Islamic Post

Islamic Post হকপন্থী কখনও পরাজিত হয় না।

তাকে কেবল কষ্টকর পরিস্থিতিতে ফেলে পরীক্ষা করা হয়, যাতে সে বিজয়ের সত্যিকা

09/05/2024

🟣-হারামের চোরাবালিতে আটকে থাকা হে প্রিয় ভাই/বোন..!

🔳-তুমি কি জানো, এক সময় দ্বীনি ভাই/বোনেরাও তোমার মতোই ছিলো? জাহিলিয়াতের সব দুয়ার মাড়িয়ে অতঃপর আল্লাহর অনুগ্রহে দ্বীনের পথে তারা এসেছে। তুমি যে লাইফের স্বপ্ন দেখছো, যে ছেলে/মেয়েটা কে নিয়ে হৃদয়ের গভীর সমুদ্রে ফ্যান্টাসিতে ভাসছো, সেই ফ্যান্টাসিকে তারা লাথি মেরে প্রতিনিয়ত দ্বীনদার হওয়ার চেষ্টা করছে কারণ তারা শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আসা উত্তম রিযিক (স্ত্রী/স্বামী) এর জন্য নিজেকে হেফাজত রাখতে চায়..!.!

🔘-"আর অবশ্যই যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। তবুও কি তোমরা বুঝো না?"
📖-(সুরা ইউসুফ : ১০৯)

🔳-বিশ্বাস করো ভাই/বোন, হারামের মায়াজলে বন্দী জীবনে কোনো সুখ নেই। অনবরত নফসের কামনা-বাসনা পূরণের চিন্তায় নিমগ্ন থাকার যে তাড়না, তাতে শান্তি থাকবে কোথায়..?

🔳-বস্তুত আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। তোমাকে তৈরিই করা হয়েছে আল্লাহর ইবাদাত করার জন্য। তাই যদি প্রকৃত সুখের সন্ধান পেতে চাও তাহলে ফিরে আসো তোমার রব্বের দিকে। একবার এসেই দেখো না? ওয়াল্লাহি! তুমি আগের জীবনের জন্য কখনো আফসোস করবে না..!

🔘-"আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি..!!

📖-(সুরা যারিয়াত : ৫৬)

✍️........كاتب

07/05/2024

💠- তাসাউফ:-

🔵-ঐ ব্যক্তি ( পুরুষ ) "দাইয়্যুস" ( دَّيُوْثُ ) যে তার মা , বোন, স্ত্রী, কন্যা সন্তান কে বেপর্দা, অশ্লীল বেহায়াপনা কাজ ও ব্যভিচারের সুযোগ দেয় বা সুযোগ করে দেয় এবং সকল শরীয়াহ বিরোধী কাজকে মেনে নেয়:--

🔘-এই প্রসঙ্গে ইমাম ইবনুল কাইয়িম ( রাহিমাহুল্লাহ ) বলেন : আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণি হচ্ছে দাইয়ুস ব্যক্তি,,তার জন্য জান্নাত হারাম করা হয়েছে..!

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ ثَلاَثَةٌ قَدْ حَرَّمَ اللهُ عَلَيْهِمْ اَلْجَنَّةَ مُدْمِنُ الخَمْرِ وََالعَاقُّ وَالدَّيُوْتُ الَّذِيْ يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ

▪️ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিত‌:-
▪️রাসুল ( ﷺ ) এর বলেছেন:-
▪️তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা’আলা জান্নাত হারাম করেছেন..!

১. সর্বদা মদপানকারী.!
২. পিতা-মাতার অবাধ্য সন্তান..!
৩. ঐ চরিত্রহীন ব্যক্তি ( দাইয়্যুস ) যে নিজ স্ত্রীকে বেপর্দা, অশ্লীলতা ও ব্যভিচার করতে সুযোগ দেয়..!

📖- আহমাদ : ৫৮৩৯,,
📖- মিশকাত : ৩৬৫৫,,

⭕-হে বোন আপনি আপনার আব্বু , ভাই , স্বামী , ছেলে কে তো অনেক ভালোবাসেন তাই না..!?

▪️তাহলে আপনি কেনো বেপর্দা চলেন,, কেনো ইসলামের আইন মানেন না বলতে পারেন..!?
▪️আপনার এইভাবে বেপর্দা চলা, ইসলামের আইন না মানার কারণে রোজ কেয়ামত এর ময়দানে হাজার হাজার কোটি কোটি অগণিত মানুষের সামনে আপনার এই ভালোবাসার মানুষ গুলো দাইয়্যুস উপাধি পাবে লাঞ্চিত হবে এবং শাস্তি ভোগ করবে,,তাও শুধু মাত্র আপনার জন্য,,আস্তাগফিরুল্লাহ..!

▪️এখনো কি আপনি বেপর্দা চলবেন,,ইসলামের আইন মানবেন না..!.?

🔹সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন এবং নিজের ভালোবাসার মানুষ গুলোকে দাইয়্যুস উপাধি থেকে মুক্ত করুন..!

🔹আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিম দের হেদায়াত দান করুন ﴾ اللهم أمين ﴿🤲

06/05/2024

⭕-২৮ শে ফেব্রুয়ারী থেকে ০২ মার্চ ২০০২ ভ|রতের ইতিহাসে ঘটে যায় এক ভয়াবহ গণ/হ/ত্যা। গুজরাটের ২২ টি জেলার মধ্যে ১৬ টি জেলায় একযোগে হ|ম/ল| চলে এবং প্রায় ২৫০০ মুসলমানকে ম|র| হয় এবং প্রায় ১ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়! ধ্বং/স করা হয় ২৭০ টিরও বেশি মসজিদ। ধারণা করা হয় এই হ|মল|র প্রভাবে গুজরাটের মুসলমানদের প্রায় ৩৫ বিলিয়ন সমপরিমাণ ইন্ডি/য়ান রুপী ক্ষয়-ক্ষতি হয়। অভিযোগ রয়েছে মুসলমানদের উপর এই নৃশংস হ|ম/ল|য় সরাসরি পু/লি/শ জড়িত ছিল.!

⭕-এই যে এত কিছু ঘটে গেল জানেন তার পেছনে কারন কি..? সবকিছুই ছিল মাস্টারমাইন্ড গুজরাটের ক/স|ই মো"দি"র ষড়/যন্ত্র। নিজেরা ট্রেনে আ/গুন দিয়ে সেই দোষ মুসলমানদের উপর চাপিয়ে দেয় মোদি কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই! এভাবেই সাম্প্রদায়িক দ|ঙ্গ| লাগিয়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর গণ/হ/ত্যা চালায় গুজরাটের ক/শ|ই নরে"ন্দ্র মো"দি ও তার দল বি"জেপি..!!

⭕-এই বি"জেপির বাংলাদেশ শাখা হচ্ছে 'বাংলাদেশ হি/ন্দু মহাজোট! এদের পতাকা, লক্ষ্য ও উদ্দেশ্য সবকিছুই সেইম সেইম। এরা তাদের নোংরা ষড়/যন্ত্র ও মো"দি"র স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নেমে গেছে। এজন্যই মো"'দির মতো তারাও কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই শ্রেফ সন্দেহের জেরেই মুসলিমদের মেরে ফেলছে। আর তাদের সবধরনে নিরাপত্তা দিচ্ছে এ দেশীয় পু/লি/শ প্রশাসন! নইলে তাদের এত এত দেশদ্রোহী কর্মকাণ্ড দেখার পরেও চুপ থাকে কিভাবে..?

⭕-দেশে বড় ধরনের সাম্প্রদায়িক দ|ঙ্গ| লাগানোর পায়তারা চলছে! আরেক গুজরাট হতে চলেছে বাংলাদেশ। বিশাল গণ/হত্যা/র মঞ্চ প্রস্তুত হতে চলেছে বাংলাদেশের মধ্যে। মুসলমানদের র/ক্ত দিয়ে হোলি খেলার জন্য ওরা তৈরী হয়েগেছে আর আমরা ঘুমাচ্ছি। এখনো সময় আছে জাগুন, পরিস্থিতি দেখে তৈরি হোন! অথবা নিজেকে ও নিজের পরিবারকে এই ধ্বং/সয/জ্ঞের জন্য রেডি থাকুন..!.!

05/05/2024

⭕-ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না..!

▪️স্পেন'র যখন পতন হচ্ছিল, তখন সেখানকার আলেমগণ প্রায় ১৭টি বিষয় নিয়ে ইখতেলাফে জড়িয়ে পড়েছিলেন। এর মাঝে ছিল তারাবিহ ৮ রাকআত নাকি ২০ রাকআত। রাফে ইয়াদাইন নফল নাকি সুন্নাহ; নাকি নাজায়েজ..!

▪️কেউ কাউকে চুলপরিমাণ ছাড় দিতে রাজি ছিল না। সবাই জয়ী হতে চায়। জায়গায় জায়গায় বাহাস আয়োজন হতে লাগল। কিতাব নিয়ে সবাই বাহাসের জায়গায় উপস্থিত হতে থাকলেন। কোনো বাহাস হতো প্রাসাদে; আবার কোনোটি গাছতলায়..!

▪️এসব বাহাসের উদ্দেশ্য একটাই, প্রতিপক্ষকে বিতর্কে হারানো। এদিকে তাদের অস্ত্রগুলো ভোতা হয়ে জং ধরে গিয়েছিল। সেগুলোতে শান দেওয়ার কথা কারও মনে থাকেনি..!

🔴-শেষপর্যন্ত কেউ বিজয়ী হতে পারেনি; সবাই হেরে গিয়েছিল। সাড়ে সাতশত বছরের মুসলিম শাসনকে এমনভাবে পিষে ফেলা হলো, সেখানে আজপর্যন্ত আল্লাহর নাম উচ্চারণের মতো কেউ নেই.!

🔴-তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে আল্লাহ আমার দেশের অতি উৎসাহী আলেমদের সঠিক বুঝ দান করুন, আমীন..!

উগ্র আরএসএস সন্ত্রা-সীদের  ষড়যন্ত্র ভাগওয়া ট্রেপ (পরিচয় গোপন করে প্রেম এর ফাদে ফেলে মুসলিম মেয়েদের ধর্ষন করা)।  বিগত অনে...
05/05/2024

উগ্র আরএসএস সন্ত্রা-সীদের ষড়যন্ত্র ভাগওয়া ট্রেপ (পরিচয় গোপন করে প্রেম এর ফাদে ফেলে মুসলিম মেয়েদের ধর্ষন করা)। বিগত অনেকদিন ধরে এমন সংবাদ দেখা যাচ্ছে। বাংলাদেশ হিন্দু মহাজোট এর অনেক সদস্য এই ষড়যন্ত্র করে গ্রেফতার হয়েছে। এই ষড়যন্ত্রে সহয়াতা করছে মহাজোট এর উকিল সদস্যরা। এর মধ্যে একজন পাপ্পু সাহা। যে কি না মিথ্যা কাগজ বানিয়ে বিবাহের নামে ভারতের যৌনপল্লিতে মুসলিমদের বিক্রি করছে। আমাদের সিক্রেট তাকে তার নিকটবর্তী একটা ছেলের বন্ধু সেজে মিথ্যা পরিচয় দিয়ে এই কথাকোপন সংগ্রহ করেছেন।
পাপ্পু সাহার ফেসবুক পেজ লিংক :
https://www.facebook.com/marriagespecial
(কপি)

সকল মুসলিম ভাই বোনদের অনুরোধ করবো পোষ্টটি সামাজিক মাধ‍্যমে ছড়িয়ে দিন !

যুদ্ধ যে শুধু মুসলমানদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তা নয়, বরং যুদ্ধ জিহাদ হলো অমুসলিমদের মাঝে সবচেয়ে বড় দাওয়াত। গাজায়...
05/05/2024

যুদ্ধ যে শুধু মুসলমানদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তা নয়, বরং যুদ্ধ জিহাদ হলো অমুসলিমদের মাঝে সবচেয়ে বড় দাওয়াত।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফ্রান্সে এ পর্যন্ত ১৭ হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

এদেরকে যেখানে পাবেন,সেখানেই ক্ব--ত--ল করবেন।এটাই ফতোয়া,এটাই বিচার,এটাই পাওনা,এটাই সমাধান।ছবিটা ভাইরাল করে চ|-প|-তি ওয়ালা...
04/05/2024

এদেরকে যেখানে পাবেন,
সেখানেই ক্ব--ত--ল করবেন।
এটাই ফতোয়া,এটাই বিচার,
এটাই পাওনা,এটাই সমাধান।

