Possible express

Possible express Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Possible express, Création digitale, Democratic Republic of the.

2025
"Challenging year for Business"
Need extra hard work Positively by loyalty
if u lead and making money(হালাল) with survive
Just stay,share, join
Possible Express-"made u,make us.for u,for us"
[এই প্রজেক্ট বিক্রয়যোগ্য নয়] ownership apply*Fast

06/06/2025

ইনশাআল্লাহ
কেন্দ্রীয় এবং রাষ্ট্রীয় তত্ত্বাবধানে।
Arif Munna Hi5 management
ঈদ মোবারক

19/05/2025

ব্যবসা করবেন?
কি ব্যবসা?
যেই ব্যবসাই করেন উৎপাদন ব্যবসা ছাড়া কইরেন না।।
অন্যরা করুক,অন্তত আপনি করিয়েন না।। আর যেটা ভালো জানবেন, সেটাই করবেন।।
যেটা ভালো সেটার প্রতি গরুত্ব দিতে দিতে এমন লেভেল এ নিয়ে জান, যেনো এটার জন্যই ইতিহাস তৈরি হয়।।
দেখবেন অনেক ঝালমুড়ি বিক্রেতা তাদের কিছু সিক্রেট পলিসি এর জন্য বিখ্যাত হয়ে থাকে।। সে শুধু ঝালমুড়ি ই বিক্রি করে।
তাদের ইতিহাস টা ঘেটে দেখবেন।। এমন কিছু আছে। যা উনি ছাড়া অন্য কথাও নেই।।
ব্যবসার মূল লক্ষ্য টা কি?
লক্ষ্য যেমন থাকবে পাবেন আপনি তেমই।।নীতি টা আসল।।
তাই ভালো কিছু দেয়ার জন্য করতে থাকো।। কিছু না কিছু পাবেই।।

19/05/2025

।।১টা পান্ডা,১০টা সান্ডা।।কফিল ঠান্ডা।।
কনসেপ্ট,স্টোরি,কনটেন্ট, প্রজেক্ট,প্ল্যান প্রোফাইল।
প্রচারণা জন্য একটা মাইকিং করলেও এর পিছনে কয়েটা বিষয় থাকে।
তবে বর্তমান বিজিনেস ডেভেলপমেন্ট এর জন্য দেখা যায় সব গুলোই গুরুত্ব পূর্ণ।
বিজিনেস মার্কেটিং এর কন্টেন বেইজ করলে সেটা জনপ্রিয়তা পায়।।
এখন কন্টেন টা বানায় কে?
সবাই বানায়।। এখন Ai সেটা করে।
Possible Express এর Eco-Zone এর জন্যই কাজ চলছে।।বাংলাদেশ একটি KGF মনে করে মাইনিং শুরু করুন অথবা প্রস্তুতি নিন।।
বাংলাদেশে অর্থনীতি অবস্থা পরিবর্তন হবে। ইনশাআল্লাহ
" আমি করতে না পারলেও আপনি করতে পারবেন।। "

26/03/2025

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উপর ভিত্তি করে Possible Express এর প্রজেক্ট ।
আগামী সময়গুলোতে নিরাপদে থাকতে possible Express গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই প্রজেক্টের জন্য ৫ টি প্রোডাকশন কোম্পানি প্রয়োজন।অথবা ইনভেস্টর।
যা Hi5 system developer দ্বারা পরিচালিত হবে।
Email: [email protected]
Whatsapp: 01890-241313

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উপর ভিত্তি করে Possible Express এর প্রজেক্ট ।আগামী সময়গুলোতে নিরাপদে থাকতে possible Expres...
26/03/2025

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উপর ভিত্তি করে Possible Express এর প্রজেক্ট ।
আগামী সময়গুলোতে নিরাপদে থাকতে possible Express গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই প্রজেক্টের জন্য ৫ টি প্রোডাকশন কোম্পানি প্রয়োজন।অথবা ইনভেস্টর।
যা Hi5 system developer দ্বারা পরিচালিত হবে।
Email: [email protected]
Whatsapp: 01890241313

Marcketing contentBranding concept* বর্তমান পরিস্থিতি অনুযায়ী সহযোগী পার্টনার হিসেবে যুক্ত করে Marketing করতে হবে। বর্তম...
25/03/2025

Marcketing content

Branding concept

* বর্তমান পরিস্থিতি অনুযায়ী সহযোগী পার্টনার হিসেবে যুক্ত করে Marketing করতে হবে। বর্তমানে সেবার মান আরও বাড়াতে হবে। মূল্য বৃদ্ধি না করে গ্রাহকদের চাহিদা মত প্যকেজ সাজাতে হবে। গ্রাহক এর প্রয়োজন অনুযায়ী যেন পন্য অথবা সেবা নিতে পারে পছন্দমত। অতিরিক্ত চার্জ ছাড়া বা সুদ ছাড়া গ্রাহকদের short time এর সার্ভিস প্রদান এর মত কিছু করা যেতে পারে। ব্যবসার নতুন পলিসি আনতে হবে। সচেতনতামূলক কিছু পদক্ষেপ গ্রহন করতে হবে।

Example

খাদ্যঃ সঠিক দাম রাখতে হবে এবং মূল্য বৃদ্ধি হলে প্রকদের পূর্ব থেকেই সতকর্তা করতে হবে এবং সংশ্লিষ্ট স্থানে অভিযোগ দিতে হবে। প্রত্যেক কোম্পানি প্রতি ** পণ্যের মধ্যে ১টি পণ্য ফ্রি হিসেবে অর্থ কিংবা কোন এক অসহায় পরিবার এর দায়িত্ব নিবে। দরিদ্র পরিবার এর দায়ভার গ্রহন করা যেতে পারে। যারা অর্থের অভাবে ভাল কিছু খেতে পারে না। তাদের চাহিদা অনুযায়ী খাবার পৌঁছে দিতে পারেন।।আগে কোম্পানির ইচ্ছা মত সহযোগিতা করেছেন।এখন ভোক্তার প্রয়োজন অনুযায়ী পাশে থাকতে পারেন।

*বস্র: শোরুম গুলো উদ্যেগ নিতে পারে যে কোন
উপলক্ষ টার্গেট করে বিশেষ কিছু বস্ত্রের সাথে ছোট কিছু উপহার সরূপ বস্ত্র যা অসহায় অথবা কোন নিম্ন কর্মজীবি দের দিতে পারে। যেমন: এই ঈদে ৫০০০ টাকার একবারে শপিং করলে থাকছে প্রতিবেশী ভাই এর জন্য শার্ট/পাঞ্জাবি (বাজেট অনুযায়ী) আর এই Marketing সুন্দর ও দীর্ঘ ফল পাবার জন্য Campaign project করতে হবে। তাতে Branding এর কাজ হবে।

* বাসস্থানঃ গ্রাহকদের ঘর এর জন্য কিছু সুবিধা দিতে পারে। যেমনঃ ইট ব্যবসায়িরা সিমেন্ট দিতে পারে, রড কম্পানি গ্রাহকদের বাড়িতে সরাসরি পৌঁছে দিবে এবং campaign করতে পারে যে গ্রাহকদের ক্রয়কৃত অর্থ হতে একটা অংশ Fund করে কোস এক উন্নয়ন মূলক কাজে ব্যবহৃত হতে। যেখানে গ্রাহকের নাম উল্লেখ থাকবে কিংবা অংশীদার থাকবে।

* চিকিৎসাঃ এই যো গুলো হবে আরও আন্তরিক ও বিশ্বস্থ এবং খুব দ্রুত। Home service. হাসপাতাল ও ক্লিনিক গোলো গ্রাহকদের সময় কে গুরুত্ব বেশি দিবে।সেজন্য আলাদা সেক্টর করে দিতে পারে।।service boy এবং গ্রাহকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারে।নিজস্ব যাতায়াত ব্যবস্থা থাকলে।কেনোনা বর্তমান পরিস্থিতি উপর ভিত্তি করে।মানুষ চিকিৎসার বেশি নিরাপত্তাহীনতায় থাকে।

* শিক্ষাঃ ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা মূলক কিছু করতে হবে।।শিক্ষকরা "স্টুডেন্ট হোম ভিজিট" সার্ভিস চালু করতে পারে।"ট্রান্সপোর্ট সার্ভিস" যা বিশেষ নিরাপত্তা প্রদান করবে।।এমন কিছু ইউনিক সেবা চালু করতে পারে।।যাতে স্টুডেন্ট এর পরিবার নিশ্চিন্তে থাকতে পারে।

•Marketing এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে Branding কেনোনা মানুষ এখন Brand এর প্রতি গুরুত্ব বেশি প্রদান করে।আর গ্রাহকের চাহিদা থাকে সর্বোত্তম সেবা ও পণ্য।

T-shirt 👕 design
23/02/2025

T-shirt 👕 design

যে যেই ব্যবসা করেন।আজ আপনারা আপনার ক্রেতাদের সন্তুষ্টির স্বার্থে ছোটখাটো মার্কেটিং হিসেবে চিরকুট wish করতে পারেন।Hi5 mar...
14/02/2025

যে যেই ব্যবসা করেন।আজ আপনারা আপনার ক্রেতাদের সন্তুষ্টির স্বার্থে ছোটখাটো মার্কেটিং হিসেবে চিরকুট wish করতে পারেন।
Hi5 marketing strategy

Marketing content sale for a month.Next প্ৰধামন্ত্ৰীত্ব "আমি।"আপোনি ও হতে বুলন "আমি"Hav a content fun..Amr Jodi vul na h...
10/02/2025

Marketing content sale for a month.
Next প্ৰধামন্ত্ৰীত্ব "আমি।"আপোনি ও হতে বুলন "আমি"
Hav a content fun..
Amr Jodi vul na hoy.aj o prodhan montri tmi,Kal o tmi e thakba.
Amr ki?taile?
Dak-teli-montri paicho?
Setao bolo na.
D. sir...nahid kaj kore na..Khali jhimay...biya koia den.

Content development
for restaurant.
Btw next. By 👑 King project
সেই স্বাদ" -Hi5 brand
Possible express
সহজ সুন্দৰ সমাধান
Next২.০
*********আ.পার...জন.******অৰ অৰ্ডাৰ দিল না।

এৰপৰ Now made next 3.0 level er marketing plan ...,

(coming soon 👑 King Khan -Hi5 )

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Possible express publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager