Anjel Ritu আল্লাহ যা কিছু কেড়ে নেন তা আবার দ্বিগুণ করে ফেরত দেন ,, আলহামদুলিল্লাহ,,
🤲❤️🤲 ইনশাআল্লাহ 🤲❤️🤲

28/04/2025

আপনি কত টাকার পোষাক পরেছেন সেটা ম্যাটার করেনা, পোশাক আপনাকে কতটুকু নিরাপত্তা দিচ্ছে এটা নিশ্চিত করুন ❤️

25/04/2025

হিংসা জিনিসটা পুরুষদের চেয়ে নারীদের মধ্যে বেশি।

25/04/2025

মানুষের মধ্যে সেই ব্যাক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর।🤍

মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না। হোঁচট খায় ছোট ছোট নুড়ি পাথরে, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট-পাথরের টুকরোতে। পাহাড়ের মত...
25/04/2025

মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না। হোঁচট খায় ছোট ছোট নুড়ি পাথরে, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট-পাথরের টুকরোতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু সেই সামান্য, অবহেলিত কিছুর জন্যই পড়ে যাই। জীবনের মতোই, সম্পর্কের পথও এমনই।
একটি সম্পর্ক – সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক – কখনোই বড় কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না – বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।
আমরা অনেক সময় ভাবি, “এতো ছোট একটা বিষয়, ও এতোটাই রাগ করলো কেন?” কিন্তু এই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু কথা বলা, একটুখানি সময় চেয়েছিল। হয়তো আপনার একটাই বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে।
তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার।
সময়মতো একটি মেসেজ,
ক্লান্ত দিনে এক কাপ চা,
কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি,
কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা —
এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে।
সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, কথায় গুরুত্ব দেওয়া, অনুভূতির প্রতি স্পর্শকাতরতা — এগুলিই একটি সম্পর্কের মেরুদণ্ড।
শেষ কথায় বলা যায়, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট খুঁটিনাটিতেই।

01/04/2025

ছেলেরা ততক্ষণ লয়াল যতক্ষণ না আপনি তার মোবাইল চেক করতেছেন🙂

27/03/2025

শবে কদর ভাগ্য পরিবর্তনের উত্তম সুযোগ!

ইয়া আল্লাহ আজ এই পবিত্র রাতের অছিলায় জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিও!🤲

27/03/2025

কদরের রাতে যে দোয়ার সর্বোচ্চ গুরুত্ব ও ফজিলত রয়েছে, সেটি হলো-

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ: 'আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী'

অর্থ: 'হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করাটা আপনার পছন্দ। অতএব আমাকে ক্ষমা করে দিন।

19/03/2025

আমরা ঈদের শপিং নিয়ে ব্যাস্ত, আর তারা একের পর এক স্বজন হারাচ্ছে। আহারে জীবন!🥲💔
প্রতারণা!
এই জালিমদের কি কোনই বিচার হবে না নিরীহ শিশুকে ও ছাড় দেয়নি যারা,,
😭😢 এসব দৃশ্য দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারছি না😢😭😭,,, যারা এরকম বর্বরতা করছে তাদের কি একটুও ভয় লাগে না,,
হে আল্লাহ আপনি কোথায় আপনি সাত আসমান থেকে নেমে এসে ওদেরকে ধ্বংস করে দেখিয়ে দিন

আমরা প্রতিটা মুসলিমরা জালিমদের বিরুদ্ধে মহান আল্লাহ তায়ালার দরবারে বিচার চাই,,,🤲

ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান! অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন✊

15/03/2025

পুরুষ মানুষ যতই সুন্দর হোক, যতই handsome হোক, যতই rich হোক, যতই bussines ম্যা"গনেট হোক না কেনো..

পুরুষ মানুষ যদি যত্নশীল না হয়, পুরুষ মানুষ যদি caring, loving person না হয়, তার পার্টনারকে যদি সময় না দেয় তাহলে তার কাছে কখনোই কোনো নারী আটকাবে না! শুধুমাত্র সৌন্দর্যের খাতিরে আর টাকা পয়সার বিনিময় কেউ কখনো ভালোবাসায় আবদ্ধ হতে পারে না।❤️

15/03/2025

প্রিয়জনের বিশ্বাসঘাতকতা তোমাকে কূপে ফেলতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমাকে সিংহাসনে বসাতে পারে।"
ইউসুফ (আ:) তার প্রমাণ।

19/01/2025

বিবাহিত মেয়েদের কে বলছি বোন
তোরা তোদের জামাইয়ের দিকে খেয়াল রাখিস
এখন কার কিছু বেডা মানুষ
ঘরে বউ রেখে গোপনে বিয়ে ও পরকিয়া
আসক্ত হয়ে যাচ্ছে ,😌

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Anjel Ritu publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager