Ayesha Khan Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Ayesha Khan, Création digitale, Narinda Dhaka, Democratic Republic of the.

27/03/2024

Udemy কি ?
Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার । Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন-Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি উপর ।

https://www.udemy.com/

কেন Udemy ?
যারা বর্তমান আইটি সেক্টরি নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিল্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটি তে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্স ভর্তি হতে পারেন না এবং যারা ভর্তি হয়েছে তারা মন এর ফলে ফল পাওয়া যায় না। বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে । আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রচুর টাকা , যেমন কিছু অফার- অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান ছয় মাসে কাজ শিখে আর্ন করুন , ছয় ওয়েব ডিজাইন শিখে এত টাকা ইনকাম করুন মাসে , ফ্রিল্যান্সিং আয় করুন লাখ লাখ টাকা । কি বিশ্বাস হচ্ছে না কি বলছি এই সব ? হ্যাঁ সত্যিই এমন হয়ে থাকে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেই কিন্তু তাদের জানায় বাস্তব টা বলে না ফ্রিল্যান্সিং জগতে ।

ঘটনা গুলো প্রায় আইটি তে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিখার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না । বর্তমানে আইটি গুলো তে দেখা যায় কাজ ও ভালো মতো শিখায় না তাদের কথার সাথে তেমন মিল পাওয়া যায় না , হাতেগুণা কিছু ভালো আইটি ছাড়া । আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনের বাংলাদেশী বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখানোর অফার করে তারা সত্য কথা কম ই বলেন ।তাই সাবধান কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন।

Udemy Paid Course Free তে ডাউনলোড করার জন্য আমাদের দুটি ধাপ কাজে করতে হবে একটি একটি সফটওয়্যার ইন্সটল করতে এবং কোথায় থেকে ডাউনলোড করব সেটা দেখব ।

১। Utorrent Software Setup:

প্রথমে utorrent টি তাদের অফিশিয়াল সাইট থেকে Utorrent Classic ভার্সন টা ডাউনলোড করে নিন অথবা এখানে থেকে Utorrent Classics Pro Version টি ডাউনলো করে নিন । আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তার জন্যও প্লে স্টোরে Utorrent অ্যাপ পেয়ে যাবেন ।
সফটওয়্যার টি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন ।
২। How to download udemy paid course for free:

এখন আমরা দেখব কিভাবে Udemy পেইড কোর্স গুলো ফ্রিতে ডাউনলোড করব । আমরা একটি ওয়েবসাইট থেকে ফ্রি তে কোর্স গুলো ডাউনলোড করব যেখানে Udemy প্রায় জনপ্রিয় কোর্স পেয়ে যাবেন । আপনি যে কোর্স টি খুঁজছেন সেটি নাও পেতে পারেন কিন্তু ঐ একই বিষয়ের উপর অন্য কোর্স সহজেই পেতে পারেন । সাইটের নাম হলোঃ https://freecoursesite.com

কবে থেকে udemy?
এটি ২০১০ সালের মে মাসে বিকশিত হয়েছিল। জানুয়ারী ২০২০ সাল পর্যন্ত এ প্ল্যাটফর্মের ৬৫ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী এবং ৫৭,০০০ টির বেশি প্রশিক্ষণার্থী ৫৭,০০০ প্রশিক্ষক রয়েছে ৬৫টি ভাষায় সেখানে ২৯৫ মিলিয়ন কোর্সের উপর নথিভুক্ত হয়েছে। শিক্ষার্থী ও প্রশিক্ষকগণ ১৯০+ দেশ থেকে আগত। ইউডেমিরও ৫০০০ এরও বেশি এন্টারপ্রাইজ গ্রাহক রয়েছে এবং ৮০% ফরচুন ১০০ কোম্পানির কর্মচারী আপস্কিলিংয়ের জন্য ইউডেমিকে ব্যবহার করে।

Adresse

Narinda Dhaka
Democratic Republic Of The
1100

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Ayesha Khan publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Ayesha Khan:

Partager