Mugib 2.0 blog

Mugib 2.0 blog আমি ফেসবুক থেকে কিছু শিখতে চাই
(30)

👉দুঃখ যদি আসে দ্বারে,    ‌হাসি দিয়ে তাড়াও তারা।👉শুভ সকাল বন্ধুরা ----
05/07/2025

👉দুঃখ যদি আসে দ্বারে,
‌হাসি দিয়ে তাড়াও তারা।
👉শুভ সকাল বন্ধুরা ----


👉পরিশ্রম কখনো বেইমানি করে না। কিন্তু পরিশ্রমটা যদি     সঠিক সময় করতে না পারেন, তাহলে আপনি সফলতা পাবেন না ‌।👉শুভ রাত্রি ...
04/07/2025

👉পরিশ্রম কখনো বেইমানি করে না। কিন্তু পরিশ্রমটা যদি সঠিক সময় করতে না পারেন, তাহলে আপনি সফলতা পাবেন না ‌।
👉শুভ রাত্রি বন্ধুরা ----

👉না-ফেরা পথের পাথেয় তুমি,    বন্ধু তুমি সাহসের দীপ্ত গীত!👉শুভ সকাল বন্ধুরা ----
04/07/2025

👉না-ফেরা পথের পাথেয় তুমি,
বন্ধু তুমি সাহসের দীপ্ত গীত!
👉শুভ সকাল বন্ধুরা ----


👉হাসির পেছনে যারা কান্না বোঝে,    নীরবতায় যারা সঙ্গ দেয়—    তাদেরই বলে প্রকৃত বন্ধু।
03/07/2025

👉হাসির পেছনে যারা কান্না বোঝে,
নীরবতায় যারা সঙ্গ দেয়—
তাদেরই বলে প্রকৃত বন্ধু।

👉স্মৃতি হয়তো ফিকে হয়ে যাবে,     কিন্তু কিছু মুখ, কিছু কথা, কিছু মুহূর্ত—    চিরকাল থাকবে হৃদয়ের গহীনে আঁকা ছবি হয়ে। ...
03/07/2025

👉স্মৃতি হয়তো ফিকে হয়ে যাবে,
কিন্তু কিছু মুখ, কিছু কথা, কিছু মুহূর্ত—
চিরকাল থাকবে হৃদয়ের গহীনে আঁকা ছবি হয়ে।


👉সবকিছুই সময় চায়, ধৈর্য্যই তো মানুষ গড়ায়।👉শুভ রাত্রি বন্ধুরা ---
02/07/2025

👉সবকিছুই সময় চায়, ধৈর্য্যই তো মানুষ গড়ায়।
👉শুভ রাত্রি বন্ধুরা ---

👉ধৈর্য্য যার সাথী হয়,      জীবনের জয় সহজ হয়।👉শুভ সকাল বন্ধুরা -------
02/07/2025

👉ধৈর্য্য যার সাথী হয়,
জীবনের জয় সহজ হয়।
👉শুভ সকাল বন্ধুরা -------


👉‌চুপচাপ থেকো, কিছু বলো না,      সময় এলে সব মিলবে ঠিকানা।শুভ রাত্রি প্রিয় বন্ধুরা
01/07/2025

👉‌চুপচাপ থেকো, কিছু বলো না,
সময় এলে সব মিলবে ঠিকানা।
শুভ রাত্রি প্রিয় বন্ধুরা

👉বাঁশি বাজে না আর পিয়ারী তোর তরে,    পথ চেয়ে থাকি আমি দিনের পরে পরে।👉শুভ সকাল বন্ধুরা,------
01/07/2025

👉বাঁশি বাজে না আর পিয়ারী তোর তরে,
পথ চেয়ে থাকি আমি দিনের পরে পরে।
👉শুভ সকাল বন্ধুরা,------


👉টাকার ধার দেয়ার সময় সাথে একটা বাঁশ    দেয়া দরকার ছিলো।ভুল হয়েছে কাকু 🤔🤔🤔👉শুভ রাত্রি বন্ধুরা -----
30/06/2025

👉টাকার ধার দেয়ার সময় সাথে একটা বাঁশ
দেয়া দরকার ছিলো।ভুল হয়েছে কাকু 🤔🤔🤔
👉শুভ রাত্রি বন্ধুরা -----


👉আমার চোখে ছিল যারে ঘর,    সে চোখেই রাখলো না আর খবর।👉শুভ সকাল বন্ধুরা ----
30/06/2025

👉আমার চোখে ছিল যারে ঘর,
সে চোখেই রাখলো না আর খবর।
👉শুভ সকাল বন্ধুরা ----


👉ভুল করেছি চিনে নিতে,    স্বার্থপর হৃদয় ছিল যে নিজ মাটি পেতে।👉শুভ রাত্রি বন্ধুরা ----
29/06/2025

👉ভুল করেছি চিনে নিতে,
স্বার্থপর হৃদয় ছিল যে নিজ মাটি পেতে।
👉শুভ রাত্রি বন্ধুরা ----

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mugib 2.0 blog publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager