Sarker IELTS & Immigration Centre.

Sarker IELTS & Immigration Centre. IELTS PTE OIETC Duolingo Spoken

16/05/2025

ইতালিতে স্টুডেন্টস ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টের সাথে কি কি সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন?

👉Vfs Global এ ভিসা এপ্লিকেশন সাবমিট করার পূর্বে অবশ্যই আপনাকে চেক লিস্ট অনুযায়ী সকল ডকুমেন্টস রেডি করতে হবে।

👉অনেকেই জানতে চেয়েছেন ছয় মাস কিংবা এক বছরের ব্যাংক স্টেটমেন্টের সাথে সোর্স অপ ইনকাম তথা সাপোর্টিং ডকুমেন্টস কি কি দিতে হবে?

🔰 স্টেটমেন্ট কমপক্ষে ছয় মাসের দেওয়া উচিত।
আপনি যদি এর চাইতে কম দেন আপনাকে সেটার জন্য ডিসক্লিমার দিতে পারে তবে ভয়ের কারন নেই। যদি আপনার স্টেটমেন্ট ব্যাংকিং নিয়ম মেনে হয়ে থাকে এবং সঠিক হয় তবে সমস্যা হবে না।

সেক্ষেত্রে আপনারা যে ডকুমেন্টস গুলো দিবেন সেগুলো আপনি সহজেই নিতে পারেন।

👉যদি আপনার বাবা/মা কর্মজীবী হয়ে থাকেন তাহলে তাদের কর্মস্থল থেকে ইনকাম সার্টিফিকেট,আইডি কার্ড,পেমেন্ট রশিদ, জয়েনিং এই সকল ডকুমেন্টস নিতে পারেন। এই ছাড়া যদি ট্যাক্স পরিশোধ করা হয় তাহলে সেক্ষেত্রে ট্যাক্স সার্টিফিকেট নিতে পারেন।

👉আর যদি আপনার মা/বাবা ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স/ট্যাক্স পে বিল অথবা টিন সার্টিফিকেট নিতে পারেন।

👉আর যদি বাবা মা দুইজনই বেকার,কিন্তু আপনাদের সম্পত্তি বিক্রি বা বাসা ভাড়া অথবা যে কোন ভাবেই টাকা ম্যানেজ করে নিয়েছেন সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ পৌরসভা/ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন অফিস থেকে অনলাইন/অফলাইন বিজনেস উল্লেখ করে ট্রেড লাইসেন্স নিতে পারেন।

🔰 জমি বিক্রি,প্রোপার্টি সেল কিংবা মোট সম্পত্তির পরিমান উল্লেখ করেও লেটার সাজাতে পারেন তবে এক্ষেত্রে নিকটস্থ একজন আইনজীবির পরামর্শ নিন।

🔰তার পাশাপাশি আপনার স্পন্সরের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট সহজেই অনলাইন থেকে নিতে পারেন।

🔰 স্পন্সরের জম্মসনদ, এনআইডি কার্ড এবং আপনার জম্মসনদ,এনআইডি কার্ড,ফ্যামিলি সার্টিফিকেট এই ডকুমেন্টস গুলো mygov.bd থেকে এপস্টাইল করে নিবেন।

Ayyash Travels & Tours

12/05/2025

🇧🇩🇬🇧 UK আসার আগে কিছু কাজ শিখে আসবেন।নিচের যেকোনো একটা কাজ কিছু পারেন আর না পারেন, বাঁচতে হলে শিখে আসবেন।

১.ড্রাইভিং।
২.কিচেন এসিসট্যান্ট।

৩.ইলেক্ট্রিশিয়ান (ভালোভাবে ৩ মাস মেয়াদী একটা কোর্স করতে পারলে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না)।

৪.অটোমোবাইল (এখানে অনেকেই এই কাজ শিখে এসে ছয় মাস মেয়াদী কোর্স করে এখন শুধু যে গাড়ির গ্যারেজ দিয়েছে তাই না গাড়ি বিক্রির বিজনেসও করছে)💚।

৫.চুল কাটা (যারা কিছু পারেন না তারা অন্তত এই হেয়ার কাটিং এর কাজটা শিখে আসলেও অনেক অর্থ উপার্জন করতে পারেন। এগুলো শিখানোর জন্য ঢাকার মোহাম্মদপুরে একটা হেয়ার কাটিং এর স্কুল পর্যন্ত আছে)।

৬.ট্রেডিং( যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ জানেন তারা একটা ট্রেডিং কোর্স করে আসলে বাসায় বসে অনেক অর্থ উপার্জন করতে পারেন। অনেককে দেখেছি ট্রেডিং করে নিজের টিউশন ফি দিয়েছে এমনকি ট্রেডিং এর টাকায় সেলফ স্পন্সর কিনে নিজের বিজনেস দিয়েছে )🔥।

৭.টেইলারিং (মেয়েদের জন্য এটি সবচেয়ে সহজ পেশা।এটির চাহিদা আমি "কার্ডিফে" না আসলে বুঝতাম না।অনেক মেয়েই এখন একটি টেইলারিং এর শপ দিয়ে সেলফ স্পন্সর হয়েছে)🥰।

৮. কেয়ার ও সাপোর্ট ওয়ার্কার(বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন নেওয়ার কাজ খুবই চাহিদাসম্পন্ন। NVQ Level 2 বা 3 কোর্স করলে এ সেক্টরে ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব।বাংলাদেশে চাইলেই খুব সহজেই কোর্সটি করা যায়) শত শত স্টুডেন্ট কেয়ার থেকে স্পন্সর পেয়েছে)।

আমরা একটা ভালো IELTS /PTE স্কোর করার পরে অলস সময় পার করি।অথচ উপরের কোর্সগুলোর যেকোনো একটা চাইলেই বাংলাদেশ থেকে করতে পারি।

কিন্তু আমরা একটা স্কিল না শিখে এগুলোকে কঠিন মনে করে বাসায় বসে থাকি। সেইসাথে এজেন্সির পিছনে সময় নষ্ট করি এবং যেই কান্ট্রিতে ভিসা হবে না এর তার প্ররোচনায় সেটিতে এপ্লাই করে কয়েক লাখ টাকা নষ্ট করি।এরপর এক সময় আমাদের হুশ হয় এবং বিদেশে আসার পর স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তখন যেখানে পৃথিবীর স্বর্গ মনে করে আসি সেই জায়গাটাকে তখন জাহান্নাম মনে হয়🔥।

12/05/2025

যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন আইন: ২০২৫ হোয়াইট পেপার অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ

চেক Comment Uk Gov website
যুক্তরাজ্য সরকার ১২ মে ২০২৫ তারিখে ইমিগ্রেশন বিষয়ক একটি নতুন হোয়াইট পেপার প্রকাশ করেছে, যেখানে দেশটির অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তন আনা হয়েছে। এই নিয়মগুলো ধাপে ধাপে কার্যকর হচ্ছে এবং ভবিষ্যতের জন্য প্রবাসীদের প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

১. স্কিল্ড ওয়ার্কার ভিসা (Skilled Worker Visa):
• এখন থেকে কেবলমাত্র RQF Level 6 (ডিগ্রি লেভেল)-এর চাকরির জন্য স্কিল্ড ওয়ার্কার ভিসা প্রদান করা হবে।
• ইমিগ্রেশন স্যালারি লিস্ট (ISL) বাতিল করা হয়েছে।
• স্পনসরশিপ চার্জ ৩২% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে (effective from 9 April 2025)।

২. কেয়ার ওয়ার্কার ভিসা বন্ধ হচ্ছে:
• সেপ্টেম্বর ২০২৫ থেকে Care Worker (SOC Code 6145) ও Senior Care Worker (6146)-এর জন্য নতুন স্পনসরশিপ বন্ধ হয়ে যাবে।
• ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে এই ক্যাটাগরির বিদেশি নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
• বর্তমানে যুক্তরাজ্যে থাকা কেয়ার ওয়ার্কাররা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভিসা এক্সটেনশন বা অন্য ক্যাটাগরিতে স্যুইচ করতে পারবেন।

৩. স্টুডেন্ট ও গ্র্যাজুয়েট রুট:
• Graduate Visa এর মেয়াদ ২ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে।
• কিছু বিশ্ববিদ্যালয়ের উপর বিদেশি শিক্ষার্থীদের আয়ের ভিত্তিতে অতিরিক্ত ট্যাক্স বসানোর কথা বিবেচনা করা হচ্ছে যা টিউশন ফি বৃদ্ধির কারন হবে।

৪. স্থায়ী বাসস্থান (ILR) ও নাগরিকত্ব:
• বেশিরভাগ ক্ষেত্রে ILR-এর জন্য এখন ১০ বছর যুক্তরাজ্যে বসবাসের প্রয়োজন হবে, যেখানে আগে ৫ বছর যথেষ্ট ছিল।
• ইংরেজি ভাষা পরীক্ষার মানদণ্ড কঠোর করা হয়েছে।

৫. ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম:
• ২০২৫ সালের মধ্যেই সকল ভিসা ও ইমিগ্রেশন নথি হবে সম্পূর্ণ ডিজিটাল (eVisa)।
• আর কোনো BRP (Biometric Residence Permit) বা পাসপোর্টে ভিসা স্ট্যাম্প থাকবে না।

Fahad Hasan Rony
University of Ulster ,London.
+447466175181

30/04/2025

Work permit ||

প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস কে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং আগামী বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের নেতৃত্ব কেমন হবে বলে ...
29/04/2025

প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস কে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং আগামী বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের নেতৃত্ব কেমন হবে বলে মনে করেন।

  🇨🇭❤️
29/04/2025

🇨🇭❤️

22/03/2025

🎓রাশিয়ান সরকারি স্কলারশিপ (ʀᴜꜱꜱɪᴀɴ ɢᴏᴠᴇʀɴᴍᴇɴᴛ ꜱᴄʜᴏʟᴀʀꜱʜɪᴘ 2025) 👩‍🎓✈

✳️স্কলারশিপের সুবিধাসমূহঃ

🔷টিউশন ফি মুক্ত:- সম্পূর্ণ বিনাবেতনে পড়াশোনা করার সুযোগ। (100% 𝙎𝙘𝙝𝙤𝙡𝙖𝙧𝙨𝙝𝙞𝙥)
🔷মাসিক ভাতা:-শিক্ষার্থীদের জীবনযাপন ও অন্যান্য খরচের জন্য মাসিক ভাতা প্রদান করা হবে। (3000-5000) 𝙍𝙐𝘽
🔷বাসস্থান: -থাকার জন্য ডর্মেটরির ব্যবস্থা।
🔷 রাশিয়ান ভাষায় দক্ষতা না থাকলে, প্রথম বছরে ভাষা শিখানো হবে ফ্রী (𝙁𝙍𝙀𝙀) তে।
🔷 ভাষা ছাড়াও যব করার অনেক সুযোগ রয়েছে। এছাড়া ভাষা জানলে দ্বিগুণ স্যালারী পাওয়া যায়। দিনে (১৮০০-২০০০) হাজার রুবেল এর কাজ। ভাষা জানলে (৩০০০-৫০০০) রুবেল পাওয়া সম্ভব।

✳️প্রোগ্রামঃ

🔷মেডিকেল (𝙈𝘽𝘽𝙎/𝘽𝘿𝙎/𝙍𝙚𝙡𝙖𝙩𝙚𝙙 𝙎𝙪𝙗𝙟𝙚𝙘𝙩)
🔷ব্যাচেলর (𝘽𝙖𝙘𝙝𝙚𝙡𝙤𝙧)
🔷মাস্টার্স (𝙈𝙖𝙨𝙩𝙚𝙧𝙨)
🔷পিএইচডি (𝙋𝙝𝘿)
🔷সাইন্স, কমার্স ও মানবিক সবাই আবেদন করতে পারবে।

✅ রাশিয়াতে কেন যাবেন?

