LDN Banati Bazar-Lalua Up

LDN Banati Bazar-Lalua Up Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de LDN Banati Bazar-Lalua Up, Magazine, Democratic Republic of the.

20/08/2024

ঢাকা কুয়াকাটা মহা সড়কে পাখি মারা সংলগ্ন একটি স্থানে লাবিবা পরিবহন এক্সিডেন্ট করে

আন্দারমানিক নদীর তীরে গড়ে উঠবে কেন্দ্রীয় শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রমো.নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা।।পটুয়াখা...
10/02/2024

আন্দারমানিক নদীর তীরে গড়ে উঠবে কেন্দ্রীয় শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র

মো.নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা।।

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া সরকারি মডেল স্কুলের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে
ওঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইট, বালু ও পাথরের ব্যবসা । শনিবার দুপুরে উচ্ছেদ করে আন্দারমানিক নদীর তীরে ঐই জায়গাটিতে “কেন্দ্রীয় শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র” নামে একটি নান্দনিক শিশু পার্ক গড়ে তোলার ঘোষনা দিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন।জানা যায়,দীর্ঘ দিন যাবৎ খেপুপাড়া সরকারি মডেল স্কুলের সামনে অবৈধ ভাবে
ইট, বালু ও পাথরের ব্যবসা করে আসছে কতিপয় ব্যবসায়ী। অবৈধ ভাবে গড়ে তুলেছেন দোকান ঘর। স্কুলের সামনে এ ব্যবসার কারনে দক্ষিনা বাতাসের সাথে
বালু উড়ে গিয়ে স্কুলের প্রায় ১৪ শত শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতি হয়। বিভিন্ন অভিযোগের কারনে এসব প্রতিষ্ঠান মালিকদের ব্যবসা সড়িয়ে নেয়ার জন্য উপজেলা প্রশাসন নোটিশ করেন। তারা না মানিয়া বীরদর্পে ব্যবসা পরিচালনা করে আসছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের উচ্ছেদ অভিযানে তিনটি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় বালুর ব্যবসা। স্থানীয় এবং স্কুলের শিক্ষক,শিক্ষার্থীরা জানান,স্কুলের সামনে সরকারি জায়গা দখল করে ইট,বালুর ব্যবসা করে অসছে। এতে শিক্ষার্থীদের অনেক সমস্যা হতো। দীর্ঘদিন পর এ সমস্যা থেকে পরিত্রান পেয়েছেন তারা।

হুমকির মুখে দেশের আকাশসীমা।।বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত।LDN Banati Bazar-Lalua Up দক্ষিণ এশিয়ায় একম...
10/02/2024

হুমকির মুখে দেশের আকাশসীমা।।
বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত।

LDN Banati Bazar-Lalua Up

দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে- বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার করে, কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয়, তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত। আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ, অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে- অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।

মূল কারণ হল- ১৯৮০ সালে [বর্তমান শাহ জালাল (রহঃ) বিমান বন্দর] এ একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই ডেট এক্সপায়ারড হয়ে গেছে। এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।

মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে, ছয় বছর আগে চট্টগ্রামের জন্য নতুন একটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে। যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারের উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।

১৭ দিন বিকল্প পথে চলতে হবে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদেরকার্যক্ষমতা বাড়ানোর জন্য পোস্তগোলা সেতু সংস্কার করতে যাচ্ছ...
09/02/2024

১৭ দিন বিকল্প পথে চলতে হবে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের

কার্যক্ষমতা বাড়ানোর জন্য পোস্তগোলা সেতু সংস্কার করতে যাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সওজ। এই ১৭ দিন ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে সেতু দিয়ে। তবে বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন এই সেতু বন্ধ থাকবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়, ঢাকা জোন থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) মহাসড়কের ৩য় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে। (পুরনো স্থাপনাকে শক্তিশালী করতে নতুন কিছু সংযোগ করাকে রেট্রোফিটিং বলা হয়ে থাকে।)

এজন্য ভারি যানবাহনসমূহ (ট্রাক-পিকআপভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহনসমূহ (বাস-মাইক্রোবাস-সিএনজি-অটোরিকশা) ২২, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৬ মার্চ- এই পাঁচ দিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

#ভারি_যানবাহনসমূহের_জন্য_বিকল্প_সড়কসমূহের_মধ্যে_রয়েছে

১. গাবতলী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন বেড়িবাঁধ রোড দিয়ে বাবুবাজার সেতু হয়ে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

২. যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে গাবতলীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন থেকে বাবুবাজার সেতু-বেড়িবাঁধ হয়ে গাবতলী প্রবেশ করবে।

৪. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।

এছাড়া হালকা যানবাহনসমূহ সওজ ও এলজিইডির বিকল্প সড়ক ব্যবহার করতে পারবে

১. পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু-৩য় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।

২. সিলেট, চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

৩. পদ্মা সেতু থেকে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার-নবাবগঞ্জ-কেরাণীগঞ্জ, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার-কোনো খোলা মোড়-বছিলা সেতু-মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

পচনশীল দ্রব্য বহনকারী যান ব্যতীত অন্যান্য পণ্যবাহী যানবাহনসমূহকে পদ্মা সেতুর বিকল্প হিসেবে পাটুরিয়া ফেরিঘাট ও বঙ্গবন্ধু সেতু ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সওজ।

২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায় জাহাজটি। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে।

স্ত্রী জানতেন স্বামী বিমান বাহিনীর সদস্যঅথচ সে একজন পেশাদার  জুতা চোর।LDN Banati Bazar-Lalua Up বছরের পর বছর স্ত্রীর কাছ...
09/02/2024

স্ত্রী জানতেন স্বামী বিমান বাহিনীর সদস্য
অথচ সে একজন পেশাদার জুতা চোর।

LDN Banati Bazar-Lalua Up
বছরের পর বছর স্ত্রীর কাছে পেশা লুকিয়ে করতেন চুরি। কিন্তু স্ত্রী জানতেন স্বামী বিমানবাহিনীতে চাকরি করেন। স্ত্রী যেন কোনোভাবেই সন্দেহ না করে এজন্য নকল ইউনিফর্মও বানিয়েছিলেন স্বামী। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না। বিমানবাহিনীর দপ্তর থেকে থেকে জুতা চুরির সময় ধরা পড়েন স্বামী। অভিযুক্ত ওই ব্যক্তির নাম ইন্দ্রকুমার মালি।

পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সি ইন্দ্র ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। গত তিন বছর ধরে তিনি উত্তরাখণ্ডের হালদাওনি এলাকায় বসবাস করেন। নিজের পেশা সম্পর্কে স্ত্রীকে মিথ্যা কথা বলেছেন ইন্দ্র। মিথ্যা পরিচয় নিয়ে বেঁচে থাকার জন্য চুরি করতেও হাত কাঁপেনি তার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বরৌলির বিমানবাহিনীর দপ্তর থেকে জুতা চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি।

পুলি‌শ জানায়, বিমানবাহিনীর কর্মকর্তাদের নকল ‘ইউনিফর্ম’ পরে দপ্তরে প্রবেশ করেছিলেন ইন্দ্র। কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে ‘ইউনিফর্ম’ না পরার কারণে তা নজরে আসে ওই দপ্তরের এক কর্মকর্তার। ইন্দ্রের পরিচয়পত্র মিলিয়ে দেখার সময় জানা যায় তা নকল। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ওই কর্মকর্তা।

