Rangpur All School And College Crush Confession

Rangpur All School And College Crush Confession ভালোবাসার ফেরিওয়ালা ❤️

10/08/2025

Confession no: 371

“তোমাকে দেখিনি, তবুও মনে বাসা বেঁধে গেছো

তোমাকে কখনো সামনে থেকে দেখিনি,
তোমার চোখের চাহনি, তোমার হাঁটার ভঙ্গি, কিছুই চিনি না।
তবুও তুমি কেমন করে যেন ধীরে ধীরে জায়গা করে নিয়েছো আমার মনে।

তোমার নাম জানি, হয়তো প্রোফাইলে ছবি দেখেছি…
কিংবা কারো কথায় শুনেছি তোমার কথা —
আর ঠিক তখনই, কিছু একটা মনে কাঁপন তুলেছিল।

আমি জানি, এটা বোকামি মনে হতে পারে।
একজনকে না জেনে, না দেখে এভাবে ভালো লাগা?
তবুও সত্যি বলছি —
তোমার চিন্তায় এখন অনেক রাত ঘুম আসে না।

তুমি জানো না আমার কথা,
হয়তো জানবে না কোনোদিনও…
তবুও আমি চেয়েছি — একবার, শুধু একবার
এই অনুভূতিটা তোমার কাছে পৌঁছাক।

যদি কখনো আমার মতো কেউ তোমার মন ছুঁয়ে যায়,
তাহলে বুঝবে — ভালো লাগা কখনো পরিচয়ের অপেক্ষায় থাকে না।

---

আমি সেই অচেনা মানুষ,
যার মনে তুমি আছো — অথচ জানোই না তুমি।

---❤️‍🩹

https://www.facebook.com/marufatun.mukarrabuna

Confession no: 370To:  Nahida Ifnadসবকিছুই খুব সাধারণ ভাবে শুরু হয়। কিন্তু কিছু মানুষ,কিছু মুহূর্ত-সাধারণ থেকেও মনে দাগ...
08/08/2025

Confession no: 370
To: Nahida Ifnad

সবকিছুই খুব সাধারণ ভাবে শুরু হয়। কিন্তু কিছু মানুষ,কিছু মুহূর্ত-সাধারণ থেকেও মনে দাগ কেটে যায়! অনেকদিন ধরে কথা হচ্ছে আমাদের ।প্রতিদিনের সেই ছোট্ট ছোট্ট কথাগুলো ,হাসির খুনসুটি বা নিঃশব্দ অপেক্ষাগুলো , সবকিছুই যেন অদ্ভুতভাবে আপন হয়ে গেছে। আপনার চিন্তা, কথাবার্তা, সবকিছুতেই একটা আলাদা আকর্ষণ আছে, যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না!
এতদিন ধরে অনেক কথা বলেছি, অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু একটিবারও বলিনি- আপনাকে আমার ভীষণ ভালো লাগে।
এই ভালো লাগাটা কেমন জানেন?
যেমন প্রথম বৃষ্টিতে ভিজে যাওয়া, যেমন হঠাৎ করে পাওয়া একটা প্রিয় বই, যেমন চুপিচুপি দেখা একটা পূর্ণিমার চাঁদ,শান্ত, গভীর আর স্পর্শকাতর।
আপনি যদি কখনো মনে করেন, আমি আপনার জীবনের এক কোণায় একটু জায়গা পেতে পারি—তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া।
সবশেষে বলি, ভালো লাগা কখনো জোর করে হয় না, কিন্তু ভালোলাগাটা যদি সত্যি হয়, তাহলে সেটা হৃদয় ছুঁয়ে যায়। যদি আমার কথাগুলো আপনার মনে একটুও নাড়া দেয়, তবে জেনে নিয়েন, এই কথাগুলো আমার হৃদয়ের একেবারে গভীর থেকে লেখা।
ভালো থাকবেন সবসময়।

07/08/2025

Confession no 369
has been removed

Confession no: 368From: যে আপনাকে একদিন দেখে আজও ভুলতে পারেনি To: তুহিন আহমেদ College: Carmichael College, Rangpurকোনো এ...
04/08/2025

Confession no: 368
From: যে আপনাকে একদিন দেখে আজও ভুলতে পারেনি
To: তুহিন আহমেদ
College: Carmichael College, Rangpur

কোনো একদিন, হয়তো ক্লাস শেষে কলেজের ভিড়ের মাঝে, আপনাকে প্রথম দেখি...
সেদিন কেন জানি অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল। আপনি হাসছিলেন, বন্ধুরদের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন—কিন্তু সেই মুহূর্তটা আজও মনে আছে।

