Borsha's Teach World

Borsha's Teach World Borsha's Teach World is an educational consultancy page for helping the digital marketers & freelancer of Bangladesh

24/03/2025

ভাতের কত মূল্য.!
স্বামীর সংসার করা নারী'ই ভালো জানে।

13/02/2025

মাইয়া মাইনষের আবার কিসের অতীত?

অতীত হয় কেবল ব্যাটা মাইনষের মাইয়াগো হয় "কলঙ্ক" 😊💔

02/02/2025

_আমি অবহেলা সইতে পারি না, অবহেলার ছোয়া গায়ে লাগলেই আমার অসুখ আসে, শ্বাসকষ্ট হয়!
🥀🙂💔

30/12/2024

তুমি আমার বেলায় বড্ড বেখেয়ালি, আর অন্যের বেলায় দায়িত্বশীল.!😊💔

29/12/2024

ভালো লাগে না বলা মুহূর্ত শয়তানের একটি মূল্যবান অস্ত্র! যা দিয়ে সে নষ্ট করবে আপনার গুরুত্বপূর্ণ সময়!

~সংগৃহিত

29/12/2024

আমার নিজের ক্ষতি তো আমিই করেছি। আমি কাকে দোষ দিবো?
কারো দোষ নেই, আমিই দোষী!

28/12/2024

তোমার মাজহাব কি?
- হানাফি

কি হানাফি?
- দেওবন্দী কওমি হানাফি?
- দেওবন্দী হায়াতি হানাফি?
- দেওবন্দী মামাতি হানাফি?
- ফুরফুরা হানাফি?
- ব্রেলভি সুন্নি হানাফি?
- দেওয়ানবাগি হানাফি?
- মাইজভান্ডারি হানাফি?
- জৈনপুরী হানাফি?
- রাজারবাগি হানাফি?
- ফুলতলি হানাফি?
- সাদ গ্রুপ হানাফি?
- যুবায়েরগ্রুপ হানাফি?
- আটরশি হানাফি?
- এনায়েতপুরি হানাফি?
- কামেল পীর হানাফি?
- জামায়াত শিবির হানাফি?
- ছাড়ছিনা হানাফি?
- জামায়াত ইসলাম হানাফি?
- চিশতিয়া হানাফি?
- গাউসুল আযম হানাফি?
- চরমোনাই হানাফি?
- ভাই মাফ চাই হানাফি 🫶

20/12/2024
20/12/2024

বছরে ১০০ টি বই পড়ার ক্ষমতা অর্জনের জন্য কিছু কার্যকরী উপায়
১. পরিকল্পনা করুন

বইয়ের সংখ্যা ভাগ করুন: বছরে ১০০টি বই মানে সপ্তাহে প্রায় ২টি বই পড়তে হবে।

প্রগতি ট্র্যাক করুন: "গুডরিডস" অ্যাপ বা একটি রিডিং জার্নাল ব্যবহার করে পড়া বইগুলোর তালিকা রাখুন।

২. বই বেছে নিন কৌশলগতভাবে

বিভিন্ন ধরণের বই: বড় বইয়ের সাথে ছোট গল্পের বই বা প্রবন্ধ মিশিয়ে পড়ুন।

বইয়ের দৈর্ঘ্য বিবেচনা করুন: সব বই ৫০০ পৃষ্ঠার হতে হবে এমন নয়। সহজ ও আকর্ষণীয় বই পড়লে গতি বাড়বে।

৩. পড়ার অভ্যাস গড়ে তুলুন

প্রতিদিন পড়ুন: দিনে কমপক্ষে ১-২ ঘন্টা পড়ার সময় নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, সকালে ৩০ মিনিট, দুপুরে একটু সময়, এবং ঘুমানোর আগে।

ফাঁকা সময় কাজে লাগান: বাসে, লাইনে দাঁড়িয়ে কিংবা অবসরে বই পড়ুন। মোবাইলে পিডিএফ বা ইবুক রাখুন।

বিকল্প বিনোদন কমান: সোশ্যাল মিডিয়া বা টিভি দেখার সময় কমিয়ে দিন।

৪. অডিওবুক ব্যবহার করুন

হাঁটতে, ব্যায়াম করতে বা গাড়ি চালাতে চালাতে অডিওবুক শুনুন। সময় বাঁচাতে এটি খুব কার্যকর।

৫. গতি বাড়ান, কিন্তু অর্থবহভাবে

দ্রুত পড়ার কৌশল শিখুন: প্রতিটি শব্দ না পড়ে মূল ভাব ও গুরুত্বপূর্ণ অংশগুলোর উপর নজর দিন।

সংক্ষিপ্ত বই পড়ুন: কিছু বইয়ের সারাংশ জানার জন্য ব্লিঙ্কিস্ট বা অনুরূপ অ্যাপ ব্যবহার করতে পারেন।

৬. উদ্দীপনা ধরে রাখুন

পড়া শেষ হলে নোট নিন বা বন্ধুদের সাথে আলোচনায় যুক্ত হন।

নিজেকে পুরস্কার দিন: একটি মাইলস্টোন (যেমন ১০টি বই পড়া) অর্জনের পর ছোট উপহার দিন।

এভাবে অভ্যাস গড়ে তুললে বছরে ১০০টি বই পড়া কঠিন হবে না। পড়ার আনন্দ উপভোগ করুন এবং প্রতিদিন নতুন কিছু শিখুন।

সংগৃহীত

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে ...
08/12/2024

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜

★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

07/12/2024

আমাকে কেউ ভালোবাসলো বা না বাসলো তাতে আমার কি-ই বা আসলো গেলো, আমি তো এখনো আমার রবের ভালোবাসা পাওয়ার যোগ্যই হতে পারিনি!

তাহলে রবের বান্দা কিভাবে ভালোবাসবে?

03/11/2024

যখন রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করতেন, আজকে কে রোজা রেখেছো?
আবু বকর সিদ্দিক র. বলতেন আমি!

কে আজকে একজন গরীবকে খাওয়াইছো?
আবু বকর র. বলতেন, আমি!

তোমাদের কে একজন অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো?
আবু বকর র. বলতেন, আমি!

তোমাদের মধ্যে কে একটা জানাযায় গিয়েছো ও কবর দেওয়া পর্যন্ত থেকেছো?
আবু বকর র. বলতেন, আমি!
তার উপর মসজিদ ও পরিবারকে সময় দেওয়া, দাওয়াতি কাজ করা তো আছেই!

উনি একদিনে এতোকিছু কীভাবে করতেন? উনি কি রাতে ঘুমাতেন না?
অবশ্যই ঘুমাতেন!

তাহলে মনে হয় তিনি কোনো কাজ করতেন না! তিনি কাজ করতেন না?
উনি সবচেয়ে বড়লোক ব্যবসায়ীদের একজন ছিলেন!
জ্বী অবশ্যই কাজ করতেন!

তিনি এতো সময় কোথায় পেতেন তাহলে?
- তিনি জানতেন কীভাবে সময়ের সঠিক ব্যবহার করতে হয়! তিনি দিনে ৮ ঘন্টা অহেতুক স্ক্রলিং করতেন না!

[আসিম আল হাকিম এর লেকচার থেকে অনুবাদ ও পরিমার্জন করা]

Adresse

Munshiganj
Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Borsha's Teach World publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Borsha's Teach World:

Partager