18/10/2025                                                                            
                                    
                                                                            
                                            যে শহরে তার পাঁচ তলা বাড়ি ছিলো সেই শহরের আজ সে ভিক্ষা করে।অবাক লাগতেছে শোনতে তাহলে শোনুন? ভিড়িওতে যে দুজনকে দেখতেছেন তারা দুজনে সর্ম্পকে কি লাগে আইডিয়া করেন তো?আইডিয়া কেনো করতে বললাম জানেন? কারন আমিও আপনার মতো ভেবে ছিলাম যে তারা !স্বামী-স্ত্রী। আসলে তারা জামাই-বউ না।তারা হলো ভাইবোন। কি অবাক লাগতেছে না? আমি জেনে জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। যে বয়সে দুজনের সংসার থাকার কথা দুজনের অনেকগুলা ছেলে মেয়ে থাকার কথা। সেই বয়সে তারা দুই ভাই বোন ভিক্ষা করে। আমার মানুষ সম্পর্কে জানার কৌতূহল বেশি, তাই একটু অন্যরকম /ভিন্ন টাইপ মানুষ দেখলে আমি তাদের সম্পর্কে জানতে চাই।বয়স্ক মুরুব্বি চাচাটি অন্ধ।তিনি আগে চোখে দেখতো কিন্তু এখন আর চোখে দেখে না।ভালোবেসে বিয়ে করেছিল ২৩ বছর বয়সে এক ২৫ বছরের মেয়েকে। তার বিয়ের কিছুদিন পর, তার বোনকে পারিবারিক ভাবে বিয়ে দিয়ে দেয়।মোটামুটি অনেক সম্পদ ছিলো তাদের, তাই ভালোবেসে ২ বছরের সিনিয়রকে কে বিয়ে করে তালিব চাচা।বউ কে এত্তো বেশি ভালোবাসতো যে তার সব সম্পদ বউ এর নামে লিখে দেয়। অপর দিকে তারা বাবা কোনো ভেজাল চাইনা বলে তার বোনের সম্পদ তার বোনকে বুঝিয়ে দেয়।বোনও তার জামাইকে(স্বামীকে) অনেক ভালোবাসতো ফলে তার সম্পদ তার স্বামীকে লিখে দেয়।তার পর তার স্বামীর সাথে তার ভাই এর বউ পরকিয়া করে বিয়ে করে ফেলে।এসব খবর শোনে তার বাবা স্টোক করে মৃত্যুবরণ করে। এর পর তারা কিছুদিন লোকায়ে থাকার পরে আইনি প্রক্রিয়ায় তাদের সম্পদ তারা দখল করে নেই।আর এসব চিন্তা করেই মুরুব্বি চাচাটি অন্ধ হয়ে যায়।অনেক চিকিৎসা করেও আর ভালো হয়নাই। এখন দুই হতোভাগা ভাই বোন ভিক্ষা করে খাই।