29/06/2025
দেশ কোথায় যাচ্ছে?
বর্তমান সময়ে আমাদের দেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন পত্রিকা খুললেই চোখে পড়ে হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি ও নানান অপরাধের খবর। আইন-শৃঙ্খলার অবনতি দিন দিন যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে নিরাপত্তার অভাবে।
নতুন প্রজন্মের মাঝে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও সহিংসতার প্রবণতা বেড়ে যাচ্ছে। দুর্নীতি আর রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। বিচারহীনতার সংস্কৃতি এই পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলছে।
আমরা কি চুপ করে থাকব? নাকি সোচ্চার হব?
সময় এসেছে আমাদের সবার—সাধারণ মানুষ, প্রশাসন, মিডিয়া ও সমাজের নেতৃত্ববানদের একসাথে এগিয়ে আসার। অপরাধ দমন করতে হলে শুধু আইন দিয়ে হবে না, দরকার নৈতিক শিক্ষা, সচেতনতা এবং সঠিক নেতৃত্ব।
🙏 আসুন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য আমরা একসাথে চেষ্টা করি।
#বাংলাদেশ #আইনশৃঙ্খলা #সচেতনতা #ন্যায়বিচার #অপরাধ