SMART VLOG শিক্ষার মাধ্যমে তোমার মন ও মনোভাবকে উন্নত করো, তাতে তোমার জীবনের পথে নতুন দিকে চলার জন্য সাহায্য হবে।

🤭🤭🤭🤭🤭🤭🤭ছেলে তখন বাবার সামনে প্রেম করে,,,,,,
07/02/2024

🤭🤭🤭🤭🤭🤭🤭

ছেলে তখন বাবার সামনে প্রেম করে,,,,,,

শহরগুলি বৃদ্ধি ও বিকাশের কেন্দ্র হিসেবে বিখ্যাত। তাদের মধ্যে কিছু প্রধান শহর হলো নিউ ইয়র্ক, টোকিও, লন্ডন, প্যারিস, ক্য...
07/02/2024

শহরগুলি বৃদ্ধি ও বিকাশের কেন্দ্র হিসেবে বিখ্যাত। তাদের মধ্যে কিছু প্রধান শহর হলো নিউ ইয়র্ক, টোকিও, লন্ডন, প্যারিস, ক্যাপিটাল শহর ডিলহি, ও বীজিং। এদিকে, শহরগুলি সময়ের সাথে অত্যন্ত পরিবর্তনশীল হতে পারে, যেগুলি বিশ্ব অর্থনীতি, সাংস্কৃতিক এবং প্রযুক্তির অগ্রগতি নিয়ে একটি কেন্দ্র হিসেবে জানা হয়।

গ্রাম বাংলার দৃশ্য অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক। শান্তিপূর্ণ দেশপ্রেমে ভরা গ্রামে আপনি সোয়ার, পানির পাখি, এবং চারপাশের ...
06/02/2024

গ্রাম বাংলার দৃশ্য অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক। শান্তিপূর্ণ দেশপ্রেমে ভরা গ্রামে আপনি সোয়ার, পানির পাখি, এবং চারপাশের সবুজ প্রদর্শন দেখতে পাচ্ছেন। গ্রামের জীবনযাত্রা সাধারণভাবে প্রাকৃতিক পদ্ধতিতে চলতে থাকে, যেটি দেখে আপনি প্রাকৃতিক সাধনায় আত্ম-পুনর্নির্মাণের মাধ্যমে বাংলার সাধুতা এবং সমৃদ্ধির ভাবনা প্রতিষ্ঠা করেন।

💔💔💔🥰🥰😍😍🥰😍🌹🌹একদিন, এক ছেলে ও এক মেয়ে একসাথে একটি পুরানো লাইব্রেরি পাওয়ার পর প্রেমে পড়ে। তাদের প্রেমের গল্পে সুখ-দুঃখের...
06/02/2024

💔💔💔🥰🥰😍😍🥰😍🌹🌹
একদিন, এক ছেলে ও এক মেয়ে একসাথে একটি পুরানো লাইব্রেরি পাওয়ার পর প্রেমে পড়ে। তাদের প্রেমের গল্পে সুখ-দুঃখের প্রস্তুতি হয়।

Just 😜Wow 👌💔👌❤️🎥💔📷❤️📸💚
03/02/2024

Just 😜Wow 👌💔👌❤️🎥💔📷❤️📸💚

💔💔💔💔💔💔🕌🕌💚🕋🕋 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আজ পবিত্র জুমাবার সবাইকে জুমা মোবারক 🕋🕋🕋🕋
02/02/2024

💔💔💔💔💔💔
🕌🕌💚🕋🕋 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজ পবিত্র জুমাবার সবাইকে জুমা মোবারক 🕋🕋🕋🕋

বৃষ্টি হয়ে নামো ৫৪.হিংস্র জন্তুর মতো গর্জে উঠছে বৃষ্টি। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ জুড়ে।জানালা দুটো খোলা। জানালা দিয়ে আসা বাত...
01/02/2024

