Moshed life Style Saudi

Moshed life Style Saudi সংগ্রাম করে চলার নামই হচ্ছে জীবন, তাই সবারই প্রিয় হতে চাই।

সুযোগ পেলেই আমরা ড. ইউনুসকে শূলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবানে জর্জরিত করি ।যেটা না সেটাও বলি। কিন্তু বিগত ...
14/03/2025

সুযোগ পেলেই আমরা ড. ইউনুসকে শূলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবানে জর্জরিত করি ।যেটা না সেটাও বলি। কিন্তু বিগত ৭মাসে ২০০'র অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরী।

- এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।

- দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।

- দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি ডলার।

- রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।

- হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।

- দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

- গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।

- ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

- আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

- সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।

- স্কুলের বইগুলোতে হাসিনার উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামোদির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে।

-এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা।

- সর্বশেষ জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷ তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান ! ভাবতে পারেন?

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে যে কারো জন্য এসে ঠিক করতে ঘাম ছুটে যেতো। পারতো কিনা সেটা নিয়েও ঢের সন্দেহ আছে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে।

ইউনুস সাহেব হয়তো হিমশিম খাচ্ছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ আর ব্যক্তি স্বার্থকেন্দ্রিক একটা জাতিকে ঠিক করতে। তারপরও অনেক কিছু করছে এবং করবে।

প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে আপনি যদি সম্মত না হতেন তাহলে দ্বিতীয় অন্য কোন ব্যক্তিকে আমরা সেই জায়গায় তখন চিন্তা করতে পারিনি।
আপনার সাথে তুলনা তো নয়ই।

বাংলাদেশ অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।

27/02/2025

জীবনের ঝুঁকি নিয়ে কেউ এইভাবে গাড়ি চালাবেন না,এবং অন্যকে ও বিপদে পালাবেন না।

25/02/2025

ধর্ষণকারীদের এইভাবে শাস্তি দিলে,আশা করি কোন মা,বোন আর ধর্ষিত হবে না,
জনস্বার্থে এই শাস্তি বিধান কার্যকর করা উচিত,জনমত মন্তব্য নেয়া হউক,
সবাই শেয়ার করুন,

25/02/2025

হযরত কথা গুলো একদম বাস্তব,
আমরা চাই এরকম শাসন ব্যবস্থা তৈরি হউক,অন্যায়কারী যেকোন দলের হউক ছাড় নাই,কোন আপোষ নাই,

23/02/2025

দেশের প্রতিটা সংসদীয় আসনে কমপক্ষে ১০/১২ টা করে ইউনিয়ন আছে। বেশিরভাগ আসনে পৌরসভা আছে। উপজেলা পরিষদ তো সব জায়গাতেই আছে। আওয়ামীলীগ আমলে ইউনিয়ন চেয়ারম্যান পদে দলীয় নমিনেশনে ১ কোটি টাকা লাগতো। পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর পদগুলো বেচাবিক্রিতে সব মিলে ৪/৫ কোটি টাকা হাসিল আদায়ের সম্ভাবনা থাকে। উপজেলা পরিষদেও এক চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান মিলে ৪/৫ কোটির কম না। এইগুলা এমপি সাহেবরাই ডিল করতেন মূলত, এমপি সাহেবের নির্বাচনের খরচ উঠে যেতো। কিছু ব্যাতিক্রমও ছিলো, দেখা গেছে অনেকে এমপিকে ডিঙ্গায়েও দলীয় নমিনেশন নিয়ে আসছে। এইভাবে টাকা খরচ করে দলীয় নমিনেশন প্রাপ্ত প্রার্থী যে কোন মূল্যে জিততে চাইতেন ও প্রায় সব ক্ষেত্রেই জিতে যেতেন। এমপি সাহেব দল ও প্রশাসন নিয়ে প্রার্থীর পাশে দাড়াতেন। এমপি সাহেব গ্রহণকৃত অর্থ হালালীকরণ ও তার নিজের লোক সেট করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই করতেন।

সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে দেশে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস থেকে ছয় মাসে উন্নীত করে একটা প্র‍্যাক্টিস চালু করা যায় যে- প্রথম তিন মাসে তত্বাবধায়ক সরকার সব স্থানীয় নির্বাচনগুলো শেষ করবেন, বাকি তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। আমাদের দেশে জাতীয় নির্বাচন যেই কারণে তত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, ঠিক একই কারণে স্থানীয় সরকার নির্বাচনগুলোও তত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। চাইলে সংশোধিত সংবিধানে এই সংক্রান্ত সুস্পষ্ট বিধান অন্তর্ভুক্ত করা যেতে পারে। টাকার প্রভাব, দলীয় প্রভাব মুক্ত স্থানীয় সরকার নির্বাচন বাদে শুধু সুষ্ঠু জাতীয় নির্বাচন দিয়ে কখনোই সামগ্রিক গণতন্ত্রায়ণ সম্ভব নয়।

সংগ্রহ Ɓarrister Mostafa Shakerullah

23/02/2025

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন,
অনেকদিন পর এই পেজ করার চেষ্টা করতেছি, যদি আপনারা সবাই পাশে থাকেন,এবং সাপোর্ট করেন।

23/02/2025

সৌদির সাথে মার্কেটে গেলাম,

23/02/2025

ছোট বেলায় আমি ও এমন ছিলাম সত্যি,
আর কেউ করছেন সেটা জানতে চাই

11/01/2025

আসসালামু আলাইকুম
শুভ সন্ধ্যা

08/01/2025

আলহামদুলিল্লাহ
অনেকদিন পর অবসর হইলাম,
সবাই ছুটিতে তার ফাঁকে আমি ও ছুটি কাটাইতেছি শুধু ঘুম আর ঘুম।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+966572940824

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Moshed life Style Saudi publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager