16/05/2025
ইতালিতে স্টুডেন্টস ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টের সাথে কি কি সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন?
👉Vfs Global এ ভিসা এপ্লিকেশন সাবমিট করার পূর্বে অবশ্যই আপনাকে চেক লিস্ট অনুযায়ী সকল ডকুমেন্টস রেডি করতে হবে।
👉অনেকেই জানতে চেয়েছেন ছয় মাস কিংবা এক বছরের ব্যাংক স্টেটমেন্টের সাথে সোর্স অপ ইনকাম তথা সাপোর্টিং ডকুমেন্টস কি কি দিতে হবে?
🔰 স্টেটমেন্ট কমপক্ষে ছয় মাসের দেওয়া উচিত।
আপনি যদি এর চাইতে কম দেন আপনাকে সেটার জন্য ডিসক্লিমার দিতে পারে তবে ভয়ের কারন নেই। যদি আপনার স্টেটমেন্ট ব্যাংকিং নিয়ম মেনে হয়ে থাকে এবং সঠিক হয় তবে সমস্যা হবে না।
সেক্ষেত্রে আপনারা যে ডকুমেন্টস গুলো দিবেন সেগুলো আপনি সহজেই নিতে পারেন।
👉যদি আপনার বাবা/মা কর্মজীবী হয়ে থাকেন তাহলে তাদের কর্মস্থল থেকে ইনকাম সার্টিফিকেট,আইডি কার্ড,পেমেন্ট রশিদ, জয়েনিং এই সকল ডকুমেন্টস নিতে পারেন। এই ছাড়া যদি ট্যাক্স পরিশোধ করা হয় তাহলে সেক্ষেত্রে ট্যাক্স সার্টিফিকেট নিতে পারেন।
👉আর যদি আপনার মা/বাবা ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স/ট্যাক্স পে বিল অথবা টিন সার্টিফিকেট নিতে পারেন।
👉আর যদি বাবা মা দুইজনই বেকার,কিন্তু আপনাদের সম্পত্তি বিক্রি বা বাসা ভাড়া অথবা যে কোন ভাবেই টাকা ম্যানেজ করে নিয়েছেন সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ পৌরসভা/ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন অফিস থেকে অনলাইন/অফলাইন বিজনেস উল্লেখ করে ট্রেড লাইসেন্স নিতে পারেন।
🔰 জমি বিক্রি,প্রোপার্টি সেল কিংবা মোট সম্পত্তির পরিমান উল্লেখ করেও লেটার সাজাতে পারেন তবে এক্ষেত্রে নিকটস্থ একজন আইনজীবির পরামর্শ নিন।
🔰তার পাশাপাশি আপনার স্পন্সরের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট সহজেই অনলাইন থেকে নিতে পারেন।
🔰 স্পন্সরের জম্মসনদ, এনআইডি কার্ড এবং আপনার জম্মসনদ,এনআইডি কার্ড,ফ্যামিলি সার্টিফিকেট এই ডকুমেন্টস গুলো mygov.bd থেকে এপস্টাইল করে নিবেন।
Ayyash Travels & Tours