ঘটনাস্থলে পৌঁছে ইন্দ্রের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, তিনটি ভুয়া আধার কার্ড, তিনটি এটিএম কার্ড, দু’টি মোবাইল ফোন এবং পাঁচটি সিম কার্ড উদ্ধার করে পুলিশ। বিমান বাহিনীর প্রতীক লাগানো একটি গাড়িও উদ্ধার করা হয় ইন্দ্রের কাছ থেকে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করায় ইন্দ্র জানান, স্ত্রীকে মিথ্যা কথা বলেছেন। মিথ্যা পরিচয় দিয়েছেন।

শবে  মেরাজে কোন আমল নেই। কুরআন ও হাদীস এবং সাহাবাগণ রা. এর জীবনীতে শবে মেরাজের আমল সম্পর্কে বিশুদ্ধ সূত্রে কিছুই পাওয়া য...
08/02/2024

শবে মেরাজে কোন আমল নেই। কুরআন ও হাদীস এবং সাহাবাগণ রা. এর জীবনীতে শবে মেরাজের আমল সম্পর্কে বিশুদ্ধ সূত্রে কিছুই পাওয়া যায় না।

সংগ্রহে মাসুম বিল্লাহ সাদিক
LDN Banati Bazar-Lalua Up

শবে মেরাজকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন নামাজ রোজা ও নির্দিষ্ট ধরনের বিভিন্ন ধরনের এবাদতে মশগুল হয়ে থাকেন। এটা মৌলিকভাবে কোরআন সুন্নাহ সম্মত কোন আমল নয়। এই দিনকে কেন্দ্র করে ধর্মীয়ভাবে কোন নির্দিষ্ট আমল করার কথা কোথাও সঠিক সূত্রে বর্ণিত হয়নি। ইবাদত যে কোন রাতে যে কোন উদ্দেশ্যে করা যেতে পারে। রোজা সব সময়ই রাখা যেতে পারে। তবে এই সবে মেরাজকে কেন্দ্র করে কোন ইবাদত আছে বলে আমাদের জানা নেই। বিভিন্ন জাল ও অতি দুর্বল রেওয়ায়াত দ্বারা থাকলেও সেগুলো মূলত কোরআন সুন্নাহ সম্মত নয়। তাই এসব বিদআত থেকে দূরে থাকুন।

فلم يصح في شهر رجب صلاة مخصوصة تختص به و الأحاديث المروية في فضل صلاة الرغائب في أول ليلة جمعة من شهر رجب كذب و باطل لا تصح و هذه الصلاة بدعة عند جمهور العلماء و من ذكر ذلك من أعيان العلماء المتأخرين من الحفاظ أبو إسماعيل الأنصاري و أبو بكر بن السمعاني و أبو الفضل بن ناصر و أبو الفرج بن الجوزي و غيرهم إنما لم يذكرها المتقدمون لأنها أحدثت بعدهم و أول ما ظهرت بعد الأربعمائة فلذلك لم يعرفها المتقدمون و لم يتكلموا فيها و أما الصيام فلم يصح في فضل صوم رجب بخصوصه شيء عن النبي صلى الله عليه و سلم و لا عن أصحابه (لطائف المعارف، ذكر ما يتعلق برجب من أحكام-131)

অনুবাদ-মাহে রজবে বিশেষ কোন নামায প্রমাণসিদ্ধ নয়, রজবের প্রথম শুক্রবারে সালাতুর রাগায়েবের ফযীলত সম্পর্কীয় হাদীসসমূহ বাতিল, মিথ্যা ও বানোয়াট। বিজ্ঞ ওলামায়ে কিরামের মতে এটি একটি নব আবিস্কৃত নামায। পরবর্তী যুগের অগাধ জ্ঞানের অধিকারী বিদগ্ধ ওলামায়ে কিরাম যারা এটি বিদআত আখ্যা দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আবু ইসমাঈল আনসারী, আবু বকর ইবনে সামআনী, আবুল ফযল ইবনে নাসের ও আবুল ফারায বিন জাওযী রহ. প্রমূখ।

