NURE TV Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de NURE TV, Chaîne de télévision, Democratic Republic of the.

09/05/2025
15/04/2025

আবারও গা/যার পক্ষে জেগে উঠবে সোহরাওয়ার্দী উদ্যান। ফি*লিস্তি*নের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করতে ২৬ তারিখ সকালে ম্যাস গ্যাদারিং ফর প্যা/লেস্টা/ইনে দলমত নির্বিশেষে সকলে অংশ নিন।

🥰অভাব কাকে বলে?অর্থনীতির ক্লাসে বয়সে প্রবীণ একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা এক ছেলেকে প্রশ্ন করলেন,বলো তো, অভাব কাকে বলে...
15/04/2025

🥰অভাব কাকে বলে?
অর্থনীতির ক্লাসে বয়সে প্রবীণ একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা এক ছেলেকে প্রশ্ন করলেন,বলো তো, অভাব কাকে বলে?"
ছেলেটি উত্তর দিলো,"অর্থনীতিতে, বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই 'অভাব' বলা হয়।"

স্যার বললেন,"এটা তো বইয়ের সংজ্ঞা।
আমি জানতে চাই, সাধারণভাবে ‘অভাব’ বলতে তুমি ঠিক কী বোঝো?"

ছেলেটি চুপ করে মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল। সে যেন নিজের ভেতরে ডুব দিয়েছে।
স্যার আবার বললেন,"বলো..."

ছেলেটি এবার ধীরে ধীরে বলতে শুরু করলো:
১। আমি যখন কলেজে আসার জন্য প্রস্তুত হই, মা তখন তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০-৩০ টাকা বের করে দেন ভাড়ার জন্য।
আমি ৫-৭ মিনিট পরে ফিরে এসে সেই টাকাটা মাকে ফিরিয়ে দিয়ে বলি,মা, আজ কলেজে ক্লাস হবে না।”
মা তখন বলেন,“আগে খোঁজ না নিয়ে বের হয়েছ কেন?”
মায়ের সঙ্গে এই লুকোচুরিটাই আমার কাছে ‘অভাব’।

২। বাবা যখন রাতে অনেক দেরিতে বাসায় ফেরেন, মা জিজ্ঞেস করেন,এত দেরি হলো কেন?”
বাবা বলেন,“ওভারটাইম করছিলাম। না করলে সংসার চলবে কেমন করে?”বাবার এই অতিরিক্ত পরিশ্রমই আমার কাছে ‘অভাব’।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা চাইতে গিয়ে সংকোচ বোধ করে, বারবার থেমে যায়।
এই সংকোচটাই আমার কাছে ‘অভাব’।

৪। মা যখন পুরোনো ছেঁড়া কাপড়ে সেলাই করে বলেন, এই কাপড়টা এখনো ভালো আছে, আরও কিছুদিন পরা যাবে।”
এই 'চেষ্টা করে টিকে থাকা'টাই আমার কাছে 'অভাব'।

৫। মাস শেষে আমার টিউশনির সব টাকা মায়ের হাতে দিয়ে বলি,“মা, এটা দিয়ে সংসারের খরচ চালাও।”
মা তখন একটা হালকা স্বস্তির হাসি দেন।
এই হাসিটাই আমার কাছে ‘অভাব’।

৬। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের সস্তা ফোনটা লজ্জায় লুকিয়ে রাখি।
এই লজ্জাটাই আমার কাছে ‘অভাব’।

৭। অভাবী বলেই হয়তো অনেক আপন মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়।
এই দূরে সরে যাওয়া... সেটাই আমার কাছে সবচেয়ে বড় ‘অভাব’।

ছেলেটির কথাগুলো শুনে পুরো ক্লাস স্তব্ধ।
অনেকের চোখ ভিজে গেছে।
স্যার নিজেও চোখের পানি মুছছেন।
তিনি ধীরে ধীরে ছেলেটিকে কাছে টেনে নিয়ে বললেন,
আজ আমি অভাবের আসল মানে বুঝলাম।

14/04/2025

কুকিল কন্ঠে খুৎবা না শুনলে মিস করবেন।

তরুণ ইসলামি বক্তা শায়ের মাওলানা
মুহাম্মদ ইসমাইল হোসাইন আল কাদেরি চট্রগ্রাম

সমালোচনা করতে যোগ্যতা লাগে না,সমালোচিত হতে যোগ্যতা লাগে।   ,,,,,,,,,, শুভ রাত্রি,,,,,,,,,
13/04/2025

সমালোচনা করতে যোগ্যতা লাগে না,
সমালোচিত হতে যোগ্যতা লাগে।
,,,,,,,,,, শুভ রাত্রি,,,,,,,,,

May you be destroyed, tyrant
10/04/2025

May you be destroyed, tyrant

27/03/2025

মাঝার জিয়ারতের গুরুত্ব ও হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ) এর মাঝার জিয়ারতে যাওয়ার পূর্বে প্রিয় উস্তাদ,
মাওলানা আব্দুল হালিম বোরহান সাহেবের কিছু নছিহত।

04/02/2025

#আমি_লিখবো_চিঠি_দিবো_তোমায়,,,

পরিবেশনায়: শায়ের মুহাম্মদ জাবেল বিল্লাহ।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque NURE TV publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager