Express Yourself

Express Yourself Enjoy listening to the Holy Quran.

খুনি । কু্*ত্তা সব সময় কু*ত্তাই থাকে
28/09/2025

খুনি । কু্*ত্তা সব সময় কু*ত্তাই থাকে

সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সীরাত সেমিনার ২০২৫ আয়োজন করে ইসলামী ছ...
28/09/2025

সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সীরাত সেমিনার ২০২৫ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখা।

আজ ডাকসু নেতৃবৃন্দ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে শারদীয়া দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করে।পার্বত্য ...
28/09/2025

আজ ডাকসু নেতৃবৃন্দ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে শারদীয়া দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করে।
পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসেবে আমি খাগড়াছড়িতে চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ জানাই এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অনুরোধ জানাই।স্বরাষ্ট্র উপদেষ্টা তৎক্ষণাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমার সাথে যোগাযোগ করেন এবং উদ্ভুত পরিস্থিতি কীভাবে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করেন।
গত দু'দিন আগে আমি খাগড়াছড়ি জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করি এবং পরিস্থিতি যাতে সাম্প্রদায়িক সহিংসতার দিকে না যায় তার জন্য সজাগ থাকতে অনুরোধ জানাই।
আমি চাই না পার্বত্য চট্টগ্রামে কোনো মা তার সন্তান হারাক , কোনো সন্তান পিতৃহারা বা মাতৃহারা হোক। এর আগে সবাইকে শান্ত থেকে আইনের উপর ভরসা রেখে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পরামর্শ দিয়েছিলাম।পাশাপাশি, পরিস্থিতি সহিংসতার দিকে যাতে না যায় তার জন্য সতর্ক থাকার অনুরোধ জানিয়েছিলাম। পরিশেষে যা আশঙ্কা করেছিলাম তাই হলো।
আজকের পরিস্থিতি খুব মর্মান্তিক। আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে চেষ্টা করছি যাতে রক্ত না ঝড়ুক, মৃত্যু না হোক!
পার্বত্য চট্টগ্রামে শান্তি কামনা করি।
mitra cakma

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, ১০০ শ্রমিক নি'হতের আশঙ্কা
28/09/2025

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, ১০০ শ্রমিক নি'হতের আশঙ্কা

আমীরে জামায়াতের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎবাংলাদেশে নিযুক্ত স্পেনের মান্যবর এ্যাম্বাসডর মি. গ্যাব্রিয়েল ...
28/09/2025

আমীরে জামায়াতের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত স্পেনের মান্যবর এ্যাম্বাসডর মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু ২৮ সেপ্টেম্বর, রবিবার সকাল ৯.০০টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে ব্রেকফাস্ট ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মি. এ্যাম্বাসডর শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।”
আলোচনাকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

২০১৩ সালে ২৯ ডিসেম্বর খালেদা জিয়া 'মার্চ ফর ডেমোক্রেসি'র ডাক দেন। খালেদা জিয়া যাতে বের না হতে পারেন তাই তার বাসার গেটে ব...
28/09/2025

২০১৩ সালে ২৯ ডিসেম্বর খালেদা জিয়া 'মার্চ ফর ডেমোক্রেসি'র ডাক দেন। খালেদা জিয়া যাতে বের না হতে পারেন তাই তার বাসার গেটে বালুর ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

জোটের অংশ হিসেবে কথা ছিলো মালিবাগ থেকে ছাত্রশিবির, ছাত্রদল ও যুবদল একসাথে মাঠে নামার। কিন্তু শিবিরকর্মীরা উপস্থিত হয়ে এক ঘন্টা অপেক্ষা করলেও ছাত্রদল যুবদলের একজন ব্যক্তিও সেদিন আসেনি। অবশেষে বেলা ১১টায় মালিবাগ পদ্মা সিনেমা হলের সামনে থেকে একাই মিছিল বের করে ছাত্রশিবির।

এসময় মিছিলে নির্বিচারে গু'লি চালায় পুলিশ। আহত হয় অন্তত একশো শিবিরকর্মী। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ হন ছাত্রশিবির আশকোনার ৩ নং ওয়ার্ড সভাপতি মনসুর। মনসুরই গণতন্ত্র পদযাত্রার প্রথম এবং একমাত্র শহীদ।

শাহাদাতের খবর পেয়ে মনসুর ভাইয়ের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গেলে পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করে! এর তিন দিন পর বাড্ডার আফতাবনগর থেকে আহত এবং অচেতন অবস্থায় উদ্ধার হয় গুলশান থানার ওয়ার্ড সভাপতি আতিকুর রহমানকে, যার শরীরের সর্বত্র আগুনের সেঁকা দেয়া হয় এবং এতো বেশি নির্যা'তন করা হয় যে এখনও তিনি স্বাভাবিক জীবন-যাপন করতে পারেন না।

জামাত ক্ষমতায় এলে ভারত আক্রমণ করলে পুরা অঞ্চলে স্বাধীনতা যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে— ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আমেরি...
28/09/2025

জামাত ক্ষমতায় এলে ভারত আক্রমণ করলে পুরা অঞ্চলে স্বাধীনতা যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে— ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আমেরিকায় এক বক্তব্যে এটি জানিয়েছেন।

তিনি দুই ধরণের যুদ্ধের কথা বলছেন, এর মধ্যে গেরিলা যুদ্ধ একটা। আরেকটা সম্মুখ সমর। যুদ্ধ শুরু হলে জামাত কেমন ভূমিকা রাখতে পারবে, কত মিলিয়ন যোদ্ধা রেডি করতে পারবে, এটাও বলেছেন।

একইসাথে রেফারেন্স দিয়েছেন— গাজওয়াতুল হিন্দের হাদীসটার। বুঝা যাচ্ছে, জামায়াতের এই উচ্চ পর্যায়ের নেতা গাযওয়াতুল হিন্দের হাদীস আমলে আগ্রহী।

ডা. তাহের কূটনীতিক ভাষায় কথা বলেন, এজন্য অনেকেই তাকে ভারতের দালাল, এজেন্ট ইত্যাদি বলেছেন। কিন্তু তার মনে যে পুরা অঞ্চলের মুসলমানদের মুক্তির জন্য 'জিহাদী চেতনা' জাগরুক— এটা আমরা জানতাম না।

একজন জেনারেল শিক্ষিত ইসলামী দলের নেতার ইসলামী জ্ঞান কম থাকা, মুখস্থ তিলাওয়াতে ভুল করা— এসব স্বাভাবিক। অনেক নেতৃস্থানীয় যোদ্ধা সাহাবি অল্প কিছু সূরা বাদে বাকিগুলো জানতেন না। তারা জিহাদে সময় কাটাতেন।

আমি মনে করি, ফরজ ইবাদত পালন, ইসলামী আন্দোলনের চেতনা ও স্পিরিট ধারণ, উলামাদের মতামত গ্রহণের আগ্রহ থাকা ইম্পোর্ট্যান্ট। বাকি ডা. তাহেরের যেই কাজ, কূটনীতি— সেটাতে ছক্কা হাকাতে পারলেই এনাফ।

ডা. তাহেরের অনেক বক্তব্যের সমালোচনা করেছি। আজকে ভারতের ব্যাপারে যে সাহসী বক্তব্য দিয়েছেন, সর্বাত্মক প্রস্তুতির কথা বলেছেন— এটা আমাদের মন জয় করেছে। যদি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ আসে, আমরা শামিল হব— ইন শা আল্লাহ।

Cp.....

27/09/2025
আমেরিকার ওয়াশিংটনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির জননেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সংবর্ধনা ...
27/09/2025

আমেরিকার ওয়াশিংটনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির জননেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশী নাগরিকদের উপচে পড়া ভিড়। সবচাইতে আনন্দের এবং ভালোলাগার জায়গাটা হচ্ছে সময়ের সবচেয়ে জনপ্রিয়, নির্যাতিত, সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাইয়ের উপস্থিতি। সাংবাদিক ইলিয়াস ভাইকে ভালোবাসি বলতে পারেন এক প্রকার ভক্ত সে "একুশের চোখ" অনুসন্ধানী অনুষ্ঠানের থেকেই। আজ থেকে শ্রদ্ধা শত গুণ বেড়ে গেল। হাজারো স্যালুট ইলিয়াস ভাই আপনাকে।

বর্তমান সময়ে খুব বেশিপ্রয়োজন ছিল আপনাকে 💙
27/09/2025

বর্তমান সময়ে খুব বেশি
প্রয়োজন ছিল আপনাকে 💙

Adresse

Dhaka
Democratic Republic Of The
1200

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Express Yourself publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Express Yourself:

Partager