহলে খলিল সাহেব এর লাভ লোকসান সমান সমান থাকবে। লস কোনভাবে হবার চান্স দেখিনা।

আমি একটা পেজ থেকে নিয়মিত প্রোটিন এবং ডেইরি নিতাম। মিনা এগ্রো পেজ থেকে। যথেষ্টই ভালো কোয়লািটির পন্য দেয়। মাংসের কোয়ালিটি খুবই ভালো এবং তাজা। তারা রমজান মাস আাসার পর থেকে মাংস বিক্রি বন্ধ রেখেছে৷ আম্মুর জন্য অর্ডার করতে গিয়ে দেখি পেজে নোটিস ঝুলানো। কারন কি? কারন হলো রমজানে মাংসের দাম ৮০০-৮৫০ টাকা কেজি এবং মিনা এগ্রো গত মাস পর্যন্ত ৭৫০ টাকায় সেল দিতো। ৭৫০ পর্যন্ত সেলে ও তার মানে তাদের লাভ হতো কিন্তু গরুর দাম বেড়ে যাওয়ায় এবং গরুর আমদানি না থাকায় ৭৫০ টাকায় দিলে তাদের হয়তো লাভ টা সেরকম থাকছে না। তারা তাই সেল বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
৭৫০ পর্যন্ত সেলে যদি তারা লাভ করতে পারে তাহলে খলিল সাহেব ৫৮৫-৬০০ টাকায় সেল করে বিশেষ ক্ষতির সম্মু

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Jobayer vai Blog publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager