29/09/2024
শুরু হোক তোমার ভুলের ঘ্রানে
পাখিরা রা লজ্জা পাক তোমার নুপুরে তালে
ভিজে যাক মাটি তোমার গায়ের স্নানে।
আমি তো মরেছি কবেই তোমার অন্তরালে।
দিন আমার ভালো কাটে দেখিলে তুমার হাসি
কি মায়ায় জড়ালে সুখের স্রোতে একাই ভাসি।
ছাড়িতে পারিবো না তোমার দু হাতটি
তাকিয়ে থাকি সারাক্ষন তবুও রয়ে যায় তৃপ্তি।
এই পিপাসা আমরন থেকে যাক
আমার গন্তব্য তোমাতে থেমে থাক
ধ্বংস হোক তোমার ক্ষতি,
শান্ত হোক দুষ্কৃতি
তোমার বেলায় শুভ হোক
আমার সব আকুতি।
#লিটন