
21/07/2025
আজকের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ মানুষ অকালে প্রাণ হারিয়েছেন—যা আমাদের জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রতিটি প্রাণের অকালবিলুপ্তি আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। যারা আজ আর আমাদের মাঝে নেই, তারা ছিলেন কারো সন্তান, কারো পিতা-মাতা, স্বামী-স্ত্রী, কিংবা বন্ধু। তাঁদের এই হঠাৎ বিদায়ে আমরা শোকাভিভূত ও বাকরুদ্ধ।
আমরা তথাগত গৌতম বুদ্ধের শরণে প্রার্থনা করি—যেন নিহত সকল প্রাণ শান্তিতে অবস্থান করেন, পুনর্জন্মে শুভ গতি লাভ করেন এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন। শোকসন্তপ্ত পরিবার যেন ধৈর্য ও মানসিক শক্তি ফিরে পায়—এই কামনাই করি।