Sacred Wisdom

Sacred Wisdom
Rule num 1)Respect women.....
Rule num 2)If they ignore you�Forget rule num 1��

12/05/2025

খাগড়াছড়ির মাটিরাঙা দিয়ে প্রবেশ করেছে ২৭ ভারতীয় বাংলাভাষী মুসলমান

অপেক্ষায় আছে আরো ৬০০ জন

এরা সবাই গুজরাটের লোক

প্লেনে উড়িয়ে এনে ত্রিপুরা দিয়ে ওদের বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ!

গতকাল ভোর ৪টায় আরো ৭৮ বাংলাভাষী মুসলমানকে পুশইন করেছে বিএসএফ

ঘটনা ঘটেছে সাতক্ষীরা সুন্দরবন সীমান্তে মান্দারবাড়ি এলাকায়

আন্তর্জাতিক কোনো আইনেই এরকম চোরের মত অন্য দেশের ভূখন্ডে ঢুকে পুশইন করার লিগ্যাল ভিত্তি নেই

এটা মাত্র শুরু, শুরুটা ছোট স্কেলেই হয়

১৯৭৮ সালে রোহিঙ্গারাও অল্প স্কেলে শরণার্থী হিসেবে প্রবেশ করেছিলো

সেসময় মায়ানমার জান্তা অপারেশন নাগামিন চালিয়ে ২ লাখ ২২ হাজার রোহিঙ্গাকে আরাকান থেকে বাংলাদেশের দিকে তাড়িয়ে দেয়

১৯৭৯ সালে ১ লাখ ৮৭ হাজার জনকে ফেরত পাঠানো হয়।

বাকিরা? তারা আর ফিরতে পারে নি, মিশে গেছে বাংলাদেশে।

১৯৯১-৯২ সালেও ভয়াবহ অত্যাচার-নির্যাতন ধত্যা-ধর্ষণের শিকার হয়ে আড়াই লাখ রোহিঙহা মুসলমান বাংলাদেশে আশ্রয় নেয়

২০০৮ সালের মধ্যে তাদেরকে জোর করে ফেরত পাঠানো হয়

কিন্তু দেখেন, লংটার্মে রোহিঙ্গা সমস্যার সমাধান হয় নি

বিভিন্ন টার্মে মিয়ানমার আর্মি কিংবা আরাকান আর্মি বারবার রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় আর তাদেরকে এপাড়ে ঠেলে দেয়

রোহিঙ্গা সমস্যা এখন বাংলাদেশের একটা বিষফোঁড়া

এই সমস্যাকে কেন্দ্র করেই ইন্টেরিমের উপর ভর করে ইউএন করিডোর নিয়ে নিতে চাচ্ছে আমেরিকা!

এই ফাঁদে পড়তে হতো না, যদি ১৯৭৮ সালেই বাংলাদেশ সরকার সর্বোচ্চ শক্তভাবে মিয়ানমার সরকারকে ব্যাপারটা সমাধান করতে চাপ দিতে পারতো।

তো শুরুটা ছোট স্কেলেই হয়

কিন্তু বড় স্কেলে অনুপ্রবেশের জন্য কিন্তু ২০ লাখ ভারতীয় মুসলমান আসামে বসে আছে

সিলেটের পাশের রাজ্যে এনআরসি করে ২০ লাখ মানুষকে ভারত নাগরিকত্ব দেয় নি

তাদেরকে ভারত বলছে তারা বাংলাদেশি

ঠিক যেমন আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে বলে তারা বাংলাদেশি অভিবাসী!

যদি হঠাৎ একদিন আরাকানের মতো আসামেও আসামীজ মুসলমানদের উপর গণহত্যা শুরু হয়?

যদি তাদেরকেও রোহিঙ্গাদের মতো সিলেট-সুনামগঞ্জ দিয়ে লার্জ স্কেলে পুশইন শুরু হয়?

বাংলাদেশ আসলে কী করবে?

বাংলাদেশের জনগণ এবং সরকারকে এখনই এইবিষয়ে ভাবতে হবে।

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারত সরকারের সাথে এই বিষয়ে আলোচনায় বসতে হবে।

নইলে নিকট ভবিষ্যতে বারবার যুদ্ধ-শরণার্থী-করিডোর চক্রে ঘুরপাক খাবে বাংলাদেশ

ভেঙে খানখান হবে মানচিত্র, হারাতে হবে সার্বভৌমত্ব।

18/12/2024

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের "মুজাহিদ" (আহত)
ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের "মুনতাকিম আলিফ" (নিহত)
ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের "শাবাব হোসেন মেহের" (হুমকি)
ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের "মুজাহিদ ইসলাম খান" (আহত)
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের "তাজবির হোসেন শিহান" (নিহত)
এআইইউবি এর "ওয়াজেদ আলম সীমান্ত" (নিহত)
চট্টগ্রামের ছাত্র আন্দোলনের নেতা "জসিম" (নিহত)
মিরপুর ভাসানটেক স্কুল এন্ড কলেজের "সুজানা" এবং "কাব্য" (নিহত)

নেক্সট আমি নাকি তুমি?
প্রশাসন ও গোয়েন্দা বিভাগ কোন বা*লটা পালাই

মোদির পোস্ট অনুযায়ী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিলো ভারতের বিজয়। এখানে আর কাউকে সে কৃতিত্ব দেয়নি। এ থেকে ১টা বিষয় বিশেষভাবে ...
16/12/2024

মোদির পোস্ট অনুযায়ী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিলো ভারতের বিজয়। এখানে আর কাউকে সে কৃতিত্ব দেয়নি। এ থেকে ১টা বিষয় বিশেষভাবে পরিস্কার হয়-

- ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিলো মূলত পাকিস্তানের বিপক্ষে ভারতের যুদ্ধ। জয় পেয়েছে ভারত আর হেরেছে পাকিস্তান। তাই যারা তখন পাকিস্তানের অখন্ডতার পক্ষে ছিলো তারা সঠিক ছিলো। এটা যদি আমরা তখনই বুঝতে পারতাম তবে গত ৫৪ বছরে এতো রক্ত দিতে হতোনা।

ভারত বাংলাদেশকে সবসময়ই নিজের মতো করে ব্যবহার করেছে। নামেই গণতন্ত্র ছিলো, মূলত ছিলো দাদাবাবুতন্ত্র। তাই তার পোষ্য দাসিকে জনগন বিতারিত করায় ভারত এতো প্রপাগান্ডা চালাচ্ছে।

না হলে, একটি স্বাধীন দেশের সাথে আরেকটি স্বাধীন দেশের আচরণ কোনো ভাবেই এমনটি হবার কথা নয়।

16/10/2024

পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে কন্ট্যাক্টার বেশি ভাড়া পাওয়ার আশায় অতিরিক্ত প্যাসেঞ্জার গুঁজে গুঁজে ভরে ফেলে। ফলে দেখা যায়, যখন কোনো পুরুষ তাঁর অধিনস্ত মহিলাদের নিয়ে যাতায়াত করতে চায় তখন বিব্রতকর পরিস্থিতির স্বীকার হোন।
এসমস্ত ট্রান্সপোর্ট গুলোতে সাধারণত এরকম সিচুয়েশনে সিট পাওয়াটাই দুষ্কর। আর সিট পেলেও নামার সময় পরপুরুষের শরীরের সাথে স্পর্শ হয়ে নামতে হয়।
আর সিট না পেলে পুরোটা রাস্তা পরপুরুষের শরীরের সাথে একত্রে ধাক্কাধাক্কি করে দ্বাড়িয়ে থেকে নিজ গন্তব্যে পৌঁছাতে হয়। দেখা যায়, কখনো কিছু দুষ্ট লোক এ সময়ের সুযোগ নিয়ে বসে যায়। আল্লাহ হেফাজত করুন।
এ কারনে গায়রতবান ভাইয়েরা সম্ভব হলে নিজ অধিনস্ত মহিলাদের নিয়ে সফরের সময় পাবলিক ট্রান্সপোর্ট গুলো এভয়েড করার চেষ্টা করুন ইনশাআল্লাহ।
আর্থিকভাবে যারা স্বচ্ছল নন, আল্লাহ তায়ালা তাদের আয় রোজগার বৃদ্ধি করে দিন এবং বরকত দান করুন, আমিন.. আমিন..
ফলো দিয়ে রাখুন 👇
Save Muslim Ummah
জয়েন করুন 👇
Save Muslim Ummah (Backup)

04/08/2024

৭মিনিটের মধ্যে আমি নাই 😑ধুর ছাতার দলই করবো না😂

30/04/2024

ফুটবলারদের নাচ x মেয়েদের নাচ
দয়া করে সবাই পেইজটা ফলো করে দিবেন।
Footboll.r Dance 😎😅😯
#

31/03/2024

আমাদের টাকাও নেই ভালো ফ্যামিলিও নেই সাপোর্ট করার মত কেউ নেই ভালো বন্ধু বান্ধব ও নেই তবে আমাদের আছে একাকীত্ব দুঃখ কষ্ট ডিপ্রেশন): অনেক কিছু চাওয়া ও পাওয়ার ইচ্ছে আছে তবে সাধ্য নেই আমাদের সামর্থ্য নেই তাও সবশেষে জীবন সুন্দর!! 🖤

30/03/2024

যতই খারাপ পরিস্থিতির সম্মুখীন হোন , একদম ভেঙে পড়বেন না । খারাপ পরিস্থিতি মানেই খারাপ কিছু নয় !
আল্লাহর পরিকল্পনা বুঝার মতো সাধ্য আপনার আমার নেই । একবার চিন্তা করুন ইউসুফ (আ.) কে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল । তখন কি তিনি কল্পনা করতে পেরেছিলেন যে তাকে মিশরের একচ্ছত্র অধিপতি বানানো হবে !

16/03/2024

ধৈর্য ধরতে হবে কিছুটা সেভাবে, যেভাবে রোজা রাখি এবং জানি যে মাগরিবের আযান হবেই!

16/03/2024

আমি আবার এমন না 😊🙂🙃

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sacred Wisdom publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Sacred Wisdom :

Partager