EKLAS VAI Assalamu Alaikum Eklas Bhai page Welcome to everyone from the page.Eklas vai pages will help you to give all kinds of news first.

23/12/2024
23/12/2024

প্রবাসে আজ কত দিন 🥲

এখন শুধু সময়ের অপেক্ষা 💪💪💪
18/07/2024

এখন শুধু সময়ের অপেক্ষা 💪💪💪

06/06/2024

একটু আগে সৌদি আরব ঘোষণা দিয়েছে👌💞
জিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে,ঈদের তারিখ ঘোষণা। করেছে ১৬ই জুন রোজ রবিবার সৌদি আরব ঈদ 💞👍আলহামদুলিল্লাহ 🇸🇦🇧🇩💞🤝

03/05/2024

মা এখনও অংক বোঝেনা!
১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না!
I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী!
না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা!
সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর!
বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয়।

মা নির্লজ্জ!
মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া!
আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই!
আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস!
নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট!
অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পরে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর!
নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা তাঁদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা আমাদের থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে।
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান।

10/4/2024 তারিখ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারাক 🎆
08/04/2024

10/4/2024 তারিখ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর
সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারাক 🎆

FIzz
31/03/2024

FIzz

31/03/2024

সদ্য পাওয়া
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ

Boss 👌👌👌👌👌
31/03/2024

Boss 👌👌👌👌👌

Adresse

Democratic Republic Of The

Téléphone

+966580358020

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque EKLAS VAI publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à EKLAS VAI:

Partager