MD JAKIR Al BAKI

MD JAKIR Al BAKI _____আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ_____
°°°°°°°°°°❤️🤍❤️🤍❤️🤍❤️🤍❤️°°°°°°°°°°°

🔹 শোকবার্তা 🔹আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে আজ ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে একটি মর্মান্তিক দুর্ঘটনা সং...
21/07/2025

🔹 শোকবার্তা 🔹
আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে আজ ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে একটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, আমরা তাঁদের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহানুভূতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই কঠিন সময়ে সকলের জন্য প্রার্থনা করছি।

এমন দুর্বিষহ দুর্ঘটনা যেন আর কখনও না ঘটে, সেই প্রার্থনাই করি মহান সৃষ্টিকর্তার কাছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।

শ্রদ্ধা ও প্রার্থনায়

উৎকৃষ্ট খবর
21/07/2025

উৎকৃষ্ট খবর

িভি িভি🔴LIVE: সরকার পতনে উত্তাল সারা বাংলাদেশ | BNP | Dr Yunus | 20 July Bangla Update News Today L...

19/07/2025

অপেক্ষায় রইলাম, একদিন আল্লাহ আমাকেও সাফল্যের দুয়ারে পৌঁছে দিবেন__ ইনশাল্লাহ,,।

12/07/2025

বিবেক যেখানে স্বার্থপর নীতিকথা সেখানে হাস্যকর__।

মসজিদের ভেতর ইমামকে যিনি কুঁ*পি*য়েছেন তাঁর জবানবন্দি শুনলাম। মূলত নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে ইমাম সাহেব পিয়ন...
12/07/2025

মসজিদের ভেতর ইমামকে যিনি কুঁ*পি*য়েছেন তাঁর জবানবন্দি শুনলাম। মূলত নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে ইমাম সাহেব পিয়ন বলে অপমান কারণে এই কাজ করেছেন।
ইমাম সাহেব বলেছেন— নবিজি হলেন পিয়ন। পিয়নের কাছে দরখাস্ত করলে দুআ কবুল হয় না। তাই নবিজির কাছে দুআ করা যাবে না৷ ইমাম সাহেব মিলাদকেও অবজ্ঞা করেন৷ তাই নবি প্রেমিক মুহাম্মদ বিলাল হোসেন শাতিমকে শাস্তি দিয়েছেন।
ভালো বিষয় কি জানেন? আমার দেখা অন্যতম সাহসী পুরুষ বিলাল হোসেন৷ যিনি দয়াল নবির উপর অপমান সহ্য করতে পারেননি। তিনি তাঁর আইনি ভুল স্বীকারও করেছেন৷ একদম সরল উক্তিতে। শাস্তি মাথা পেতে রাজি। আল্লাহু আকবার।
বাংলাদেশের আইনে তার বিচার হতে পারে। কিন্তু আল্লাহর আইনে মাকবুল হয়ে গেছেন। দয়াল নবির সাথে আল্লাহ তাকে জান্নাতে কবুল করুন। আশেকে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জয় হোক।
TopFans

10/07/2025

নারী এমন একটা জিনিস সে বলবে কখনো তোমাকে ছেড়ে যাব না, কিন্তু সে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, ছেড়ে যেতে তুমি বাদ্য হবে,
So_She i's Very Dangerous..

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MD JAKIR Al BAKI publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager