29/08/2024
ব্রয়লার মুরগী
আমি ব্রয়লার মুরগী, ফার্মে থাকি,
খাঁচার ভেতরে জীবনটা কাটাই।
চিকেনের নাম শুনলে সবাই বলে,
"তুমি তো আসল সুস্বাদু ভাই!"
আমার শরীরে ওজন বেশ ভারী,
খাবারের থলে নয়, পোষ মানা আমি।
রান্নাঘরে যাওয়ার সময় আসলেই,
ভালো রান্না হবো, আছে মনোবাসনা।
কেউ চায় ঝোল, কেউ চায় ফ্রাই,
মাসালা মেখে ভাজা, গরম গরম খাই।
আমার জীবনের গল্পটা এমনই,
স্বাদে, গন্ধে, সবার মনের হাসি।
তবুও মনে আসে ছোট্ট এক দুঃখ,
জীবনের হিসেবটা খুবই সোজা।
কিন্তু তোমাদের মুখে হাসি আনতেই,
আমি ব্রয়লার, সবটাই তুচ্ছ।