ছবিটা ভাইরাল করে চ|-প|-তি
ওয়ালাদের সামনে তাদের ছবিটা পোঁছাতে সাহায্য করুন।

আলহামদুলিল্লাহ। খাগড়াছড়ির এক দ্বীনি ভাই পাঠালো ছবিগুলো।খুব শীঘ্রই গণধোলাইয়ের ভিডিও আসবে।বোরকা পরা মেয়েদের ছবি তুলায় এবং ...
03/05/2024

আলহামদুলিল্লাহ। খাগড়াছড়ির এক দ্বীনি ভাই পাঠালো ছবিগুলো।খুব শীঘ্রই গণধোলাইয়ের ভিডিও আসবে।
বোরকা পরা মেয়েদের ছবি তুলায় এবং তাদেরকে যৌন সুড়সুড়িমূলক কথা বলায় খাগড়াছড়ির দ্বীনি ভাইয়েরা হি--ন্দুত্ববাদী টিম্পল পালকে গণধোলাই দিয়েছে।
এখন থেকে এভাবে এ্যাকশন নেওয়া হবে।
আর ছাড় নয়।

03/05/2024

🔵-ইসলামের ন্যুনতম প্রকাশকেও কাফির সেক্যুলাররা কেন ভয় করে?

▪️ইদানিং মুশফিক ও মাহমুদুল্লাহর সামান্য একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া গরম। এরা তেমন কোনো সিরিয়াসলি প্র্যাক্টিসিং ব্যক্তি নয়, কিংবা তেমন ভয়ানক কোনো কিছু করেও নি।

▪️অনেক কাফিরদের দেশে এবং মুসলিম দেশের সেক্যুলার কাফিরদের দেখবেন, জাস্ট ইসলামের সামান্য একটা বিষয়কেও ভয় পায়, এর বিরুদ্ধে আদাজল খেয়ে নেমে যায়। মুখের চোয়ালের সামান্য ক’টা চুল, মাথায় একটা টুপি বা হিজাব, একটু সখ করে ঘোড়ায় চড়া কিংবা এক বিঘত চিকন লাঠির একটা মিসওয়াক কিংবা এমন একেবারে নিরিহ কোনো কিছু নিয়েও তাদের এত এলার্জি কেন? কেন এমন সামান্য বিষয়কেও তারা এত ভয় পায়? এর কারণ কী?

▪️দেখুন, আপনার সামনে যদি একজন আর্মি, পুলিশ বা সরকারি কোনো বাহিনি, কিংবা সরকারী প্রশাসনের লোক এসে কোনো কথা বলে আপনি মেনে নেন। আপনারা দলে অনেক এবং তারা সংখায় অনেক অল্প এবং নিরস্ত্র হলেও, আপনারা তাদের উপর এটাক করতে যান না সাধারণত। এর কারণ কী?

🔹কারণ আপনি জানেন এর উপর হাত তুললে আপনার খবর আছে। উপস্থিত সে একা ও দুর্বল হলেও তার পেছনে রয়েছে একটা গোটা রাষ্ট্র, বিশাল সামরিক বাহিনি, সরকার ও প্রশাসন—যাদের হাত থেকে আপনি পালাতে পারবেন না।

🔹ওরাও মূলত ইসলামকে ভয় পায়। ওরা জানে যে আপনার এই চোয়ালের চুল ক’টা কেবল চুল নয়, টুপি বা হিজাবটা কেবল এক টুকরো কাপড় নয়, মিসওয়াকটা কেবল একটা ছোট্ট কাটের টুকরো নয়; এগুলো হলো ইসলামের শি’য়ার। এগুলোর পেছনেই রয়েছে পূর্ণাঙ্গ একটা জীবন-দর্শন, একটা আদর্শ, একটা রাজনৈতিক ব্যবস্থা, একটা সমাজ ও রাষ্ট ব্যবস্থা যা ওদেরকে পরাজিত করতে পারে, ওদের তাসের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে পারে।

🔹আর একারণেই ওরা এই নিরিহ বিষয়গুলো নিয়েও জলাতঙ্ক রোগীর মতো করে। এই শিক্ষিত বলদ আর লো-লাইফ ক্রিয়েচারদের জন্য সত্যিই করুনা হয়!

