29/10/2025
অফিস ছুটির ঘণ্টা বাজে, ভীড়ে ভরে পথ,
হঠাৎ আকাশ মেঘে ঢাকে, নামে বৃষ্টির রথ।
ছাতা নেই, তবু হাসি মুখে সবাই দৌড়ায় যায়,
ভেজা হাওয়ায় মিশে যায় সুখের অজানায়।
বৃষ্টির ফোঁটায় শহর আজ গান গায় নীরব সুরে,
চেনা মুখগুলো হারায় যায় কুয়াশার এক নূরেতে।
বাসের ভিড়ে, কাঁধে কাঁধে অপরিচিত হাত,
বৃষ্টি যেন মিলিয়ে দেয় অচেনা সব রাত।
ভেজা রাস্তায় আলোর ছটা, কাদায় ফোটে ফুল,
এই হঠাৎ বৃষ্টির মুহূর্তে মন হয় ব্যাকুল।
অফিস শেষে এই বৃষ্টি — ক্লান্ত জীবনের ছোঁয়া,
ভেজা হৃদয় ফিসফিস করে, “আজকে তুই শুধু হোয়া।” 🌦️