সুনামগঞ্জ বি টিভি

সুনামগঞ্জ বি টিভি (Welcome to Sunamganj B Tv)
এডমিন: মোঃ সোহরাব হোসেন

দুই ভাই
24/08/2025

দুই ভাই

"যে বন্ধু কেবল নিজের প্রয়োজনেই খোঁজে, সে আসলে বন্ধু নয়—সে একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।"
24/08/2025

"যে বন্ধু কেবল নিজের প্রয়োজনেই খোঁজে, সে আসলে বন্ধু নয়—সে একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।"

23/08/2025

সুদর্শন পুরুষ নিউ ভার্সন। #এডলফ #এডলফখান #সুনামগঞ্জবিটিভি #ভাইরালভিডিওシভিডিও

সন্ধ্যা সাড়ে ছয়টায় আপলোড হবে। দেখতে প্রস্তুত থাকুন
23/08/2025

সন্ধ্যা সাড়ে ছয়টায় আপলোড হবে। দেখতে প্রস্তুত থাকুন

**"তুই আমার বন্ধু না, তবুও জানিস তোর প্রতি এক অদ্ভুত ভালোবাসা আমার মনে বাসা বেঁধে আছে। তোকে যতবার দেখি, ততবার মনে হয় তু...
22/08/2025

**"তুই আমার বন্ধু না, তবুও জানিস তোর প্রতি এক অদ্ভুত ভালোবাসা আমার মনে বাসা বেঁধে আছে। তোকে যতবার দেখি, ততবার মনে হয় তুই আমার জীবনের খুব কাছের একজন, যাকে ছাড়া আমি নিজের অনুভূতিগুলো কল্পনাও করতে পারি না। সত্যি বলতে, আমি তোকে এতটাই ভালোবাসি যে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন।

তবে একটা প্রশ্ন সবসময় মনে ঘুরপাক খায়—তুই আমাকে কতটুকু সম্মান দিস? আমি জানি না। কিন্তু একটা কথা নিশ্চিত করে বলে দিতে চাই—আমি কাউকে যদি বন্ধু করি, তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাস আর ভালোবাসা থেকে করি। তখন হাজারো বাধা, অসংখ্য সমস্যা বা মানুষ যতই বিরোধিতা করুক, আমি কখনোই সেই বন্ধুত্ব ভাঙতে রাজি নই। বন্ধুত্ব আমার কাছে শুধু সম্পর্ক নয়, এটা আমার আত্মার অঙ্গীকার। আর সেই অঙ্গীকার ভাঙার মানুষ আমি কোনোদিনও হবো না।"**

অন্ধ ভালোবাসা অন্ধভাবে কাউকে ভালোবাসা মানে হলো নিজের চোখ বন্ধ করে অন্যের প্রতি বিশ্বাস, ভরসা আর অনুভূতি ঢেলে দেওয়া। কিন...
21/08/2025

অন্ধ ভালোবাসা
অন্ধভাবে কাউকে ভালোবাসা মানে হলো নিজের চোখ বন্ধ করে অন্যের প্রতি বিশ্বাস, ভরসা আর অনুভূতি ঢেলে দেওয়া। কিন্তু এর পরিণতি সবসময় মধুর হয় না।

🌸 অনেক সময় অন্ধ ভালোবাসা মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয়।
🌸 যাকে সবকিছু ভেবে ভালোবাসা হয়, সে যদি অবহেলা করে তবে হৃদয় ভেঙে যায়।
🌸 অন্ধ ভালোবাসায় নিজের মূল্যবোধ হারানোর ঝুঁকি থাকে, কারণ তখন ভালোবাসার মানুষকেই সব মনে হয়।
🌸 পরিণতিতে একা হয়ে গেলে শূন্যতা, হতাশা আর দুঃখ সঙ্গী হয়।
🌸 তবে এই কষ্ট মানুষকে শেখায়— ভালোবাসার আগে নিজের আত্মসম্মান আর নিজের প্রতি ভালোবাসা জরুরি।

👉 অন্ধভাবে নয়, সচেতনভাবে ভালোবাসা উচিত। তবেই ভালোবাসা হবে সুন্দর, পরিণতি হবে সুখময়।

শক্তিয়ারখলার আল্লাদ মাল
21/08/2025

শক্তিয়ারখলার আল্লাদ মাল

20/08/2025

মালের খেলা শুরু শক্তিয়ারখলা দুর্গাপুর বনাম টুকেরগাঁও

20/08/2025

দুঃখিত লাইভটি কেটে যাওয়ার জন্য আবারো লাইভে আসছি

20/08/2025

শক্তিয়ারখলা দুর্গাপুর বনাম টুকেরগাও কুস্তি খেলা পেটনার মাঠ

বন্ধু, তুই শুধু আমার কাছের বন্ধু নই, তুই আমার প্রিয় বন্ধু। তোর মতো আর কাউকে আমার হৃদয়ে প্রিয় করে তুলতে পারিনি। তুই-ই ...
19/08/2025

বন্ধু, তুই শুধু আমার কাছের বন্ধু নই, তুই আমার প্রিয় বন্ধু। তোর মতো আর কাউকে আমার হৃদয়ে প্রিয় করে তুলতে পারিনি। তুই-ই আমার ভালো লাগার আসল কারণ। তোর সাথে কথা বললে মনটা অন্যরকম ভালো লাগে, আর তোর চেহারা না দেখলে যেন এক মুহূর্তও ভালো থাকা যায় না।

হয়তো সরাসরি তোকে বলতে পারিনি, কিন্তু মনের গভীরে তুই-ই আমার সবচেয়ে বড় অনুভূতি। আমি তোকে অনেক ভালোবাসি, যদিও সেটা মুখে বলা হয়নি। চুপিসারে লুকিয়ে লুকিয়ে তোকে খুব মিস করি। সবচেয়ে কষ্টের বিষয় হলো—এই ভালোবাসার কথা তোকে কখনো খোলাখুলি বলতে পারিনি।

Adresse

বিশম্ভরপুর
Democratic Republic Of The
সিলেট

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque সুনামগঞ্জ বি টিভি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager