Myin Uddin معين الدين

Myin Uddin معين الدين لَا إِلٰهَ إِلَّا اللَّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّٰهِ❤️🇧🇩❤️🇸🇦
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

13/10/2025

দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে,
আর অভিজ্ঞতা আসে
ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ
কিছু নয়, এটা সাফল্যের
প্রথম ধাপ।

12/10/2025

আগামী ১৬/১০/২০২৫
সিলেট দোয়ারাবাজার সমুজ আলী স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ছিলো আমার প্রোগ্রাম, কিন্তু নতুন কুঁড়ির চুরান্ত বাছাই টা এই ১৬ তারিখ ই পরতে হলো???
খুব ইচ্ছে ছিলো প্রিয় দোয়ারা বাজার বাসীকে গান শুনাবার এইবার আর হলোনা,তাই সবার কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।ইন শা আল্লাহ পরের কোন প্রোগ্রামে আপনাদের এলাকায় আসবো।
আপনাদের প্রিয় Tanjim Bin Taj Prottoy

06/10/2025

সকালের নাশতায় চিয়া সিড রাখলে মিলবে নানা উপকার

আলহামদুলিল্লাহ
06/10/2025

আলহামদুলিল্লাহ

মেট্রোরেল এর অপেক্ষা!
03/10/2025

মেট্রোরেল এর অপেক্ষা!

03/10/2025

ঘুম লাগেনারে ভাই...
আসলে আমিতো এক অসহায় প্রবাসী! 😭🙏

02/10/2025

পৃথিবীতে সঠিক মানুষ
বলতে হয়তো কিছু নেই,
যার সাথে
যার চিন্তাধারায় মিল রয়েছে,
শুধুমাত্র তার কাছেই সে
সঠিক মানুষ।
একজন মানুষ সবার
নিকট সঠিক নয়।

01/10/2025
01/10/2025

সারা বিশ্ব একজোট হয়ে বলা উচিত ফ্লোটিলায় যদি ইসরাইল হামলা করে তাহলে পুরো ইসরাইলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে

আল্লাহ্ তাআলা বহরের সবাইকে সহিসালামত পৌঁছার তৌফিক দান করুক আমিন

29/09/2025

একটি শ্রেষ্ঠ দোয়া:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
‘রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।’
অর্থ: ‘হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে সুখ দান কর, আখেরাতেও সুখ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও।’

(সুরা বাকারা: ২০১‍)

29/09/2025

▌সালাতের পর দাঁড়ানোর জন্য তাড়াহুড়া করবেন না!

কেউ যদি সালাত আদায় করার পর নিজ মুসল্লায় (জায়নামাজ) বসে থাকে, তাহলে ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

তোমাদের কোনো ব্যক্তি যখন সলাত পড়ার পর নিজের মুসাল্লায় বসে থাকে, তখন ফেরেশতাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, যতক্ষণ না তার ওযু ভেঙ্গে যায়। ফেরেশতাগণ বলতে থাকে 'হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। হে আল্লাহ, তার ওপর রহম করুন।' (সহীহুল বুখারী, হাদিস নং ৬২৮)

ইবনে বাত্তাল রহিমাহুল্লাহ বলেন,

যে ব‍্যক্তির গুনাহ অনেক বেশি এবং সে চায় আল্লাহ্ তায়ালা তার থেকে কোনো কষ্ট ছাড়াই গুনাহ সমূহকে মিটিয়ে দিক, সে যেন সলাতের পরে মুসাল্লায় বসে থেকে সুযোগকে কাজে লাগায়। যাতে করে ফেরেশতারা তার জন‍্য দো'য়া এবং ক্ষমা প্রার্থনা করে।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Myin Uddin معين الدين publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Myin Uddin معين الدين:

Partager