11/02/2025
বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের বেকুলতা, মনের আকুতি। আনমনা হয় সহজেই। বুকের ভেতরটা কেমন জানি ধ্বস করে ওঠে। যেমন করে প্রিয়জনের বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে যা হয় আরো বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়।
কিছু বিদায় চির জীবনের জন্য।
কি ছবি দেয় আবার ক্ষনিকের বিদায়।
দুটোই কমবেশি দুঃখজনক।
এক ঝাঁক নক্ষত্রের একদিন ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। আর আজ চোখের অন্তরালে অনেকে দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবে না।
নক্ষত্র পতন হয় আমরা জানি। যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো। আর এইরকম সকল নক্ষত্রকে আমরা আজ দূরে সরে যেতে দেখব। এটাই প্রকৃতির নিয়ম এক প্রস্থান নেবে তবেই নতুনের আগমন ঘটবে।
যাদেরকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুখ, বেদনার মাঝেও ভালো ছিলাম। তাদেরকে আজো দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে। তাদেরকে আমরা সেই ভাবে একই অঙ্গনে আর দেখবো না।
হয়তো কোন একদিন কোন চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে।বেশি কথা আর হবে না।ক্ষনিকের মুহূর্তে যা হয় সেটাই। হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব, তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষন্নতা আসবে এটাই সত্যি।
তবুও একটা কথা বলবো তোমরা যেখানেই থাকো ভালো থেকো।যেখানেই যাওনা কেন তোমাদের সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে-এ আমাদের দৃঢ় বিশ্বাস। তারা হয়ে সমস্ত আকাশকে জ্বলজ্বল করে জ্বালাবে, দীপ্তময় করে তুলবে পৃথিবীর আনাচ কানাচ।এই অবস্থা মনের গভীরে পোষণ করে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য ইতি টানছি।
সবাই ভালো থেকো।
Asad Mahfuz - اسعد محفوظ
Asad Ibna Mahfuz
Asad Mahfuz
#আসয়াদ_মাহফুজ
#আসাদ_মাহফুজ