31/08/2025
*শুধু জিহ্বার সদ্ব্যবহার করতে পারলেই আমাদের অধিকাংশ গুনাহ কমে যাবে ইনশাআল্লাহ্।* অবস্থা এমন হয়েছে যে, কথা বললেই গুনাহ কামাই হয়। গিবত, পরচর্চা, মিথ্যা, অন্যের মানহানি, অশ্লীল আড্ডা— এগুলো যেন আমাদের রক্তের সাথে মিশে গেছে।
হাসান আল বাসরি (রাহ.) বলেন, আমাদের নিকট আলোচনা করা হয়েছে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘সেই বান্দার প্রতি আল্লাহ তা‘আলা রহম করুন, যে কথা বললে গনিমত (সাওয়াব বা সাফল্য) লাভ করে, আর চুপ থাকলে নিরাপত্তা লাভ করে।’’ [শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ৮৫৫, হাদিসটি মুরসাল সহিহ]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
‘‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।’’
[ইমাম বুখারি, আস-সহিহ: ৬০১৮]
> সংগৃহীত