Rasel official

Rasel official আসসালামুয়ালাইকুম,
আমি রাসেল, আমার খালি গলায় ইসলামী সংগীত এবং ইসলামীক ভিডিও দেখতে অবশ্যই লাইক ফলো করে রাখুন, জাযাকাল্লাহ।

08/06/2025

ডাব খাওয়ার জন্য ছাদে উঠে পড়লাম।

মাটির মাটি খাবে!
26/05/2025

মাটির মাটি খাবে!

25/05/2025
24/05/2025

বিলাসিতা জীবন নয়!
শুধু ভালো থাকা যাবে, এমন জীবন সঙ্গী হলেই আলহামদুলিল্লাহ।

তুমি চিন্তা করছো– তোমার জীবন; তুমি যেভাবে ইচ্ছা, সেভাবে হাসি-তামাশা করে কাঁটাবে। তবে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি– তোমার এই...
19/05/2025

তুমি চিন্তা করছো– তোমার জীবন; তুমি যেভাবে ইচ্ছা, সেভাবে হাসি-তামাশা করে কাঁটাবে। তবে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি– তোমার এই জীবনের প্রতিটি কর্মের, প্রতিটি সেকেন্ডের এবং প্রতিটি অর্থের হিসাব; তোমাকে মহান আল্লাহর নিকট দিতে হবে।

তুমি নিজেকে প্রশ্ন করো– সেদিন (হাশরের ময়দানে) তোমার কি হবে!

লেখা : মাহমুদুল হাছান

রসূলুল্লাহ ﷺ বলেছেন,যে ব্যক্তি আল্লাহ্‌তে ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে।— সহীহ্ বুখারী : ...
18/05/2025

রসূলুল্লাহ ﷺ বলেছেন,
যে ব্যক্তি আল্লাহ্‌তে ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে।

— সহীহ্ বুখারী : ৬৪৭৫

#বৈশাখ #ঝরে

বান্দা যখন তকদিরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুঃশ্চিন্তা, আর দূর্দশা দূর হয়ে যায়। — ই...
18/05/2025

বান্দা যখন তকদিরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুঃশ্চিন্তা, আর দূর্দশা দূর হয়ে যায়।

— ইমাম ইবনুল কাইয়্যুম (রহ.)
[সূত্র : মাদারিজুস সালিকীন, ২/১৬৪]

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :১. "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"( সূরা-নাবা, ৪০) ২. "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"( ...
16/05/2025

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :

১. "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"( সূরা-নাবা, ৪০)

২. "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"( সূরা- ফজর, ২৪)

৩. "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। "(সূরা-হাক্কাহ্, ২৫)

৪. "হায়! আমি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"(সূরা-ফুরকান, ২৮)

৫. "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল (স.) এর আনুগত্য করতাম।"(সূরা-আহযাব, ৬৬)

৬. "হায়! আমি যদি রাসূল (স.) এর সৎপথ অবলম্বন করতাম।"(সূরা-ফুরকান, ২৭)

৭. "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"(সূরা-আন নিসা, ৭৩)

৮. "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"( সূরা-কাহাফ, ৪২)

৯. "হায়! এমন যদি কোনো সুরত হতো -- আমাদের কে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারের শামিল।"(সূরা-আনআম, ২৭)

বরকত নামের একটি জিনিস আছে, যা আমরা প্রায়ই ভুলে যাই। বস্তুর মানই বিবেচ্য, পরিমাণ নয়। এমন অনেক লোককে আপনি দেখবেন, যারা হ...
14/05/2025

বরকত নামের একটি জিনিস আছে, যা আমরা প্রায়ই ভুলে যাই। বস্তুর মানই বিবেচ্য, পরিমাণ নয়। এমন অনেক লোককে আপনি দেখবেন, যারা হালাল-হারাম বিচার না করে দেদারসে অর্থ উপার্জন করে; তবুও তাদের অভাব ঘুচে না, তারা পরিতুষ্ট হয় না।

আবার এমন অনেক মানুষকেও আপনি দেখবেন, যারা হালাল খুঁজে বেড়ায় আর সামান্য উপার্জন দিয়েই সুন্দরভাবে দিনাতিপাত করে।

বই: নবীজির সাথে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

গ্রামের দৃশ্য

বরকত নামের একটি জিনিস আছে, যা আমরা প্রায়ই ভুলে যাই। বস্তুর মানই বিবেচ্য, পরিমাণ নয়। এমন অনেক লোককে আপনি দেখবেন, যারা হ...
12/05/2025

বরকত নামের একটি জিনিস আছে, যা আমরা প্রায়ই ভুলে যাই। বস্তুর মানই বিবেচ্য, পরিমাণ নয়। এমন অনেক লোককে আপনি দেখবেন, যারা হালাল-হারাম বিচার না করে দেদারসে অর্থ উপার্জন করে; তবুও তাদের অভাব ঘুচে না, তারা পরিতুষ্ট হয় না।

আবার এমন অনেক মানুষকেও আপনি দেখবেন, যারা হালাল খুঁজে বেড়ায় আর সামান্য উপার্জন দিয়েই সুন্দরভাবে দিনাতিপাত করে।

বই: নবীজির সাথে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

#বৈশাখ #ঝরে

আসসালামুয়ালাইকুম শুভ সকাল।মাঝে মাঝে শত চেষ্টা করেও এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারি না— মনে হয়, আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছ...
11/05/2025

আসসালামুয়ালাইকুম শুভ সকাল।

মাঝে মাঝে শত চেষ্টা করেও এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারি না— মনে হয়, আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছি। তবুও থেমে যাই না, কারণ জানি— বারবার ফিরে আসাই তওবার সৌন্দর্য, আর আল্লাহর রহমত কখনোই শেষ হয় না। এই পথটা কঠিন, কিন্তু রবের দিকে চলা— সবচেয়ে সুন্দর যাত্রা!

লেখা : মাহমুদুল হাছান

#শুভসকাল

11/05/2025

আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হলো

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Rasel official publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager