AT Media 21 ⚀﷽⚀﷽⚀﷽⚀
⚅﷽⚅
⚅﷽⚅
⚅﷽⚅
⚀﷽⚀﷽⚀﷽⚀
⚀﷽⚀
⚀﷽⚀
⚀﷽⚀
⚅﷽⚅﷽⚅﷽⚅
⚅﷽⚅
⚅﷽⚅
⚅﷽⚅﷽⚅﷽⚅ ⚅﷽⚅
⩤✌᯼⚢💞☆??☆ابو طاہر⚢💞᯼✌⩥
⚅﷽⚅

23/11/2024

রিযিক এর ভয়ে সন্তান হত্যা করবেন না || Maulana Abdur Rahman bin dilwar Hossain || মধুর কণ্ঠে ওয়াজ।

19/08/2024

রাখীবন্ধন ও মুসলিম সমাজ-
👇👇👇👇👇👇👇👇👇

রাখি বন্ধন একটি হিন্দু ধর্মীয় আচার প্রক্রিয়া তথা হিন্দু ধর্মীয় সাংস্কৃতিক উৎসব। মূলত রাখি বন্ধন ধর্মীয় আচার প্রক্রিয়া শুরু হয় মহাভারত থেকে। মহাভারতের এক যুদ্ধে শ্রীকৃষ্ণ তার হাতে আঘাতপ্রাপ্ত হন এবং সেখান থেকে রক্তক্ষরণ করলে পঞ্চ পান্ডবের স্ত্রী দ্রৌপদী তা দেখে তার শাড়ির আঁচল থেকে এক টুকরো অংশ কেটে নিয়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। সেই বিষয়টাকে কেন্দ্র করে হিন্দু শাস্ত্র মতে, হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমার তিথিতে বোনেরা নতুন পোশাক পরিহিতা হয়ে সিঁদুর, চন্দনের এবং চালের মিশ্রিত তিলক ভাইয়ের কপালে কেটে ,ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতী করে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। ভাই বোনের মঙ্গল কামনায় এই অনুষ্ঠান ধর্মীয় শাস্ত্র মতে সূচিত হয়ে থাকে। যার মাধ্যমে ভাই ধর্মীয় বিশ্বাস থেকে বোনকে পরবর্তী সময়ের জন্য রক্ষা করার প্রতিশ্রুতি নেন।
প্রসঙ্গে উল্লেখ্য যে, পরবর্তীতে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের গতি আনতে এবং বঙ্গভঙ্গ রদ করতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ,জাতি বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বঙ্গভঙ্গ আন্দোলনকে শক্তিশালী করার জন্য এই রাখি বন্ধন তৎকালীন সময়ের জন্য বঙ্গভঙ্গ রদ আন্দোলনের অন্যতম প্রক্রিয়া হিসেবে পালিত হয়েছিল ।
কিন্তু আজকের দিনে যে রাখি বন্ধন হয়ে থাকে তা মূলত শ্রাবণের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে হিন্দু সংস্কৃতির কৃষ্টি কালচারের পরম্পরা হিসেবে এই উৎসব পালিত হয়ে থাকে।
তাই এ বিষয়ে নির্দ্বিধায় বলা যায় যে বর্তমান রাখি বন্ধন উৎসব একটি সম্পূর্ণরূপে হিন্দু সাংস্কৃতির ধর্মীয় অনুষ্ঠান তথা উৎসব। তাই আজকের দিনে কোন ভাবে বলার প্রশ্ন নেই যে, বঙ্গভঙ্গ আন্দোলনকে সামনে রেখে আজকের এই রাখি বন্ধন অনুষ্ঠান।
আজকের রাখি বন্ধনের প্রেক্ষাপটে যে সকল মুসলিম সমাজের মানুষজন অজ্ঞানে বা সজ্ঞানে রাখি বন্ধন নিজেদের মধ্যে পালন করে থাকে ।সে বিষয়ে খোলা চোখে দু একটি কয়েকটি কথা একান্ত বলার প্রয়োজন মনে করছি ।আর তা হল , আল কুরআনুল কারীম অনুসারে প্রত্যেকটি মুসলিম নরনারী দ্বীনি ভাই বোন। সেই হিসেবে একে অপরের রক্ষা করা বিপদে পাশে দাঁড়ানো একটা দ্বীনি দায়িত্ব। এ বিষয়ে কোরআনুল কারীম ও হাদিসের তথা সুন্নার আলোকে অনেক কিছুই বর্তমান ‌ উল্লেখ্য যে, অন্যায়ের প্রতিবাদ করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তথা ইবাদত। যখন কোন মুসলিমের হাত থেকে কথা থেকে অন্য কেউ যদি নিরাপদ না থাকে সে মুসলিম হতে পারে না। নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম এর সুন্নাহ অনুযায়ী প্রতিটি ভাই তার বোনের ঢাল স্বরূপ। বোন নিরাপত্তার দায়িত্ব ভাইয়ের ওপর বর্তায়। এমনকি বোন যদি অশালীন পোশাক পরে তার দায়িত্বও ভাইয়ের এবং অশালীন পোশাক তথা শরীয়ত সম্মত পোশাক পরিধান না করে, আর সেই পোশাক পরিধানের কারণে ভাইকে বিশেষ বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। বোন যখন কোন কাজে বাইরে বের হবে তার রাহবার হিসেবে ভাইকে তার সাথে থাকতে হবে। পিতার বর্তমানে অথবা অবর্তমানে ভাই তার বোনকে সম্পূর্ণরূপে দেখভাল করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন পিতার সম্পত্তির বোনের ভাগের দ্বিগুন ভাইকে দেয়ার ব্যবস্থা করেছেন বা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সুতরাং ইসলামিক দৃষ্টিতে ভাই বোনের সম্পর্ক এক অটুট আতিঁক বন্ধনের সম্পর্ক। যে সম্পর্ক জন্মের পর থেকে শুরু হয় আর মৃত্যুর পরেও সেই সম্পর্কের আল্লাহ রাব্বুল আলামীনের সামনে তার বৃত্তসম্পন্ন করে। বোনের প্রতি ভাই তার দায়িত্ব পালন করেছে কিনা এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ভাইকে তার কৈফিয়ত দিতে হবে। উল্লেখ্য যে ,প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির তার দায়িত্ব সম্পর্কে আল্লাহপাকের জিজ্ঞাসিত হবেন।তাই ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী ভাই বোনের সম্পর্কের মধ্যে ভাইফোঁটা ,রাখি বন্ধন এর মত কোন লোকপ্রিয় অনুষ্ঠান সর্বস্ব কোন কালচার বা প্রথা নেই। অপরদিকে যে ব্যক্তি যে মুসলিম নারী পুরুষ বা মুসলিম সমাজে মানুষজন যে অন্য ধর্মের ,অন্য কোন অমুসলিম ব্যক্তির ধর্মীয় বা ব্যক্তির অনুষ্ঠান ,কালচার বা চিন্তা ভাবনার অনুসারী হবে বা পালন করবে তাকে সেই ধর্মের অনুসারী বা সেই ব্যক্তির সাথী হিসাবে সেই বিশেষ তথা শেষ ও চূড়ান্ত বিচারের দিনে মহান বিচারক আল্লাহ রাব্বুল আলামীনের বিচারের সামনে হাজির হতে হবে। সুতরাং সেই অর্থে মুসলিমদের রাখি বন্ধন অনুষ্ঠান পালন করা একটি শিরক বা গৃহীত অপরাধ। হে রাব্বুল আলামিন, হে মহান স্রষ্টা, অত্র বিষয়ে সবাইকে বোঝার ও মেনে চলার করার মত জ্ঞান ও বিবেক দান করুন আমীন।

15/08/2024

ভারত স্বাধীনতা যুদ্ধে কতজন মুসলমান জীবন উৎসর্গ করেছে...
~~~~~~~~~~~~~~~~~
স্বাধীনতা আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন:
~~~~~~~~~~~~~~~~~
1. 🇮🇳 ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কণ্ঠস্বর
নবাব সিরাজ-উদ-দৌলা।

2. 🇮🇳 শের মহীশূর টিপু
সুলতান শহীদ।

3. 🇮🇳 হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী।

4. 🇮🇳 হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহ

5. হযরত সৈয়দ আহমদ শহীদ রহ.

6. হযরত মাওলানা অলায়ত আলী সাদিক পুরী রহ.

7. 🇮🇳 আবু জাফর সিরাজুদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ
জাফর।

8. 🇮🇳 আল্লামা ফজলে হক খায়রাবাদী।

9. শাহজাদা ফিরোজ শাহ।

10. 🇮🇳 মৌলভী মুহাম্মদ বাকির শহীদ।

11. 🇮🇳 বেগম হযরত মহল।

12. 🇮🇳 মাওলানা আহমদুল্লাহ শাহ।

13. 🇮🇳 নবাব খান বাহাদুর খান।

14. 🇮🇳 আজিজান বাই।

15. 🇮🇳 শাহ আব্দুল কাদির লুধিয়ানভী

16. 🇮🇳 হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী।

17. হযরত মাওলানা মুহাম্মদ কাসেম নানোতভী রহ.

18. হযরত মাওলানা রহমতুল্লাহ কিরাণভী রহ.

19. 🇮🇳 শেইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী।

20. হযরত মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধী রহ.

21. হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী রহ.

22. হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরী রহ.

23. 🇮🇳 মাওলানা বরকতুল্লাহ ভোপালী।

24. হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ রহ.

25. 🇮🇳সাহবানুল হিন্দ মাওলানা আহমদ সাঈদ দেহলভী।

26. হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহ.

27. 🇮🇳 সৈয়দুল আহরার মাওলানা মুহাম্মদ আলী জওহর।

28. 🇮🇳 মাওলানা হাসরাত মোহানি।

29. 🇮🇳 মাওলানা আরিফ হাসভী।

30. 🇮🇳 মৌলানা আবুল কালাম আজাদ।

31 🇮🇳 রইসুল-আহরার মাওলানা হাবিবুর-রহমান লুধিয়ানি।

32. 🇮🇳 ডাঃ সাইফুদ্দিন কুচলু অমৃতসারি।

33. 🇮🇳 মাসীহুল মুলক হাকিম আজমল খান।

34. 🇮🇳 মাওলানা মাজহারুল-হক।

35. 🇮🇳 মাওলানা জাফর আলী খান।

36. আল্লামা ইনায়েতুল্লাহ খান পূর্ব।

37. 🇮🇳 ডাঃ মুখতার আহমেদ আনসারী

38. 🇮🇳 জেনারেল শাহনওয়াজ খান।

39. হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মিয়াঁ রহ.

40. 🇮🇳 মাওলানা মুহাম্মদ হিফজুর রহমান সিওয়াহারভী।

41. 🇮🇳 হযরত মাওলানা আব্দুল বারী ফারাঙ্গী মহলী।

42. 🇮🇳 খান আব্দুল গাফফার খান।

43. 🇮🇳 মুফতি আতিকুর রহমান উসমানী।

44. 🇮🇳 ড. সৈয়দ মাহমুদ।

45. 🇮🇳 খান আব্দুল সামাদ খান।

46. 🇮🇳 রাফি আহমেদ কাদওয়াই।

47. 🇮🇳 ইউসুফ মাহের আলী।

48. 🇮🇳 আশফাকুল্লাহ খান।

49. 🇮🇳 ব্যারিস্টার আসিফ আলী।

50. হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহ.

51. 🇮🇳 মাওলানা খলিলুর রহমান লুধিয়ানী।

53. 🇮🇳 আব্দুল কাইয়ুম আনসারী
54. 🇮🇳 নুরুদ্দিন ববির
সব সত্ত্বা ছাড়াও লাখ লাখ মুসলমান স্বাধীনতা যুদ্ধে রক্ত ঝরিয়েছেন।
এই জ্ঞান শুধু ভারতে নয় সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া আপনার অধিকার।
জাযাকাল্লাহ

12/04/2024

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque AT Media 21 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à AT Media 21:

Partager