আপনার দিকে তাকিয়ে মনে হয়েছিল, এমন হাসি তো সবসময় দেখা যায় না।
তারপর থেকে মাঝে মাঝে আপনাকে দেখতাম, কিন্তু আপনি কোনোদিনও খেয়াল করেননি... আমিও কিছু বলিনি।

একসময় দেখা হওয়া কমে যায়, কিন্তু আপনার কথা ভাবলে এখনো মনের মধ্যে একধরনের শান্তি চলে আসে। নিজের অজান্তেই হাসি পায়।
আমি আজও বুঝতে পারিনি কেন এত ভালো লাগে, আপনার মধ্যে এমন কী আছে...
শুধু একটা কথাই বলতে চাই—আপনার মাঝে এক অদ্ভুত মায়া কাজ করে।

অনেকদিন দেখা হয় না। হয়তো আর কখনো হবেও না। তারপরও আমার এক পরিচিত ফ্রেন্ড কে বলছিলাম আপনার খোঁজ নিতে তারপরও আপনার নাম বলছে যে আপনার নাম তুহিন আর আপনার একটা পিক আমাকে দিয়েছিল। সেটা আজও রেখেছি আমি মনের গহীনে
তবুও যদি আপনি এই পোস্টটা দেখে ফেলেন,
তাহলে একটু চুপিচুপি একটা কমেন্ট করে যান ?😌
জানতে ইচ্ছে করে... আপনি কি কোনোদিন বুঝেছেন, কেউ আপনাকে এভাবে খেয়াল করেছে?

ইতি,
চেনা-অচেনার মাঝখানে দাঁড়িয়ে থাকা কেউ। 💙

Confession no: 367From: একটু চিন্তা ভাবনা করলে হয়তো বুঝতে পাবে 😅To: iris farhana ete কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না প্...
03/08/2025

Confession no: 367
From: একটু চিন্তা ভাবনা করলে হয়তো বুঝতে পাবে 😅
To: iris farhana ete

কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না প্রায় ৩ বছর ধরে তোমাকে চিনি আর ৩ বছর ধরে তোমাকে ভালোবাসি আমি স্পষ্টত জানি আমি তোমায় পাবো না তবুও ভালোবাসি আর হ্যা আমি তোমার আশেপাশেই থাকি

Confession No: 366Confession From:অপেক্ষায় থাকা একজনConfession To: Md Omor Faruk Shah College;Cantonment public school a...
02/08/2025

Confession No: 366
Confession From:অপেক্ষায় থাকা একজন
Confession To: Md Omor Faruk Shah

College;Cantonment public school and College Bir Uttam shohid mahabub shananibash,parbatipur,Dinajpur
কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না,,
তোমার সাথে আমার পরিচয় কিছুদিনের, তাও ওইভাবে চেনো না, একটা হেল্প করার জন্য তোমাকে আমি মেসেজ দিছিলাম, কিন্তু তুমি আমাকে দুইদিন পর রিপ্লাই দিচ্ছ, কিন্তু তার আগে তুমি আমাকে চিনতে না, আমি ঠিকই তোমাকে চিনতাম, তুমি কলেজে কি করো না করো সব দেখতাম, মাঝে মাঝে তুমি ক্লাস বাং দিতা, তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলেজের সাইন্স ফায়ারে, আমি তোমাকে অনেক কাটা প্রশ্ন করছিলাম, কিন্তু তার মধ্যে তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই, তোমাকে প্রশ্ন করার পর বাইরে এসে আমি অনেক হাসছিলাম, তারপর থেকে তোমার বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করি, তোমার সাথে মাঝে মাঝেই আমার দেখা হতো কিন্তু তুমি বুঝতা না, আমি কিছুদিন পর জানতে পারি তুমি একটা মেয়ের সঙ্গে কথা বল, আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু প্রকাশ করতে পারিনি, তারপর তোমাকে ফলো করা বন্ধ করে দেই , আবার কিছুদিন পর শুনতে পাই তুমি ওই মেয়েটার সঙ্গে আর কথা বলোনা,তারপর থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু পারিনা ভয় লাগে জদি তুমি কোন কিছু বলো, তারণ্য উৎসবের দিন তোমার ওই মেয়েটার পাশে স্টল ছিল,ওইটা দেখার পর আমার মাথা গরম হয়ে গেছিল, তোমার সাথে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল কিন্তু তুমি আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছ, আবার আমি তোমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই চার দিন পর ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করছ , আমি অনেক হ্যাপি হয়েছিলাম। অনেক কিছু বলার ছিল কিন্তু লিখে প্রকাশ করা সম্ভব। বাট বলবো বলবো করে কখনোই বলা হয়নি ,, ভালোবাসি তোমায় ,,💝☺️😚
"আমি জানি, আগের কারো জন্য তুমি কষ্ট পেয়েছো। আমি তোমার সেই অতীত ভুলিয়ে দিতে চাই না-শুধু চাই, পাশে থাকতে যেন ভবিষ্যতে কেউ তোমায় কষ্ট না দিতে পারে। আর সেই কষ্ট হয়তো কাউকে বিশ্বাস করাটা কঠিন করে দিয়েছে। আমি বলছি না আমাকে এখনই বিশ্বাস করো... আমি শুধু চাই, ধীরে ধীরে তুমি নিজেই বোঝ, আমি হঠাৎ করে কিছু চাই না, শুধু সময় দাও আমাকে বুঝিয়ে দিতে, আমি কেমন মানুষ।"
"তুমি যেভাবে নিজেকে গুছিয়ে রাখো, তাতেই বোঝা যায় তুমি অনেক কিছু পার করে এসেছো। আমি পাশে থাকলে, আশা করি তোমার কাঁধে কিছুটা ভার কমে যাবে। আমি বলবো না সব ঠিক হয়ে যাবে'-শুধু বলবো, আমি পাশে থাকবো যতক্ষণ তুমি চাও।"

আমি তোমার পাশে দাঁড়াতে চাই, একদম চুপচাপ・・・ কেবল তখনই কথা বলবো, যখন তুমি শুনতে চাও। আমি কিছু দাবি করি না, শুধু চাই-তুমি জানো, আমি তোমার জন্য ভালো কিছু হতে চাই।"
ভালোবেসে ফেলেছি অনেক (ওমর)😣

ইতি
চেনা /অচেনা খুঁজে নিও ☹️

02/08/2025

Confession no 365
has been removed

Confession no: 364Confession from: চিনবেন নাConfession to: আমিও চিনি না😐অতো ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে পারি না আমি। কারমাই...
30/07/2025

Confession no: 364
Confession from: চিনবেন না
Confession to: আমিও চিনি না😐

অতো ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে পারি না আমি। কারমাইকেল কলেজ এ প্রথম দেখছিলাম আপনাকে, দেখেই অনেক ভালো লেগে গেছে। প্রথম দেখায় এতোটা ভালো লেগে যাবে বুঝতে পারি নাই।
নাম, ঠিকানা, কিছুই জানা নেই, শুধু এক জোড়া অচেনা চোখের মায়ায় আটকে ছিলাম। তাইতো বার বার তাকিয়ে ছিলাম। হয়তো যোগাযোগ নাও হতে পারে কারন সবাই বলে এক দেখায় প্রেম হয় না
,ভালো লাগার মানুষ গুলোর ২য় বার আর ফেরত পাওয়া যায় না।কিন্তু আমারটা তো ভিন্ন, তাই অপেক্ষা,দুপুর বেলা রংপুর কারমাইকেল কলেজ এ ফুল তুলে ছিলেন,আপনার সাথে কাকতালীয় দেখা হটাৎ এ ভালোলাগা। তবে এতোটা সাহসী নয় বাপু আপনার নাম্বার চেয়ে বসবো, অনেক কায়দায় ছবি তুলছি এটাই বেশি। আপনি হয়তো খেয়াল করেছেন পিছন পিছন শেষ পর্যন্ত রিকশার কাছাকাছি গেছি, কিন্তু দূরভাগ্য। যাই হোক যদি সম্ভব হয় যোগাযোগ করবেন। মাফ চেয়ে নিচ্ছি সরি আপনাকে না জানিয়ে ছবি তোলার জন্য,,,😥🙏 তবুও অপেক্ষায় রইলাম 🙂
যদি Confo টা পেয়ে থাকেন, ওনার কাছে আমার I'd টা নিয়েন 🫣🫣

ইতি
আপনার অপরিচিত কেউ।

confession no:363 to: Zahidul islamFrom: অনেকদিন ধরেই ফলো করি কেউ জানে না,,,আমি অনেকদিন ধরে আপনাকে ফলো করতেছি, কিন্তু কখ...
28/07/2025

confession no:363
to: Zahidul islam
From: অনেকদিন ধরেই ফলো করি কেউ জানে না,,,

আমি অনেকদিন ধরে আপনাকে ফলো করতেছি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি আপনাকে কখনো। আমি সামনে থেকে দেখিনি না ঠিকভাবে চিনি শুধু এতোটুকুই জানি আপনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ইলেকট্রিক্যাল গ্রুপের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট। জানিনা কিভাবে বলবো আপনি বুঝবেন কিনা সেটাও জানিনা আপনাকে আমার অনেক কথা বলার আছে! সামন থেকে কখনো দেখতে পারবো কিনা এটাও অজানা তবে আপনি অপরূপ সৌন্দর্যের অধিকারী 😌🫶🏻যদি কখনো আমাদের দেখা হয় সামনে থেকে এতোটুকুই বলতে চাই, না জানা না চেনা সত্ত্বেও আমি আপনাকে ফলো করে যাইতেছি, কিন্তু আপনি কিছুই জানেন না যদি আমার এই পোস্ট টি আপনার কাছে পৌছায় প্লিজ রেসপন্স করিয়েন🫴🏻

Confession no: 362To: Afsara Nur Rupkatha (SSC 2025 - RGGHS)There was this girl…I dnt even know if she remembers me.We w...
28/07/2025

Confession no: 362
To: Afsara Nur Rupkatha
(SSC 2025 - RGGHS)

There was this girl…
I dnt even know if she remembers me.

We were jst kids, myb 6 or 7…
I used to watch her laugh from the backbench,
quietly naming her "princess of a fairtale” in my heart.
Too shy to speak, too young to understand why she made my little world feel big🕊️

Years passed.
I stumbled on her profile a few days ago.
Same eyes, same warmth in her face (Not gonna lie... she somehow got even cuter
& her voice? Mashallah!!! Like it was made to heal hearts T_T)
& for a moment, I felt like tht quiet kid again.
I tried to reach out… jst to say hi..bt
She didn’t reply - _ -

Myb I was meant to meet her as a child,
so I could fall for her later, without even knowing
If destiny’s listening...
Js myb let tht lil boy get another chance🤍

-a silent admirer

Confession no: 361to : Sifatfrom: অনেক দিন থেকে follow করে কেউ একজন fb: SN Sifatআপনাকে অনেক দিন থেকেই রাস্তায় গাড়িতে ক...
27/07/2025

Confession no: 361
to : Sifat
from: অনেক দিন থেকে follow করে কেউ একজন
fb: SN Sifat

আপনাকে অনেক দিন থেকেই রাস্তায় গাড়িতে কখনো খাবারের রেস্টুরেন্টে কখনো বা রাস্তার পাশে কোনো চায়ের দোকানে কখনো বা রাস্তার পাশে বন্ধুরা সহো আড্ডা দিতে কখনো কোনো কোনো কজের মধ্যে কখনো কাজের শেষে এক মনে বসে থাকতেও দেখেছি আপনাকে প্রতিনিয়ত দেখা হয়েই থাকে কখনো সাহস হয়ে উঠেনি কথা কিছু বলার কারণ আপনার মধ্যে কিছু ডোন্ট don't care ভাবের কারণে আমর সাহস আসেনি আপনাকে লাস্ট কিছু জায়গায় presentation দিতে দেখেছি আপনার চমৎকার কথার ধরন আপনার চলাফেরা activities personality maintainance skill আমাকে মুগ্ধ করেছে তবে আপনার সম্পর্কে কিছু জানার বুঝতে পারলাম আপনার ego এবং রাগ জেদটাও একটু রয়েছে বেশি ভালো লাগেলেও এখানেই ভয় লাগে এভাবে দেখতে দেখতে ভালো লেগে ভালবাসার অনুভূতি কাজ করছে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় প্রচুর কিন্তু কিছু বলতে না পারার কারণে এভাবেই feelings টা জানতে হলো ভালোবাসি
ইতি,
আপনাকে follow করা কেউ একজন

Confession no: 360মাহিন,আচ্ছা, একটা কথা বলি?তোকে আমি কখনো সামনে থেকে দেখিনি… তোর সাথে কখনো একসাথে হাঁটিনি, তবুও তুই আমার...
27/07/2025

Confession no: 360

মাহিন,

আচ্ছা, একটা কথা বলি?

তোকে আমি কখনো সামনে থেকে দেখিনি… তোর সাথে কখনো একসাথে হাঁটিনি,
তবুও তুই আমার নিউজফিডে এমনভাবে ঢুকে গেছিস, মনে হয় তুই রেগুলার লাইফের কেউ

তোকে ফেসবুকে অ্যাড করার পর থেকে একটা জিনিস বুঝলাম —
তুই একদম Silent Superstar টাইপের! না বেশি কথা, না বেশি পোস্ট — কিন্তু যতটুকু করিস, তাতেই মানুষের নজর পড়ে! 🤭

আমি তোর সিনিয়র — এটা ঠিক আছে,
কিন্তু তুই এমন একটা মিষ্টি ব্যতিক্রম, যারে দেখে দেখে আমার মনে হয়,
এই পিচ্চি কারে জানি

তোকে না চিনেও একটা soft corner হয়ে গেছে মনে —
হয়তো এটা virtual bond, কিন্তু তোর নাম দেখলেই মনে একটু আলাদা রকমের হাসি চলে আসে। 😌

তোর সাথে কোনোদিন দেখা হবে কি না জানি না,
কিন্তু তুই থাকিস সেই আগের মতো —

তোর Virtual আপু,

Address

Rangpur Division
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur All School And College Crush Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category