07/07/2025
"তুমি ছিলে পদ্মফুল"
সন্ধ্যা নামলেই নদীর পাড়ে বসে থাকতাম। ঠিক যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। নদীর জল যেমন ধীরে ধীরে বয়ে যায়, তেমনি করে বয়ে গেছে আমার সেইসব দিনগুলো, যেদিন তুমি ছিলে, পাশে ছিলে, হাসিতে ছিলে।
তোমার নাম ছিল পদ্মা। আর আমি ডেকে নিতাম "পদ্মফুল" বলে। তুমি বলতে, "তুমি কি জানো, আমি ফুল না, কাঁটা। খুব সহজে ছোঁয়া যায় না!" আর আমি হেসে বলতাম, "তোমাকে ছোঁয়ার ইচ্ছা নেই, শুধু পাশে বসে থাকতে চাই, চুপচাপ।" তুমি অবাক হয়ে বলেছিলে, "তাই নাকি?" আমি মুচকি হেসেছিলাম।
কিন্তু আমি জানতাম, এই চুপচাপ ভালোবাসার কোনো স্বীকৃতি নেই। তবু আমি প্রতিদিন আসতাম নদীর ধারে। তুমি আসতে মাঝেমাঝে, খুব ব্যস্ত ছিলে তুমি, পড়াশোনায়, জীবনে, ভবিষ্যতের চিন্তায়। আর আমি ব্যস্ত ছিলাম তোমার চোখে নিজের একটুখানি ছায়া খুঁজতে।
আমার ভালোবাসা ছিল একতরফা, নিরব, কিন্তু গভীর। তুমি হয়তো কখনো টের পাওনি। কিংবা পেয়েও না জানার ভান করেছিলে। কখনো তোমার মুখে শুনিনি — “আমিও তোমায় ভালোবাসি।” কিন্তু তবু জানি, কিছু অনুভব হয়েছিল তোমারও। কেননা বিদায়বেলার দিন তুমি বলেছিলে, “ভালো থেকো... যদি কখনো তোমার কথা মনে পড়ে, জানবে, কারো মনেও তুমি আছো।”
সেই কথাটা আজও বুকের মাঝে বাজে। তুমি এখন অনেক দূরে। একটা অন্য শহরে, অন্য জীবনে, হয়তো কারো হাত ধরে হেঁটে চলেছো। আমি এখনও এই নদীপাড়েই পড়ে আছি। প্রতিটি ঢেউয়ের সাথে খুঁজে ফিরি তোমার ছায়া।
তোমার অনুপস্থিতি আজ আমার জীবনের সবচেয়ে বড় উপস্থিতি। তুমি নেই, তবু তোমাকে ঘিরেই আমার সকাল, আমার রাত, আমার স্বপ্ন আর আমার সমস্ত কবিতা।
অনেকেই জিজ্ঞেস করে, “তুমি কেন এখনো একা?” আমি শুধু মুচকি হেসে বলি, “যাকে ভালোবেসেছি, সে তো পদ্মফুল ছিল। নদীর মাঝে ফুটে থাকা, ধরাছোঁয়ার বাইরের এক স্বপ্ন।”
আজ এতগুলো বছর পরেও আমি তোমাকে চিঠি লিখি, যদিও জানি, তুমি পড়বে না কখনো। তবু লেখার সময় মনে হয়, তুমি ঠিক পাশে বসে আছো, নদীর বাতাসে উড়ছে তোমার চুল, আর তুমি হেসে বলছো, “আবার লিখো, এই গল্পটা যেন কোনোদিন শেষ না হয়…”
শেষ নয়, কারণ ভালোবাসা যদি সত্য হয়, সে কোনোদিনও শেষ হয় না।
🌿,, এরকম গল্প আরো পড়তে চাইলে ফলো দিয়ে পাশে থাকুন।