ওয়াল্লাহু আ’লামু বিস সাওয়াব।

03/05/2024

আজকে যদি হিজ্রাইলের বড় বড় আকাশচুম্বী টাওয়ার গুলি বিমান দিয়ে ধ্বসিয়ে দেওয়া হয়৷
উল্লাসে ফেটে পড়বে সারা বিশ্ব।
যারা এগুলো করবে। তাদের কে মুসলিম বিশ্ব মোস্ট ওয়ান্টেড টেরোর হিসাবে নয়।
বিপ্লবী, স্বাধীনতাকামী হিসাবেই চিনবে৷

কিন্তু দু:খজনক বাস্তবতা যে। কুমিরের পেট থেকে প্রসব হওয়া, কুমিরের বাচ্চা কে সবাই চিনলো।
কিন্তু সেই কুমির কে চিনলো না, যে কুমির মধ্যপ্রাচ্যে এসে একটা কুমির কে জন্ম দিলো৷

পথের ভিখারীদের কে একটা পরাশক্তি হিসাবে তৈরী করলো কে?
সেই আম্রিকা কী ইনোসেন্ট?
সে নিজেই একটা কুমির।

যে কুমির প্রতিটি মুসলিম বিশ্বে কামড় বসিয়ে আছে৷ সেই কুমির কে দুর্বল না করলে। কখনো রিয়েল মুক্তি সম্ভব না।

আর এই বাস্তবতা কে সামনে রেখেই। শাইখ রহিমুল্লাহ টু°ইন টাওয়ার গুলো ধ্বসিয়ে দিয়েছেন৷
কারণ আম্রিকার সমস্ত সম্পদ থেকেই তিলে তিলে হিজ্রাইল প্রতিষ্ঠা পেয়েছে৷

এখন হিজ্রাইলের একটা দালান ধ্বসিয়ে দেওয়ার আগে৷ আম্রিকার ১০ টা ধ্বসিয়ে দেওয়া সময়ের দাবি।

এই আম্রিকাকে যারা ধ্বসিয়ে দিতে চেয়েছিলো। মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাদের টেরোর হিসাবে চিনে।

শতাব্দীর মহানায়ক শাইখ রহিমুল্লাহ৷
যিনি দৃঢ়ভাবে ওয়াদা করেছেন। মুসলিম বিশ্বকে মুক্ত করতে হলে। সাপের মাথায় আগে আঘাত করতে হবে।

যারা এখনো সংশয়ে আছেন শাইখ কে নিয়ে। তারা যদি আম্রিকা কে চিনতেন। তাহলে হিজ্রাইল ধ্বংস করার আগে। আম্রিকা কে ধ্বংস করার শপথ নিতেন৷

আম্রিকা যা করেছে। তার এই পাপের কোনো ক্ষমা নেই৷

03/05/2024

এই উম্মতের ধর্মীয় জ্ঞান, রাজনীতির বুঝ, বাস্তবতার বুঝের যতটা অভাব, অর্থহীন আবেগ ততটাই বেশি।

নবীগণের ওয়ারিশ, উম্মার রাখবারগণ, দায়ি ইলাল্লাহ ভাইগণ যখন মাজলুম হয়ে ইউসুফ আলাইহিস সালামের পাঠশালায় যায়, উম্মাহকে ঈমান-কুফর, নিরঙ্কুশ তাওহীদের শিক্ষা দেওয়ার কারণে, তাদের পরিবার গুলো যখন পরিবারের বটবৃক্ষকে হারিয়ে অনাহারে ধুঁকে ধুঁকে মরে, এই বেগায়রত উম্মাহ তখন তাদের ব্যাপারে বেখেয়াল থাকে।

কিন্তু বন্দী রাহবার এর প্রতি জনসমর্থন যাচাই এর জন্য প্রতিবার যখন কারাবন্দি আলেমদের মুক্তির খবর বাতাসে ছড়িয়ে পড়ে, শত্রু কিভাবে ষড়যন্ত্র করে সেটা না বুঝেই, লৌকিকতার লোভ এড়াতে না পেরে, মিডিয়ার আহলুল ইলমরাও এসে আবেগী, জাহিল উম্মাহর সাথে অনলাইনে এবং অফলাইনে পরিবেশ উত্তপ্ত করে ফেলে আর আমাদের শাইখুল হাদিসদের মুক্ত আকাশে ফিরে আসা আরো বিলম্বিত হয়।

আর কত ভুল হলে আমরা শিখবো?

