Golam Mostafa

Golam Mostafa لا إله إلا الله محمد رسول الله

22/07/2025

শিক্ষিকা মাহরিন চাইলে বাঁ.’ চ.”তে পারতেন। মৃ.’ ত্যু.’ র মুখে দাঁড়িয়ে ৮০ ভাগ ঝল.’সা.”নো শ.’’রীর তাও ২০ জন শি.’শু.’ কে বাঁচিয়ে নিজে মা.” রা গেলেন! 😢ইন্নালিল্লাহ! তিনি তার আদরের শিক্ষার্থীদের ফেলে যেতে পারলেন না।

তিনি ছিলেন শুধু একজন শিক্ষিকা নন—ছিলেন একজন মা, ছিলেন এক সাহসিনী।
মাহরিন চৌধুরীর এই আ'ত্ম'ত্যা''গ কোনো দু'র্ঘ'.”ট''না নয়, এটি এক বীরগাথা।
একজন মানুষ কতটা ভালোবাসা আর দায়িত্ববোধে ভরপুর হলে এমন করতে পারেন
তা তিনি পুরো জাতিকে দেখিয়ে গেলেন।

আজ তিনি নেই, কিন্তু তার সাহসিকতার গল্প থাকবে প্রতিটি শিক্ষার্থীর হৃ'দ'য়ে।
🌸 শ্রদ্ধা ও ভালোবাসা এই শিক্ষক-মায়ের প্রতি।

Teacher Mahrin Chiwdhury 🧡

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছেরাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নাম...
11/07/2025

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ *যুবদল নেতা মঈন*সহ দুজনকে আটক করেছে।

এই যুগে প্রকাশ্যে দিবালোকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা—সেটাও শুধুমাত্র সামান্য চাঁদা না দেওয়ার কারণে—*আইয়ামে জাহেলিয়াত*কেও হার মানায়। এই দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয়।

এরা যে রাজনীতির কথা বলে—সেই রাজনীতিতে জনগণের জান-মাল কতটা নিরাপদ? যদি এদের হাতে রাষ্ট্রের দায়িত্ব যায়, তবে রাষ্ট্র কিংবা জনগণ—কেউই তাদের কাছ থেকে নিরাপদ থাকবে না।

আবার সেই *ফ্যাসিবাদের*ই পদধ্বনি শোনা যাচ্ছে।

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর। শুধু টাকার কাছে হেরে যায় সকালের ঘুম, বিকালের মাঠে খেলা, প্রিয় মানুষকে হারানো , বন্ধুত্বের ...
19/06/2025

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর। শুধু টাকার কাছে হেরে যায় সকালের ঘুম, বিকালের মাঠে খেলা, প্রিয় মানুষকে হারানো , বন্ধুত্বের আবদার, বাবার চিকিৎসা, মায়ের ছেড়া শাড়ি, নিজের শখ- আহ্লাদ। ভালো থাকার স্বপ্ন।
টাকা জীবন নয়। তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ংকর অসুন্দর, অপ্রাপ্তির, অসহায়ত্বের দীর্ঘশ্বাস লুকিয়ে বেঁচে থাকার.....!!!

26/05/2025

একটি শিক্ষানীয় ভিডিও
ভিডিওটি দেখলে চোখে পানি চলে আসছে আমার

23/05/2025
22/04/2025

পারভেজ এর ছোট ভাই

 #পারভেজের মা : হেরারে আমার সামনে আন, আমি জিগাই কী অপরাধ আছিন আমার পুতের। কের লাইগ্যা আমার পুতেরে মারল হেরা। আমার স্বর্ণ...
21/04/2025

#পারভেজের মা : হেরারে আমার সামনে আন, আমি জিগাই কী অপরাধ আছিন আমার পুতের। কের লাইগ্যা আমার পুতেরে মারল হেরা। আমার স্বর্ণের পুতেরে হেরার মাইরালাইলো।’ সন্তানের শোকে পাগলপ্রায় মায়ের চিকিৎসায় বিকেলে চিকিৎসক ডাকা হয় বাড়িতে।

বাবা জসিম উদ্দিন বলেন, ‘সম্পূর্ণ জীবনটাই শেষ করে দিলাম সন্তানদের লাগি। সন্তানের জন্য টাকা-পয়সার দিকে তাকাই নাই, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াইতেছি। আমার যত আয়রোজগার সব দুই সন্তানের পিছনে খরচ করি। আমার দুই সন্তানের মতো মেধাবী এলাকায় খুব কম।’...

#এই কান্নার দ্বায়ভার কে নিবে? আর কতো বাবা মায়ের বুক এ ভাবে খালি হবে?.
যার হারায় সেই বুঝে আমার ই চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে.
দৃষ্টান্তমূলক শা-: স্তি চাই সাথে ওই মেয়ে ২ টারও বি *-চার হোক...

আপনি এই লেখা পরলে অনেক বেশী কাদবেন,এখন আর বেঁচে থাকার শার্থকতা নেই,তারা ৫০ লাখ একদিনে মরতে পারে আপনি লেখাটা পরারও সময় পা...
06/04/2025

আপনি এই লেখা পরলে অনেক বেশী কাদবেন,এখন আর বেঁচে থাকার শার্থকতা নেই,তারা ৫০ লাখ একদিনে মরতে পারে আপনি লেখাটা পরারও সময় পাচ্ছন না আহ!
এই শহরের আর একজন ও বেঁচে নেই।
সর্বশেষ বিশ্ব স*ন্ত্রা*সী ই*রা*ইল মসজিদে আকসাকেও ধ্বংস করে দিলো 😭
মাত্র কয়েকদিনের মধ্যে হয়তো গাঁজা বাসি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। 💔
১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা, আর কেউ সাহায্য চাইবেনা।
ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ও তুরস্ক ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর ,
তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী , যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ , পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব , আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য , কিন্তু , গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে , নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর , ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবুও , গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য , ছিল ট্যাংক , ক্ষেপণাস্ত্র , যুদ্ধবিমান , স্যাটেলাইট , গোয়েন্দা বাহিনী , ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু , গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর , উইঘুর , রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা, আর কেউ সাহায্য চাইবেনা।

মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে তারা জানেনা প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয়না প্রকৃতিও নেয়। রাফার মাটির সাথে যে রক্ত মিশে আছে সেই রক্তমাখা মাটিই একদিন হিংস্র হয়ে গ্রাস করবে।

আজকে রাফা'হ মানবশূন্য ঠিকই কিন্তু একদিন এই রাফাই আবার জনমানবে বিস্তৃত হবে, শেষ লড়াই টা লড়বে। উল্লাস তখন মুসলমান করবে, পতাকা উড়বে ফিলিস্তিনে কিন্তু সমাদৃত হবে পুরো বিশ্বে ইন শা আল্লাহ।

Eid Mobarak
31/03/2025

Eid Mobarak

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
18/03/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বদরের যুদ্ধবদরের যুদ্ধ (আরবি: غزوة بدر) ২ হিজরির ১৭ রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ। ইসলামের ই...
18/03/2025

বদরের যুদ্ধ
বদরের যুদ্ধ (আরবি: غزوة بدر) ২ হিজরির ১৭ রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ।
ইসলামের ইতিহাসে এটি প্রথম সবচেয়ে বড়

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801729597626

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Golam Mostafa publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Golam Mostafa:

Partager