মো সাইফুল ইসলাম

মো সাইফুল ইসলাম Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de মো সাইফুল ইসলাম, Création digitale, Democratic Republic of the.
(7)

26/11/2025

জামায়াতের জন্য প্রবাসীরা আজ ভোট দিতে পারতেছে, প্রবাসীদের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।
প্রবাসীদের ৮০% ভোট দাড়িপাল্লার , পক্ষে হবে ইনশাআল্লাহ ♥️







# #ফটোগ্রাফি #ফটোগ্রাফিরateIslami #ফরমটি #আইডি

19/11/2025

সকল প্রবাসীদেরকে জানীয়ে দেওয়া আপনার দায়িত্ব।
প্লীজ সবাইকে জানিয়ে দিন এবং দেশ গঠনে আপনার দায়বদ্ধতা নিশ্চিত করুন

অনলাইনে ভোটার ভেরিফিকেশন ও ডাকযোগে ভোট পেতে যা যা করতে হবে ধাপে–ধাপে নির্দেশনা নিম্নে দেওয়া হলো।

#1-অ্যাকাউন্ট তৈরি বা লগইন করুন

1. জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর প্রবেশ করুন

2. নিজের মোবাইল নম্বর দিন

3. OTP কোড দিয়ে যাচাই করুন

4. একটি পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্টে প্রবেশ করুন

#2-সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করুন

📌 বাধ্যতামূলক নিয়ম (ছবির নির্দেশনা অনুযায়ী)

1. জাতীয় পরিচয়পত্র হাতে রেখে সেলফি তুলুন
NID ছাড়া সেলফি তুললে অ্যাকাউন্ট বাতিল হবে।

2. উজ্জ্বল আলোতে ছবি তুলুন
কম আলো বা ছায়ায় ছবি তুলবেন না।

3. মুখ সম্পূর্ণ দেখা যেতে হবে
টুপি, চশমা, মাস্ক—কিছুই পরা যাবে না।

4. মুখ ক্যামেরার মাঝামাঝি রাখুন

5. NID স্পষ্টভাবে ছবিতে দৃশ্যমান রাখুন

শেষ হলে পরবর্তী বাটনে চাপুন।

#3-আপনার প্রোফাইল তথ্য যাচাই করুন

আপনার প্রোফাইলে যেসব তথ্য দেখাবে:

নাম

মোবাইল নম্বর

ডাক ঠিকানা

খাম ফেরত দেওয়ার ঠিকানা

আসন নম্বর

জেলা

ভাষা পরিবর্তন অপশন

পাসওয়ার্ড পরিবর্তন অপশন

সব তথ্য সঠিকভাবে মিলিয়ে নিন। ভুল থাকলে সংশোধন করুন।

#4._ডাকযোগে ব্যালট পেতে ঠিকানা পূরণ করুন

এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এখানে যে ঠিকানা দেবেন, সেই ঠিকানায় আপনার ব্যালট পাঠানো হবে।

যে তথ্যগুলো দিতে হবে:

1. বাসা/ফ্ল্যাট/অ্যাপার্টমেন্ট নম্বর

2. ব্লক নম্বর

3. রোড নম্বর

4. স্টেট/প্রদেশ

5. শহরের নাম

6. পোস্টাল কোড

7. দেশের নাম

#ফরমটি সঠিকভাবে পূরণ করে Submit করুন।

5. সব তথ্য সাবমিট করার পর স্ট্যাটাস চেক করুন

সেলফি ভেরিফিকেশন সফল হয়েছে কি না

ঠিকানা গ্রহণ হয়েছে কি না

ব্যালট পাঠানোর প্রস্তুতি সম্পন্ন কি না

প্রয়োজনে আবার অ্যাপ/ওয়েবসাইটে লগইন করে আপডেট দেখুন।

#6-প্রয়োজন হলে তথ্য সংশোধন করুন

প্রোফাইল বা ঠিকানায় ভুল থাকলে:

প্রোফাইল মেনুতে যান

প্রয়োজনীয় জায়গায় সম্পাদনা করুন

পুনরায় Submit করুন

নোট: যে কোন সমস্যার জন্যে:যোগাযোগ করুন।

জাজাকাল্লাহ খাইরান

Saiful Islam #আইডি #ফটোগ্রাফির #ফটোগ্রাফি

11/11/2025

টুপি কোথা থেকে বানানো হয়েছে। ঠিকানা দেও।আমার একটা দরকার। #আইডি #ফটোগ্রাফির #ফটোগ্রাফি fans

06/11/2025

তাহলে আপনার পেশা কি বা আপনার ব্যবসা কি?
আপনি কি কাজ করেন, যে বাহিনী নিয়ে চলেন তাতে ৮-১৫ লক্ষ্য টাকা ইনকাম থাকা দরকার মাসে?
আপনি ৫ আগস্টের আগে ভিখারীর মত ছিলেন আপনি নিজেই বলছেন লম্বা দাড়ি নিয়ে মাজারে মাজারে ঘুরে খেয়েছেন কিন্তু ৫ই আগস্ট পর আপনি নতুন লাক্সারি গাড়ি কিনেছেন!!!
আপনার এতো টাকার রহস্য কি?