পূর্ববর্তীরা এ নিয়ে আলোচনা করননি। কেননা তাদের [ইন্তেকালের বেশ] পরে তা আবিস্কৃত হয়েছে। চারশত হিজরীরও পরে এটির প্রকাশ ঘটে। তাই পূর্ববর্তীদের নিকট এটি পরিচয় ঘটেনি এবং তারা এ ব্যাপারে কিছু বলে যাননি।

আর রোযা! রজব মাসের রোযার বিশেষ ফযীলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমানিত নয়, সাহাবীদের থেকেও নয়। (লাতায়েফুল মাআরিফ-১৩১)

রজব মাস এবং শবে মেরাজের নামায-রোযা সম্পর্কে জাল বর্ণনাসূহের অসারতা আরো বিস্তারিত জানার জন্যে দেখা যেতে পারে-

তাবয়ীনুল আজব-

মাসাবাতা বিস সুন্নাহ ফী আয়্যামিস সানা্হ

আল মওযূয়াত-২/৪৬-৪৯

আল মানারুল মুনীফ-৯৫-৯৭

তাখরীজে ইহইয়া ইহইয়াউ উলূমিদ্দীন-১/২৯৬

আল লাআলিল মাসনূআ-২/৫৫-৫৯

তানযীহুশ শরীয়া-২/৮৯-৯০

ইতহাফুস সাদাতিল মুত্তাকীন-৩/৪২২-৪২৫

আল ফাওয়ায়েদুল মাজমূআ-১/৭৩-৭৫

আল আসারুল মারফূআ-৫৮-৭০

 #পার্কের_জায়গায়_আওয়ামী_লীগ_নেতার_মাছের_বাজারLDN Banati Bazar-Lalua Up বরিশাল সদর উপজেলায় শেখ রাসেল শিশুপার্কের জমি দ...
08/02/2024

#পার্কের_জায়গায়_আওয়ামী_লীগ_নেতার_মাছের_বাজার

LDN Banati Bazar-Lalua Up

বরিশাল সদর উপজেলায় শেখ রাসেল শিশুপার্কের জমি দখল করে মাছের বাজার গড়ে তোলার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ জেলা পরিষদ সদস্য ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি।

তবে শহিদুল দাবি করেন, পার্কের জমিতে আগে থেকেই তালতলি মাছবাজার ছিল। এর আগে এখান থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর লোকজন টাকা তুলতেন। এখন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমন্বয় করে বাজার পরিচালনা করছেন।

উপজেলা প্রশাসন অবশ্য বলছে, শেখ রাসেল পার্কের জমিতে গড়ে ওঠা মাছবাজারটি তালিকাভুক্ত না। এটাকে অতি শীঘ্রই এখান থেকে স্থানান্তরিত করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নির্দেশে ওই জমি উদ্ধার করে শেখ রাসেল শিশুপার্কের কাজ শুরু করে জেলা প্রশাসন। শিশুপার্কের চারদিকের সীমানাপ্রাচীরের কাজ অর্ধেক সম্পন্ন হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত ছিল। নির্বাচন শেষে পার্কের ওই জমি দখলে নেন আওয়ামী লীগ নেতা শহিদুল। পরবর্তী তিনি সেখানে নিজস্ব মাছের বাজার গড়ে চাঁদা তুলেছেন বলে জানিয়েছেন তারা

চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক কুমার চ্যাটার্জি বলেন, 'মাছবাজারটি আগে সড়কের ওপরে ছিল। শুনেছি, ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি শহিদুল বাজারটি পার্কের জমির ভেতরে বসিয়ে নিয়ন্ত্রণ করছেন। বাজার উচ্ছেদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশ পেলে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে'

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম বলেন, 'মাছবাজার দখলের বিষয়ে কিছুই জানি না। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।'

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল্লাহ মজুমদার বলেন, তালতলি মাছবাজারটি তালিকাভুক্ত স্থায়ী বাজার নয়। বাজারটি স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801751120746

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque LDN Banati Bazar-Lalua Up publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à LDN Banati Bazar-Lalua Up:

Partager