আমাদের আবেগ এর কারণে মজলুমদের অহেতুক কুরবানী দীর্ঘায়িত হচ্ছে। আর কত কুরবানী হলে পরে আমরা দায়িত্ববোধ সম্পন্ন আনসার হিসেবে গড়ে উঠবো?

শাইখুল হাদীসগণ ফিরে এসেই কি আমাদের মত কাণ্ডজ্ঞানহীন, নিফাকগ্রস্থ উম্মাহকে সাথে নিয়ে এ'লায়ে কালিমাতুল্লাহ এর মিশন শুরু করতে পারবেন?

🔸আমাদের শারীরিক কোনো প্রস্তুতি গ্রহণের ইরাদা নেই।
🔸আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী নয়।
🔸আমাদের ঘর গুলো, মাদ্রাসা গুলো মাজলুম মুহাজিরদের জন্য নিরাপদ নয়।
🔸আমাদের তাওহীদি আদর্শের ভিত্তি মজবুত নয়।
🔸আমাদের কাফেলাগুলো কাতারবদ্ধ নয়।
🔸আমাদের এ'লায়ে কালিমাতুল্লাহ এর জন্য জনসমর্থন তৈরির কোনো ফিকির নাই।
🔸আমরা ইতিহাস পড়ি না, সিরাত পড়ি না, রাজনীতি বুঝি না।
🔸আমরা একেকদিন একেক অর্থহীন ভাইরাল ইস্যু নিয়ে নিজেদের মধ্যে বিষোদগারে লিপ্ত।
🔸আমাদের শুধু আছে অনলাইনে সীমাবদ্ধ আবেগ, বাস্তবতা বিবর্জিত জজবা।

তাওহীদবাদী মজলুমদের অপমানে, ক্রন্দনে বাংলার আকাশ জমিন ভারী হয়ে উঠেছে ক্রমেই, আল্লাহর পাকড়াও যখন কোনো জনপদে নেমে আসে, তখন তা থেকে কেউই রেহাই পায় না।

03/05/2024

💠-ফিলিস্তিনের আপডেট ১ই মার্চ ২০২৪

▪️জায়োনিস্ট ইসরায়েল এপ্রিল মাসে উত্তর গাজায় ৪০% ত্রাণের বহর ঢুকতে দেয়নি বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহায়তা সংস্থা।

• বেইত হানুন ক্রসিং প্রথম বারের খুলে দেওয়া হয়েছে। জর্ডান থেকে ৩১টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে। কিন্তু ৬ মাস ধরে অনাহারে কাটানো গাজাবাসীর জন্য এই স্বল্পমাত্রার ত্রাণ যথেষ্ট নয়। ত্রাণের বহর নিয়মিত ঢুকতে দিতে হবে গাজায়।

• জর্ডান থেকে আসা ২টি ত্রাণের বহরে হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।

• ইউনিসেফের প্রধান ক্যাথেরাইন রাসেল বলেছে, ৬ লাখ ফিলিস্তিনি শিশু রাফাতে ঢুকেছে। রাফাতে ইসরায়েলি স্থল আগ্রাসন তাই বিপর্যয়ের উপর বিপর্যয় নিয়ে আসবে।

• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৫৬৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৭,৭৬৫ জন ফিলিস্তিনি।

• টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী অন্তত ২০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

• প্যালেস্ট্যানিয়ান ইসলামিক জিহাদের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে বিশ্বাসঘাতক ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

• ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই হামলার প্রতিশোধ নিতে তুলকারেমে তাদের হেডকোয়ার্টারে তীব্র গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

• হেবরুনের কাছে তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট ইসরায়েল।

• নেতজারিম সামরিক সাইটে জায়োনিস্ট বাহিনীর উপর মিসাইল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

• গাজা শহরের দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট এবং মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

• জেনিনের দক্ষিণে আররাবাতে আগ্রাসন চালানোর সময় জায়োনিস্ট বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

• হুলিত কিববুতজের কাছে জায়োনিস্ট অবস্থানে রাজুম রকেট নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেড। নেতজারিমে আরও অন্তত ২ বার হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।

• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর গাড়ির অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন আবু আলী মুস্তফা ব্রিগেড।

• নেতজারিমে তুর্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টারে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কুদুস ব্রিগেড।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Islamic Post publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Islamic Post:

Partager