আপনার কি ব্যসসা ইনকামের পথ কি জাতি জানতে চায়?

এই দেশেত প্রসাসনগুলি এসব লালুদের পুজা করে!!
এদেরকে ইউনুস সুরকারের উচিৎ দেশের সব নাগরিকের স্থাপর অস্থাবর সম্পত্তির হিসাব চাওয়া।
তাহলে বলা যাবে এমন ডাকাতরা কেন রাজনীতি করে।
রাজনীতি থেকে চাদাবাজ গুন্ডা মাস্তানী করা লুটপাট দুর্নীতি বন্ধ হলে এরা সবাই ভিক্ষা করবে ভ্যান ঠেলা গাড়ি আর টেম্পু চালাবেন। #

06/11/2025

কোরান তোয়াত #আইডি #ফটোগ্রাফির #ফটোগ্রাফি fans

03/11/2025

উচ্চ কক্ষ যদি থাকে তার জন্য তাদের রাখা। #আইডি #ফটোগ্রাফির #ফটোগ্রাফি fans

30/10/2025

ব্রেকিং নিউজ
কালকে রাত ১২ থেকে আজ এখন পর্যন্ত হ্যাঁ এর পক্ষে পোস্ট পড়েছে ৬০ লক্ষ প্লাস আর না এর পক্ষে পোস্ট পড়েছে ১৭ লাক্ষ প্লাস মাত্র!

30/10/2025

প্রবাসী ভোটারদের নির্বাচন কমিশনে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত হলো রেমিট্যান্স। বলা যায়, দেশের অর্থনীতির মেরুদণ্ড টিকিয়ে রেখেছেন প্রবাসী ভাই-বোনেরা।
দীর্ঘদিন অবহেলার শিকার প্রবাসীরা এবার তাদের ন্যায্য নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এখন থেকে প্রবাসীদের অধিকার নিয়ে কোনো সরকার ছিনিমিনি খেলতে চাইলে তার জবাব তারা ব্যালটের মাধ্যমে দিবে, ইনশাআল্লাহ। #আইডি #ফটোগ্রাফির #ফটোগ্রাফি fans

30/10/2025

Say "yes" to the July Charter. fans #ফটোগ্রাফির #আইডি #ফটোগ্রাফি

ধরুন, গণভোট ঘোষণা হলো। বিএনপি, আওয়ামী লীগ ও বাম দলগুলোর ঐক্যজোট  ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে দেখবেন, জু...
29/10/2025

ধরুন, গণভোট ঘোষণা হলো। বিএনপি, আওয়ামী লীগ ও বাম দলগুলোর ঐক্যজোট ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে দেখবেন, জুলাইয়ের বাকি দলগুলো নামবে ‘হ্যাঁ’-এর পক্ষে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে ঢেউ তুলবে। যেসব বাচ্চারা কচি হাতে সেদিন জুলাইয়ের গ্রাফিতি এঁকেছিল দেয়ালে দেয়ালে, তারা হ্যাঁ এর পক্ষে স্লোগান দেবে। কৃষক,মজুর,শ্রমিক,গৃহিনীরা নামবে। সারা দেশে ‘হ্যাঁ’-এর পক্ষে বঞ্চিত মানুষের এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

আপনি নিশ্চিত থাকুন, দেশপ্রেমিক বেগম জিয়ার নির্দেশে শেষ মুহূর্তে হলেও বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে আসবে। আসবে মানে আসতে বাধ্য হবে। জুলাইয়ের প্রশ্নে হ্যাঁ চলবে। হ্যাঁ কে হ্যাঁ বলুন।❤️

#ফটোগ্রাফির

দুই ভালোবাসার মানুষের সাক্ষাৎ, নিউইয়র্কে আমীরে জামায়াতের সাথে সাংবাদিক ইলিয়াস ভাই
27/10/2025

দুই ভালোবাসার মানুষের সাক্ষাৎ, নিউইয়র্কে আমীরে জামায়াতের সাথে সাংবাদিক ইলিয়াস ভাই

Adresse

Democratic Republic Of The

Téléphone

+966500257248

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque মো সাইফুল ইসলাম publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à মো সাইফুল ইসলাম:

Partager