বৃষ্টি হয়ে নামো

৫৪.
হিংস্র জন্তুর মতো গর্জে উঠছে বৃষ্টি। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ জুড়ে।জানালা দুটো খোলা। জানালা দিয়ে আসা বাতাস রুমটিকে ঘিরে প্রেতাত্মার কান্নার মতো হু হু শব্দ করে ঘুরপাক খাচ্ছে। ধারা ফ্লোরে বসে আছে,দেয়ালে হেলান দিয়ে।বারংবার শরীর কেঁপে কেঁপে উঠছে ঠান্ডায়।বিভোরের উষ্ণতার বৃষ্টি পাওয়ার জন্য হৃদয়টা শুকিয়ে খরা লেগে গেছে। বুকে ঝড় বইছে। যে ঝড় দেখা যায়না। শুধু অনুভব করা যায়। দু'হাতে মুখ ঢেকে কেঁদে উঠলো সে।আর্তনাদ করে বললো,
--- "কেনো আসছোনা তুমি!"

তাঁর কিছুক্ষণ পর ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। মিহির নানু এসেছেন সেদিন।অপেক্ষায় ঘুম আসেনা চোখে।তাই লুকিয়ে চারটা ঘুমের ট্যাবলেট নিয়ে আসে। মিহিকে বলে ঘুমের ট্যাবলেট যে এনেছে। মিহি বোঝায় ট্যাবলেট না খেতে।ধারা শুনেনি। মিহি ছোট হওয়ায় জোর করার সাহস পায় না। সকাল এগোরাটায় ঘুম ভাঙে ধারার। ছয়দিন শেষ। ফলাফল খুবই কুৎসিত। ফ্রেশ হয়ে নিজের বাসায় চলে আসে। ড্রয়িংরুমে সবাই ছিল।কেউ কি নিজেদের কাজে যায়নি! ধারা প্রশ্ন করলোনা। উপরে উঠে যেতে নিলে শেখ আজিজুর ডাকেন,
--- "ধারা এদিকে আসো।"

ধারা আসে।আজিজুর বসতে বলেন।ধারা বসে।মাথা অবনত।সামিত বলে,
--- "এখন তোর মত কি?"
ধারা জবাব দেয়না গাঁট হয়ে বসে আছে।আজিজুর বলেন,
--- " ছেলে সুবিধার না।ছয়দিনে একবারো খুঁজতে আসেনি।সেই ছেলের হাতে মেয়ে তুলে দেব কোন সাহসে।আশা করি তুমি বুঝতে পারছো আমাদের মনের অবস্থা।ছয়দিন.... সময়টা দীর্ঘ।এবার আর জেদাজেদি করোনা।আমরা যা বলি শুনো।"
ধারা চোখ তুলে তাকায়।চোখের কার্ণিশে জল চিকচিক করছে।সে বিভোরকে এক বিন্দুও অবিশ্বাস করছেনা।বরং কষ্ট হচ্ছে এটা ভেবে যে, বাবা, ভাইদের সামনে আর কখনো উচ্চারণ করার সাহস পাবেনা সে বিভোরকে ভালবাসে।ধারা নিস্তরঙ্গ গলায় বললো,
--- "কি শুনবো?"
শেখ আজিজুর থমকে যান।কাশি দিয়ে গলা পরিষ্কার করেন।এরপর বলেন,
--- "ডিভোর্স টা শেষ করে ফেলো।আমরা তোমার আবার বিয়ে দেব।"
ধারাত চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ে।এতো বড় সিদ্ধান্ত!তবুও সাহস পাচ্ছেনা বলার,আমি বিয়ে করতে পারবোনা আর আমি ভালবাসি বিভোরকে।
ঢোঁক গিলে মনের কথা হজম করে নেয়।বলে,
--- "বলছিলে তোমরা আমাকে দেখতে পারবে।বিয়ের প্রয়োজন নেই।এখন কেনো চাইছো?বোঝা হয়ে গেছি? "
সাফায়েত বলে,
--- "আরেএ না না এসব কিছু না।আচ্ছা বিয়ে দেবনা।আমাদের কাছে থাকবি।ডিভোর্স টা দিয়ে দে।আজাইরা একটা প্রতারক ছেলের বউ হয়ে কেন থাকবি।
ধারার কথা বলতে ইচ্ছে

Adresse

Democratic Republic Of The
CHITTAGONG

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque SMART VLOG publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager