28/02/2024
আমি ম্যাসেজের পর ম্যাসেজ পাঠিয়েই যাই,
আমার বিরক্ত লাগে না, আমার ক্লান্তি আসে না।
আমার পাঠানো ম্যাসেজের সংখ্যা পঞ্চাশ পেড়িয়ে যায়, সে দেখে না!
কিংবা দেখে এড়িয়ে যায়!
আমি বুঝি তার আর আমাকে ভালোই লাগে না!
সে অনলাইনে আসে!
আমার বুকের ধুকপুকানি বেড়ে যায়!
'এই বুঝি ম্যাসেজ সীন করবে',
'এই বুঝি বলে ফেলবে কিছু একটা!'
আমি আশায় থাকি,
সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে!
আমি তার ইনবক্সে পড়েই থাকি!
মেসেজ পাঠাই,রিফ্রেশ করি।
সবুজ বাতি জ্বলে কিন্তু ম্যাসেজ আসে না!
অনেক গুলা মেসেজ পাঠানো হয়ে যায়।
Seen লেখা উঠলো অবশেষে!
আমার কাঁপাকাঁপি বেড়ে গেলো!
অনেকগুলা ম্যাসেজ দেখে এবার বকা দিবে বোধ হয়!! তার আর দোষ কি?
আমি ই তো তাকে 'বিরক্ত' করি ম্যাসেজ দিয়ে!
সে কয়েক লাইনের একটা ম্যাসেজ পাঠায়।
কিংবা বলে বিজি আছে।
আমি বিলিভ করি।
আমার বিলিভ করতে হয়।
তাকে ছাড়তেও পারিনা, ধরে রাখতেও পারিনা!
আমাকে অনেকেই বলে "সে ভালোবাসেনা আর!"
এতো এতো লোকের কথায় আমি কান দেই না।
কেন আমার তাকেই বিশ্বাস করতে ভালো লাগে।
তার কাছে 'বেহায়া' সাজতে ভাল্লাগে।
সে আমার একশো টা ম্যাসেজের বিপরীতে দুইটা মেসেজ পাঠায়!
তাতেই আমার ভাল লাগে, মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছি।
খুব ব্যস্ত থাকে বোধ হয়!
তাই একটা টেক্সট দিতে সময় পায়না!!
আমার কি দোষ?
"তাকে অনেক বেশি ভালোবাসি"
এটা দোষ আমার?
নাকি তাকে অন্ধের মতো বিশ্বাস করাটা দোষ?
আইডি টা তে সবুজ বাতি জ্বলছে বা জ্বলতে থাকে,
একটা ম্যাসেজ আসবে বলে অপেক্ষার প্রহর গুনতে থাকি আমি।
ম্যাসেজ পাঠিয়েই যাই আমি।
সীন করেনি এখনো!
ধরে নেই ব্যস্ত বোধ হয়!
হয়তো আমাকে অবহেলা করতে ব্যস্ত কিংবা অন্য কারো ইনবক্সে, কারো পোস্ট পড়াতে বা কাউকে কমেন্ট করাতে ব্যস্ত!
বড্ড বেশি ভালবাসা গুলো এমন অবহেলাতেই হারিয়ে যায় কোন এক সময়।
যখন বিপরীতের মানুষ টা বুঝতে পারেযে যাকে সে এত অবহেলা করেছে তার ভালবাসাটার কাছে অন্যের ভালবাসাটা তুচ্ছ!!
তখন অবহেলিত মানুষটা নিজেকে শক্ত করে ফেলে,
নিজেকে তার থেকে দূরে সরিয়ে ফোনের গেমস,
ইউ টিউবের ফিল্ম বা নাটক দেখাতে ব্যস্ত হয়ে পড়ে।
কারো ম্যাসেজের জন্য তখন সে আর অপেক্ষা করেনা।
কিন্তু ভালবাসাটা সেইম থাকে কিন্তু চাপা পড়ে যায়।
যা সে কখনো বুঝবে না বা বুঝেনা।।।