16/07/2024
পৃথিবীর সবাই স্বার্থের জন্য লড়ে যায় কিন্তু দিনশেষে প্রধা*নমন্ত্রীর স্বার্থকেই বড় করে দেখা হয়। ক্ষমতা হারানোর ভয়ে কো*টা তুলে দিচ্ছেনা, আবার স্বার্থে আঘাত লাগলে প্রধান বিচারপতিকেও অপসারণ করে, ছাত্র*লীগকে কাজে লাগায়, নিজের দেশকে অন্য দেশের পণ্য সামগ্রী বানিয়ে ফেলা, এমন কি সংবিধান পরিবর্তন করতেও দেখা যায়। আর কেউ নায্য অধিকারের জন্য রাস্তায় নামলে রাজাকারের বাচ্চা, রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করা হয়।
এই দেশ প*শ্চিম পাকি*স্তানের অধীনে কিংবা ভার*তের অংগরাজ্য হিসেবে থাকলেই ভালো হতো অন্তত বুক ফুলে বলতে পারতাম আমরা শক্তিশালী রাষ্ট্রের নাগরিক, কিন্তু এমন এক দেশের নাগরিক যেখানে অন্যদেশের নিয়ন্ত্রণ চলে।
এই দেশে হাজারো সমস্যা। আপনি কয়টার দাবি আদায়ের জন্য রাস্তায় নামবেন??
চাকরির বয়স ৩৫!
নাকি কোটার বিরুদ্ধে!
আবার নিয়মিত প্রশ্ন ফাস!
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি!
ভোটাধিকার,!
সন্ত্রাস, চাদাবাজি, দুর্নীতি, লাশ ঘুম ইত্যাদি