28/06/2025
#সৎসঙ্গের_বিরুদ্ধে_কুৎসা_রটনাকারী_স্বঘোষিত_সনাতনীদের_প্রতি
নিশক্তির কুযুক্তি:-এ'টা একটি প্রবাদ বাক্য; --- তবে এই প্রবাদ বাক্য কেন পোস্ট করেছি, বিস্তারিত জেনে নিন; আমরা যা'রা সৎসঙ্গী হিসাবে আছি, অর্থাৎ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্ নামে দীক্ষীত হয়েছি | প্রায়োশই Facebook এ শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে একটি মহল কর্তৃক প্রকাশিত কুরুচিপূর্ণ মন্তব্য তথা পোস্ট ও দেখতে পাই | শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে বিভিন্ন মতাদর্শের ধর্ম গুরু নামিয় ব্যক্তি গনের মন্তব্য দেখে মনে হয় সৎসঙ্গ বা সৎসঙ্গীগন হচ্ছেন তা'দের গলার কাটা স্বরূপ | অর্থাৎ যতদিন পর্যন্ত সৎসঙ্গ নামক ধর্ম প্রতিষ্ঠান আছে বা থাকবে ততদিন পর্যন্ত তা'দের চরম ক্ষতির আশঙ্কা আছে |কাজেই এই সৎসঙ্গ নামক ধর্ম প্রতিষ্ঠানকে যত শীঘ্র সম্ভব বিনষ্ট করতে পারলেই তা'দের মঙ্গল | তাই শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে বিভিন্ন ভাবে হেনস্থা করা'র জন্য বিভিন্ন রকম কুযুক্তি প্রদর্শন পূর্বক মন্তব্য তথা পোস্ট করে আসছে | একজন আমাকে প্রশ্ন করেলেন, শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম বা মহাকল্কি তন্মর্মে শাস্ত্রীয় প্রমাণ দেখান "| আমি বিভিন্ন গ্রন্থের reference সহ পৃষ্ঠার ফটোকপি পাঠানোর পর, কোনো উত্তর খোঁজে না পেয়ে বললেন," শ্রী শ্রী ঠাকুর যদি পুরুষোত্তম বা শ্রী কৃষ্ণের পরবর্তী আবির্ভাব হন,তবে উনার গোঁফ কেন? শ্রী কৃষ্ণের তো গোঁফ ছিল না "| আমি যখন লিঙ্গ পুরান পূর্বভাগ অধ্যায় ৬৯ শ্লোক নং ৭৫ এর বর্ণনা দিয়ে দেখিয়ে দিলাম শ্রী কৃষ্ণের ও গোঁফ ছিল , গুরু দীক্ষা নেওয়ার সময় গুরুর নির্দেশে গোঁফ কেটে ছিলেন | তখন কোনো বিতর্ক করার সুযোগ না পেয়ে পুনরায় বললেন," শ্রী ঠাকুর তো একাধিক বিয়ে করেছিলেন "| আমি যখন বললাম," শ্রী কৃষ্ণের তো একধিক গোপিনি ছিল, তখন কোনো উত্তর না পেয়ে বললেন, " ইষ্ট ভৃতি তো শ্রী কৃষ্ণের বিধান ছিল না | আমি যখন বললাম," শ্রী কৃষ্ণ তো বলেছেন," যখন যা'ই কিছু খাইবে আমাকে দিয়ে খাবে, নচেৎ অভক্ষ ভক্ষণ করা হবে |" আমি যখন পুনরায় বললাম," শ্রী শ্রী ঠাকুর তো এই ব্যাপারে আমাদের কে সহজ উপায় দিয়ে গেছেন ,অর্থাৎ প্রতি দিন প্রভাতে হাতে এক মুঠো চাউল নিয়ে আমরা ইষ্টের জন্য নিবেদন করে বলি," আজ প্রভাতে আমি প্রতিজ্ঞা করে বলছি, আজ আমি যখন যেখানে যা'ই কিছু খাবো সেটার ভাগ বা অংশ এই একমূষ্টি চাউলের মধ্যেই আছে | তার পরও দেখা যায় কোনো বিতর্ক সৃষ্টি করতে না' পেরে শ্রী শ্রী ঠাকুর কেনো তামাক সেবন করেন ? এই প্রশ্ন করলো, প্রতি উত্তরে আমি যখন বললাম," শিব ও' তো গাঁজা সেবন করতেন |কাজেই এই রকম কুযুক্তি পুর্ণ প্রশ্ন লেগেই থাকে | আসল কথা হলো কোনো অবস্থায় যা'তে সৎসঙ্গকে জব্দ করা যায় | যা'কে বলে নিশক্তির কুযুক্তি | "সবাইকে----------------জয়গুরু "
( পোস্ট টা আমার লেখা নয়। লেখকের নাম জানিনা। যিনি লিখেছেন তার কথাগুলো সঠিক মনে হওয়ায় শেয়ার করলাম।)