🔷ব্যাংক স্টেটমেন্ট এর প্রয়োজন নেই।
🔷𝙄𝙀𝙇𝙏𝙎/𝙈𝙊𝙄/𝘿𝙐𝙊𝙇𝙄𝙉𝙂𝙊 এর প্রয়োজন নেই।
🔷স্টাডি গ্যাপ গ্রহনযোগ্য।
🔷কোন প্রকার ভর্তি পরিক্ষা লাগে না।
🔷সরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রী বিশ্বব্যাপী গ্রহনযোগ্য।
🔷ঢাকাতেই রাশিয়ার দূতাবাস থাকাই ইন্ডিয়াতে যাওয়ার দরকার লাগে না। (Gulsan-1)
🔷রাশিয়া থেকে সহজেই টুরিস্ট ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন।
🔷নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে স্থায়ী ভাবে বসবাসের সু্যোগ আছে।
🔷 মেডিকেল (𝙈𝘽𝘽𝙎/𝘽𝘿𝙎/𝙍𝙚𝙡𝙖𝙩𝙚𝙙 𝙎𝙪𝙗𝙟𝙚𝙘𝙩)
(𝙐𝙎𝙈𝙇𝙀/𝙋𝙇𝘼𝘽/𝙈𝙊𝙃 & 𝙈𝙤𝙧𝙚) After MBBS লাইসেন্স এক্সাম দেওয়া যায়। (তবে হ্যা হাতে গুনা ২-১টা কিছু ইউনিভার্সিটি গ্রহনযোগ্য নয়)

✅ প্রয়োজনীয় ডকুমেন্টস:-

🔷পাসপোর্ট :-যার বৈধতা কমপক্ষে ১৮ মাস থাকতে হবে।
🔷শিক্ষাগত সনদপত্র :- সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট।
🔷ছবি :- সম্প্রতি তোলা।
🔷এনআইডি কার্ড :- বাবা ও মা ।
🔷স্বাস্থ্য সনদপত্র :- মেডিক্যাল সার্টিফিকেট ও 𝙃𝙄𝙑 সনদ।
🔹অন্যান্য পেপারস (যদি থাকে)

✳️এপ্লিকেশন ডেডলাইনঃ ১০ সেপ্টেম্বর থেকে ১লা ডিসেম্বর, ২০২৪।

🟩যোগাযোগ :- স্কলারশিপ এর আবেদন বা ভর্তি বিষয়ে যে কোন তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের Safa Maruwa Tours and Travels এর অফিসে।

🔹Contact Number: +8801606625790
🔹Gmail: safamaruwa2023@gmail .com

Welcome To Russia ||Alhamdulillah February Intake তিন জনের ভিসা success. আপনিও যদি উচ্চ শিক্ষার জন্য রাশিয়াতে আসতে চান আ...
21/03/2025

Welcome To Russia ||
Alhamdulillah February Intake তিন জনের ভিসা success. আপনিও যদি উচ্চ শিক্ষার জন্য রাশিয়াতে আসতে চান আর দেরি না করে আজই যোগাযোগ করুন।

Fahad Hasan Rony
Admin Officer ,Uk
+447466175181 (Uk)
+8801989-021766 (what's app)
fans

16/03/2025

পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যারা শুধু রাগ প্রকাশ করতে পারে কিন্তু ভালোবাসা প্রকাশ করতে পারে না।আরেক ধরনের মানুষ যারা শুধু ভালোবাসা বিলিয়ে যায় কিন্তু রাগ প্রকাশ করতে পারে নাই।
আমিও রাগ দেখাতে পারি কিন্তু আকাশ সমান ভালোবাসা প্রকাশ করতে পারি না।

14/03/2025

Work Permit in Romania ||
স্বল্প খরচে উচ্চ বেতনে Romania তে আসার সুবর্ণ সুযোগ ||

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801989021766

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sarker IELTS & Immigration Centre. publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Sarker IELTS & Immigration Centre.:

Partager