27/06/2025
রথযাত্রার ইতিহাস ও সূচনা:
জগন্নাথদেবের রথযাত্রা বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহৎ ধর্মীয় উৎসব। মূলত এই উৎসবের সূচনা হয় ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে, যেখানে শ্রীজগন্নাথ মন্দির অবস্থিত।
---
🛕 রথযাত্রার সূচনা কিভাবে হল?
📜 পুরাণ অনুসারে
রথযাত্রার উৎপত্তির মূলে রয়েছে একটি পৌরাণিক কাহিনি। বলা হয়, শ্রীকৃষ্ণ তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে দ্বারকাপুরী থেকে কুরুবংশের সঙ্গে সাক্ষাৎ করতে হস্তিনাপুর যাচ্ছিলেন। সেই সময় তাঁরা রথে চড়ে যান। এই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর রথযাত্রার আয়োজন করা হয়।
📜 শ্রীমন্দির ও ইতিহাস
বর্তমান রথযাত্রার রীতি শুরু হয় ১২ম শতকে গঙ্গাবংশীয় রাজা অনঙ্গভীমা দেব-এর সময়ে। তখন থেকেই প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়।
---
🚩 পুরীতে রথযাত্রা কীভাবে হয়?
1. তিনটি আলাদা রথ তৈরি হয়:
জগন্নাথের রথ – নাম নন্দীঘোষ
বলরামের রথ – নাম তলধ্বজ
সুভদ্রার রথ – নাম দার্পদলন
2. রথ টানা:
লক্ষ লক্ষ ভক্ত রশি ধরে রথ টানেন। একে পুণ্যকর্ম হিসেবে ধরা হয়।
3. গুন্ডিচা মন্দির যাত্রা:
তিন ভাই-বোন রথে চড়ে শ্রীমন্দির থেকে ২.৫ কিমি দূরের গুন্ডিচা মন্দিরে যান, যেখানে তাঁরা সাতদিন থাকেন। এরপর আবার উল্টো রথযাত্রায় ফিরে আসেন।
---
🌟 বিশেষ তাৎপর্য:
এই যাত্রা ঈশ্বরের মানুষের মধ্যে আগমন বোঝায়।
কোনো জাত, ধর্ম বা বর্ণভেদ নেই—সবাই একসাথে টানে রথ।
রথের দড়ি টানলে পাপ মোচন হয়—