Voice of thrue

  • Home
  • Voice of thrue

Voice of thrue আসুন ইসলামের আলোয় নিজে আলোকিত হয়, সমাজটাকেও আলোকিত করার প্রতিজ্ঞা করি।
(1)

07/07/2025
22/12/2024

সন্ত্রাস মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করল মাদ্রাসা কর্তৃপক্ষ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

22/12/2024

কিশোরগঞ্জের কুলিয়ারচর এ জমি ক্রয় করতে চাই।
কোন মিডিয়া ভাই থাকলে ইনবক্স করেন প্লিজ।

22/12/2024

আর যাই বলেন না কেন, মাজহারী কিন্তু কিছু হক্ব কথা বলেছে। শুনেই যান না একবার,,,,

16/12/2024

নামদ্বারী সুন্নি নামীয় ভন্ডদের মুখোশ উন্মোচন করে দিলেন মোতালেব হুসাইন সালেহী,,,

27/11/2024

গাদ্দার শেখ মুজিব,,,,,,,,reelsvideoallamamamunulhaque2024 #

30/10/2024

যদি নবী রাসূল আসার সিলসিলা বর্তমানেও বহাল থাকতো,
আমার মনে হয়,আল্লাহ ভৈরবের মৌটুপী গ্রামে একজন নবী পাঠিয়ে আদমগুলো কে মানুষ বানাইতো!

26/08/2024

মানবসেবা
---------
রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘

যে ব্যক্তি কোনো বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরিধান করাবে আল্লাহ তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন। যেকোনো ক্ষুধার্ত মুসলমানকে আহার করাবে আল্লাহ তাকে জান্নাতের ফল আহার করাবেন।
যেকোনো পিপাসার্ত মুসলমানকে পানি পান করাবে আল্লাহ তাকে ‘রহিকে মাখতুম’ পানি পান করাবেন। (রহিকে মাখতুম হলো মেশক আম্বর দ্বারা মোহরকৃত বিশুদ্ধ পানি, যা জান্নাতিদেরকে পান করতে দেয়া হবে)।

মানবসেবা বলতে কী বুঝায়?
যে মানুষের যা প্রয়োজন, মানুষের সেই প্রয়োজন পূরণ করাটাই মানবসেবা।

ক্ষুধার্ত মানুষের খাবার প্রয়োজন তাকে খাবার দেয়াই মানবসেবা;
বস্ত্রহীন মানুষের বস্ত্র প্রয়োজন, তাকে বস্ত্র দেয়াই মানবসেবা;
ঘরহীন মানুষের ঘরের প্রয়োজন, তাকে ঘর করে দেয়াই মানবসেবা;
বন্যার্ত মানুষের ত্রাণ প্রয়োজন, তাদের ত্রাণ দেয়াই মানবসেবা;

এক কথায় মানুষের কল্যাণের চিন্তা করা,
প্রয়োজনের সময় কথা ও কাজে তাদের পাশে দাড়ানোই মানবসেবা।

এই বিষয়ে আল্লাহ তায়ালার ঘোষণা হচ্ছে-
‘আর তোমাদের আবির্ভাব করাই হয়েছে মানবজাতির কল্যাণের জন্য’ (সূরা আল ইমরান-১১০)।

এই আয়াতে মানুষ শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ড সাব্যস্ত করা হয়েছে মানুষের কল্যাণে কাজ করাকে।
হাদিস শরিফে এসেছে-
‘সব সৃষ্টি আল্লাহর পরিবার, সুতরাং সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সেই সর্বাধিক প্রিয় যে আল্লাহর পরিবারের প্রতি দয়া করে তথা সেবা করে’ (শুআবুল ঈমান)।

মানবসেবার ফজিলত :

আল্লাহর দয়া লাভ করা যায়, রাসূল সা: বলেন, ‘যারা দয়ালু তাদের প্রতি দয়াল আল্লাহ দয়া করেন, সুতরাং তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী (অর্থাৎ আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন।

মানবসেবার দ্বারা আল্লাহর সাহায্য লাভ করা যায়, সহিহ বুখারি ও মুসলিম শরিফের এক হাদিসে এসেছে-

মুসলমান মুসলমানের ভাই। সে তার প্রতি জুলুম করবে না। তাকে সাহায্য করা ত্যাগ করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন।
যে ব্যক্তি কোনো মুসলমানের পেরেশানি দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তার পেরেশানি দূর করবেন।
আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে মহান আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন।

আল্লাহর রাসূল সা: বলেছেন, ‘যে ব্যক্তি আমার উম্মতের অভাব পূরণ করবে, এতে তার উদ্দেশ্য হলো ওই ব্যক্তিকে সন্তুষ্ট করা। প্রকৃতপক্ষে সে আমাকে সন্তুষ্ট করল, আর যে আমাকে সন্তুষ্ট করল সে প্রকৃতপক্ষে আল্লাহকেই সন্তুষ্ট করল, আর যে আল্লাহকে সন্তুষ্ট করল, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।’ (শুআবুল ঈমান)

অতএব আসুন আমরা মানুষের সেবায় নিজেদের সম্পদ ব্যয় করে মহান আল্লাহর দয়া ও ক্ষমা লাভ করি।
আল্লাহ আমাদের তাওফিক দিন, আমীন।

08/08/2024

যে দলটা সাধারণ শিক্ষার্থীদের ও শহীদের রক্ত শুকানোর আগেই সমাবেশ করে আর যাইহোক সে যে দেশসেবা করতে আসে নাই,সেটা বুঝার জন্য রকেট সাইন্স জানা লাগে নাহ।

24/06/2024

পোস্টটি যেহেতু আপনি পড়ছেন,
তার মানে আপনি আমার একজন সম্মানিত Activ Follower
জানতে পারি পোস্টটি কোথা থেকে দেখছেন?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of thrue posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of thrue:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share