
11/06/2024
মনোবিজ্ঞানীরা বলেন ,
যে শিশু উপহাস নিয়ে বাঁচে- সে ভীরু হয়ে বড় হয়।
যে শিশু সমালোচনার মধ্যে বড় হয়- সে শুধু নিন্দা করতে শেখে।
যে শিশু সন্দেহের মধ্যে বড় হয়- সে প্রতারণা করতে শেখে।
যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয়- সে শুধু শত্রুতা করতে শেখে।
যে শিশু স্নেহের মধ্যে বড় হয়- সে ভালোবাসতে শেখে।
যে শিশু উৎসাহ পেয়ে বড় হয়- সে আত্মবিশ্বাসী হয়।
যে শিশু সত্যের মধ্যে বড় হয়- সে সুবিচার শেখে।
যে শিশু প্রশংসার মধ্যে বড় হয়- সে অন্যদের গুণ ধারণ করতে শেখে।
যে শিশু ভাগ করে খওয়ায় অভ্যস্ত হয়- সে সুবিবেচক হয়।
যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয়- সে সহনশীল হয় ।