
01/08/2024
শহীদ মুগ্ধর ফ্রিল্যান্সিং প্রোফাইলটাই বলে সে কতোটা ট্যালেন্টেড ফ্রিল্যান্সার ছিলো।
তার আইডি দেখে সহজেই ধারণা করা যায় এই দেশকে অন্তত ৫০,০০০$-৬০,০০০$ বৈদেশিক মুদ্রা এনে দিয়েছিলো সে। ১০০০+ রিভিউ সাথে এভারেজে ৫★ মেইন্টেইন করা। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তাঁর আন্দোলনে যাওয়া লাগে না। তারপরেও এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিকদের সমমর্যাদার জন্য। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট তাঁর জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।
এতো ছোট বয়সে দেশের অর্থনীতিতে এরকম অবদান কয়জন রাখতে পারে?