08/07/2024
কারো হয়তো ফ্যামিলি প্রবলেম চলে! কারো আবার ক্যারিয়ারের চিন্তায় রাতে ঘুম হয়না। কেউ হয়তো প্রিয় মানুষকে হারিয়ে বিষন্নতায় ভোগে সারাদিন! কেউ আবার নানান রকমের প্রেশারে পড়ে নিজেকে হারিয়ে খুঁজছে। কেউ হয়তো রোগে আক্রান্ত! কেউ আবার না খেয়ে আছে! কেউ অভাবে দিন কাটাচ্ছে কিন্তু লজ্জায় বলেনা!
সর্বোপরি মানব জীবনের সমস্যার শেষ নাই। তাও আমরা কেউ 'কেমন আছি?' জিজ্ঞেস করলে হেসে হেসে বলে দিই ভালো আছি!😊
আমাদের 'ভালো থাকা' হারিয়ে গেলেও আমাদের 'ভালো' থাকতে হয় সবসময়। হ্যাঁ, এটাই মানব জীবন।