09/05/2024
🟣-হারামের চোরাবালিতে আটকে থাকা হে প্রিয় ভাই/বোন..!
🔳-তুমি কি জানো, এক সময় দ্বীনি ভাই/বোনেরাও তোমার মতোই ছিলো? জাহিলিয়াতের সব দুয়ার মাড়িয়ে অতঃপর আল্লাহর অনুগ্রহে দ্বীনের পথে তারা এসেছে। তুমি যে লাইফের স্বপ্ন দেখছো, যে ছেলে/মেয়েটা কে নিয়ে হৃদয়ের গভীর সমুদ্রে ফ্যান্টাসিতে ভাসছো, সেই ফ্যান্টাসিকে তারা লাথি মেরে প্রতিনিয়ত দ্বীনদার হওয়ার চেষ্টা করছে কারণ তারা শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আসা উত্তম রিযিক (স্ত্রী/স্বামী) এর জন্য নিজেকে হেফাজত রাখতে চায়..!.!
🔘-"আর অবশ্যই যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। তবুও কি তোমরা বুঝো না?"
📖-(সুরা ইউসুফ : ১০৯)
🔳-বিশ্বাস করো ভাই/বোন, হারামের মায়াজলে বন্দী জীবনে কোনো সুখ নেই। অনবরত নফসের কামনা-বাসনা পূরণের চিন্তায় নিমগ্ন থাকার যে তাড়না, তাতে শান্তি থাকবে কোথায়..?
🔳-বস্তুত আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। তোমাকে তৈরিই করা হয়েছে আল্লাহর ইবাদাত করার জন্য। তাই যদি প্রকৃত সুখের সন্ধান পেতে চাও তাহলে ফিরে আসো তোমার রব্বের দিকে। একবার এসেই দেখো না? ওয়াল্লাহি! তুমি আগের জীবনের জন্য কখনো আফসোস করবে না..!
🔘-"আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি..!!
📖-(সুরা যারিয়াত : ৫৬)
✍️........كاتب