SF SOHAG 3.3

SF SOHAG 3.3 SF SOHAG 3.3

23/07/2024

কাজ কাম নাই শুধু বসে থাকে মালয়েশিয়া

18/07/2024
তোমার বুকেতেই আমাদের থাই...! এগিয়ে যাও প্রিয় ভাই 🫶🌹
18/07/2024

তোমার বুকেতেই আমাদের থাই...! এগিয়ে যাও প্রিয় ভাই 🫶🌹

17/07/2024

Malaysia

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
07/07/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।😭😭😭

02/07/2024

অনেক সুন্দর রুম

আলু ৬০/৭০ টাকাআদা ৩০০ টাকা পিয়াজ ৯০/৯৫ টাকারসুন ১৮০/২০০ টাকা 🙆এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?সেটাও ...
01/07/2024

আলু ৬০/৭০ টাকা
আদা ৩০০ টাকা
পিয়াজ ৯০/৯৫ টাকা
রসুন ১৮০/২০০ টাকা 🙆
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল প্রায় ২০০ টাকা
৪০/৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ১৫/২০ টাকা হাটা😭

চিনি ১৫০ টাকা
এর ভিতরে ও ২৪ ঘন্টার ভিতরে ভালো করে ১২ ঘন্টাও বিদ্যুৎ থাকেনা কোথাও কোথাও !! 😂
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব
চারিদিকে হতাশা
আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।
কোথায় যাবে এই অসহায় জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
হিমসিম খাচ্ছি সংসার চালাতে🙆

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট
এটা হাজার হাজার মানুষের মনের কথা সেটা আমি বুজি।
কারণ বাজারটা আমি নিজে করি 😢

এই দুজনকে কে কে ছিলেন 🤔
01/07/2024

এই দুজনকে কে কে ছিলেন 🤔

❤️❤️❤️পরিবারের সাথে মুশফিকুর রহিম ❤
01/07/2024

❤️❤️❤️পরিবারের সাথে মুশফিকুর রহিম ❤

🇧🇩🥰তোমার ফোনের সেরা পিক টা দেখাও👑✅❤️❤️❤️
28/06/2024

🇧🇩🥰তোমার ফোনের সেরা পিক টা দেখাও👑✅❤️❤️❤️

💗মা ২ টাকা দাও এই ধর আর নাই 🥲😭
25/06/2024

💗মা ২ টাকা দাও এই ধর আর নাই 🥲😭

মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনিশুধু কোন না কোন বোনের উপকারে আসবেতাই লিখলাম।আর যদি একজন বোনের ওউপকারে আসে তাহলে আমার ...
23/06/2024

মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনি
শুধু কোন না কোন বোনের উপকারে আসবে
তাই লিখলাম।আর যদি একজন বোনের ও
উপকারে আসে তাহলে আমার লিখাটা স্বার্থক
হবে।

গরীব ঘরের একটি সহজ সরল মেয়ে নাম
তার বৃস্টি। বাবা মায়ের এক মাত্র সন্তান বৃস্টি।
অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে
তারা পড়া শোনা করাচ্ছেন।মেয়েটা লেখাপড়ায় ও ফাস্ট, অনেক মেধাবী একটি
ছাত্রী। জি পি এ ফাইভ নিয়ে ঢাকায় একটি
ভাল কলেজে ভর্তি হয়েছে।এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে।
মেয়েটি অনেক স্বপ্ন দেখতো অনেক
লেখা পড়া করে ভাল একটা জব করবে।
বাবা মা কে নিয়ে একটু ভাল ভাবে বাঁচবে।
অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে
মেয়েটা।

কয়েক মাস পর কলেজের একটা ছেলে
বৃস্টি কে প্রপোজ করলো ছেলেটার নাম
ছিল বাবর। ভিষন ভাল ছেলে তার পরও
বৃস্টি প্রপোজ টা গ্রহন করেনি, সে বাবরকে
বলল তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা
করতে পারো তাহলে অকে।বাবর বলল আমি
তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো।

এই ভাবে দিন গেল মাস গিয়ে বছর গেল
এখন বৃস্টি ফাইনাল ইয়ার এ দুই মাস
পর তার ফাইনাল পরিক্ষা। বৃস্টির এক
বান্ধবীর বিয়ে, বৃস্টি কে অনেক
মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে।

এখন বৃস্টি ভাবছে বড় লোক বান্ধবীর
বিয়ে একটু ভাল করে পার্লারে সাজ গুজ করে
যেতে হবে। কিন্তু টাকা পাবে কই সে বাবর
কে গিয়ে বললো আমাকে ১ হাজার টাকা
ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দেব।
বাবর বলল আচ্ছা দিব, পরের দিন বৃস্টি
চলে গেল একটি পার্লারে তার আরেকটা
বান্ধবী কে নিয়ে। জীবনের প্রথম গেছে
সে পার্লারে সাজতে।আর সেই পার্লারের
মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে, টাকা
ওয়ালার ছেলেদের সাথে মেয়েটির হাত
ছিল, সে সুন্দর সুন্দর মেয়েদের কে ফাদে
ফেলে ঐ পয়সা ওলাদের কাছে পাটিয়ে
দিত।

বৃস্টি তার ফাদে পড়ে গেল, বৃস্টি কে বলল
আপু আপনি উপরের রুমে চলে যান ওখানে
স্পেশাল সাজ দেওয়া হয় আর এখানে
সিট ও খালি নেই সে চলে গেল উপরের
রুমে। আর যেতেই রুমের ভিতর তিনটা
ছেলে ছিল দুজনে বৃস্টির মুখে কাপর দিয়ে
বেধে নিল একজনে দরজা লাগিয়ে দিল
পরে মেয়েটি কে দুজন ধরে রাখলো এক জন
ধর্ষণ করল।ছিঃ এরা আবার নিজেকে পুরুষ
বলে, তিন জন মিলে বন্ধ রুমে একটি অসহায়
মেয়েকে রেপ করে এদের কে হিজড়া বললে
হিজড়া দের ও অপমান করা হবে।ওরা তো
পশুর চেয়েও জঘন্য। ভাবতে অবাক লাগে
ওরা ও কোন মায়ের গর্ভে জন্ম নিছে।
ধিক্কার জানাই এই রকম পুরুষ দের।😌

বৃস্টির বান্ধবী পার্লারের মেয়েটা কে বলল
আমার বান্ধবী কই সে বলল তোমার
বান্ধবী তো অনকে আগেই চলে গেছে তার
পর সেও চলে গেল। ওরা বৃস্টি কে দুইদিন
রেপ করে ছাড়ল। মেয়েটি তখন আদ মরা
কি করবে গিয়ে বান্ধবী কে সব বলল,
বান্ধবী বৃস্টি কে নিয়ে থানায় মামলা
করলো। বৃস্টি কে হাসপাতালে নেওয়া হল
সত্যি তাকে রেপ করা হয়েছে কি না তা
পরিক্ষা করার জন্য কিন্তু ডাক্তার টাকা
খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘুষ
খেয়ে কোর্ট এ মিথ্যে সাক্ষী দিল ভাল
মেয়ে টা কে চরিত্রহীনা বানিয়ে দিল।
এই হল আমাদের দেশের আইন ব্যবস্থা।
যেখানেই শুধু বড় লোক রাই বিচার পায়
আর গরিবের কোন বিচারই নেই।
ভাবতে অবাক লাগে এই সোনার দেশে কি
আমরা জন্ম নিয়েছি 😔

এখন এই অসহায় মেয়েটি সমাজে কি
ভাবে মুখ দেখাবে।পরের দিন ই মেয়েটির
ভিডিও টি ইন্টার নেটে ছেড়ে দিল।
গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে
অনেক অপমান করছে আর বলছে তোমরা
শহরে পড়ার নাম করে মেয়েটি কে দিয়ে
খারাপ কাজ করাচ্ছো ছিঃ ছিঃ । গ্রামের লোকের
অপমান সহ্য না করতে পেরে বৃস্টির বাবা
মা দুজনেই বিষ খেয়ে সুইসাইড করলেন।

বৃস্টি সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে
সুইসাইড করল,আর বৃস্টি মারা যাওয়ার
পর বাবর টা ও পাগল হয়ে গেল।চারটা প্রান
আর একটা ভালবাসার ঘর অকালে ঝরে গেল.............. 🥹

শেষকথাঃসব বোন দের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোন পার্লারে একা কখনো যাবেনা।আর গেলে নিজের ভাই অথবা
বোন কে নিয়ে যাবে। কারন আপন তো
আপনই।কে জানে এই রকম ঘটনা কার জীবনে ঘটে যায়।আর আমার এই পোস্ট টা
লাইক না দিয়ে একটা সেয়ার দাও যাতে
সারা দেশের বোনেরা পড়তে পারে আর একটু
সচেতন হতে পারে হায়রে মানুষ 😌

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque SF SOHAG 3.3 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager