26/06/2025
Corchet butterfly top. (Work duration around 3 to 4 hours) How is this?
ইনবক্সে বেশ কয়েকজন আপু জিজ্ঞাসা করেছিলো আমি কোথা থেকে কুরুশের কাজ শিখেছি। আমি কোথাও শিখিনি। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার মধ্যে এই গুণটা দিয়েছে। আমি নিজেও জানিনা আমি কিভাবে কাজটা ধরেছি,আর কিভাবে করছি। আলহামদুলিল্লাহ আমি মন থেকে কোনো কাজ করতে চাইলে আমার মনে হয় আল্লাহ সেই কাজটা আমার জন্য সহজ করে দেয়। আমি কেক বানানো শিখতে চেয়েছিলাম।অনেক কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু এখন আমি কোথাও না শিখেই বেশ ভালো কেক বানাতে পারি, পরিচিত কাছের মানুষরা বেশ প্রশংসা করে কেক খেয়ে। বলে বিক্রি শুরু করতে। ম্যাক্রেমের জিনিসের প্রতি বেশ ভালো লাগা ছিলো। দেশে থাকতে কিনতে ইচ্ছা হত,কিন্তু বেশ দাম। পরে নিজে একটু চেষ্টা করতেই আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো পারি। টিউটোরিয়াল লাগে না। ছবি দেখেই ডিজাইন,সুতার মাপ বের করে নিজেই করে ফেলতে পারি বিভিন্ন ডিজাইন,প্যাটার্ন।
কুরুশের কাজও সেইম। এখন নিজেই সব প্যাটার্ন দেখলেই বুঝতে পারি,করতে পারি। এগুলো কেউ আমকে হাত ধরে শিখাইনি,কোর্স করিনি। আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছে আর আমার ভালো লাগা আর সামান্য চেষ্টাই আমি এতদুর এসেছি।
মাঝে মাঝে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভাষা হারিয়ে ফেলি। বেশ ইমোশনাল হয়ে যায়। আমার কোনো কিছুই আমি নিজে যে অনেক বেশি চেষ্টা আর কষ্ট করে শিখেছি তা না, সেটা আমি বেশ ভালো করেই জানি,পুরোটাই সম্ভব হয়েছে আল্লাহ চেয়েছে বলে। সেইজন্য আমি আল্লাহর প্রতি ভীষণ কৃতজ্ঞ।
এখনো এটা লিখেতে গিয়ে আমি হয়তো কাউকে বুঝাতে পারবো না,আমি কতটা ইমোশনাল হয়ে গেছি,আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়।
আলহামদুলিল্লাহ।