29/10/2025
ধরুন, গণভোট ঘোষণা হলো। বিএনপি, আওয়ামী লীগ ও বাম দলগুলোর ঐক্যজোট ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে দেখবেন, জুলাইয়ের বাকি দলগুলো নামবে ‘হ্যাঁ’-এর পক্ষে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে ঢেউ তুলবে। যেসব বাচ্চারা কচি হাতে সেদিন জুলাইয়ের গ্রাফিতি এঁকেছিল দেয়ালে দেয়ালে, তারা হ্যাঁ এর পক্ষে স্লোগান দেবে। কৃষক,মজুর,শ্রমিক,গৃহিনীরা নামবে। সারা দেশে ‘হ্যাঁ’-এর পক্ষে বঞ্চিত মানুষের এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ।
আপনি নিশ্চিত থাকুন, দেশপ্রেমিক বেগম জিয়ার নির্দেশে শেষ মুহূর্তে হলেও বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে আসবে। আসবে মানে আসতে বাধ্য হবে। জুলাইয়ের প্রশ্নে হ্যাঁ চলবে। হ্যাঁ কে হ্যাঁ বলুন।❤️
#ফটোগ্রাফির