Ahlus Sunnah Wal Jama'ah Satbaria Union

Ahlus Sunnah Wal Jama'ah
Satbaria Union
Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Ahlus Sunnah Wal Jama'ah
Satbaria Union
, Création digitale, Democratic Republic of the.

"Ahlus Sunnah Wal Jama'ah"
Satbaria Union-এর সঠিক আকিদা ও ইসলামের শিক্ষা প্রচারের জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম। আমরা কুরআন, সুন্নাহ এবং ইসলামী ঐতিহ্যের আলোকে সমাজে ন্যায় ও সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করি।

ও ভাইরে ভাই 😁
29/04/2025

ও ভাইরে ভাই 😁

29/04/2025

গাজীপুরে সাবেক সেনানেতা শহীদ রঈস উদ্দীন হুজুরকে মব জাস্টিসের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

একইসাথে চিহ্নিত একটি মহল অসাধারণ প্রতিভাবান দুই সুন্নি আলেমেদ্বীন —
অধ্যক্ষ আহমদ রেজা নক্সবন্দীকে সাতকানিয়ার রসুলাবাদে এবং
অধ্যক্ষ আব্দুল গফুর রেজভীকে চন্দনাইশের জাফরাবাদ মাদরাসায় যেতে বাধা ও মানসিক নির্যাতনের শিকার করেছেন।

গতকালের বিশাল সুন্নি সমাবেশে এসব অন্যায়ের প্রতিবাদে শক্ত ভাষায় কথা বলেন আহলে সুন্নাতের নির্বাহী সদস্য মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী (হাফি.)

আপনিও প্রতিবাদ করুন — মব জাস্টিসের নামে সুন্নি আলেমদের উপর এ বর্বর জুলুম আর চলতে দেওয়া যাবে না!

্যার_বিচার_চাই
#সুন্নি_আলেমদের_নিরাপত্তা_চাই
াস্টিস_বিরোধী_প্রতিরোধ

29/04/2025

প্রশাসনকে ২৪ ঘন্টা সময় দিলেন আব্দুল মোস্তফা রহিম আজহারী। 🥰

28/04/2025

শহীদ রইস উদ্দিনের রক্তের বদলা নিতে হবে ইনশাআল্লাহ।

এই চারজন খুনী এদেরকে ধরিয়ে দিন
28/04/2025

এই চারজন খুনী এদেরকে ধরিয়ে দিন

ওস্তাদ ডানে চাপান বামে (W) ওয়াহাবী... 😆
22/04/2025

ওস্তাদ ডানে চাপান বামে (W) ওয়াহাবী... 😆

15/01/2025

📢 বিশেষ ঘোষণা 📢
"তাফসীরুল কোরআন মাহফিল" একটি পবিত্র মঞ্চ, যেখানে আল্লাহর কালাম ও নবীজির (সা.) সুন্নাহর আলোকে মানুষকে হিদায়াতের পথে আহ্বান করা হয়।

তবে দুঃখজনকভাবে, কিছু স্থানে এই মহান মঞ্চকে রাজনৈতিক বক্তব্য প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে আলোচনায় উঠে এসেছে সাইফুল আজম বাবর আজহারির বক্তব্য।

আমাদের আহ্বান:
🕌 তাফসীরের মঞ্চ যেন কেবল আল্লাহর বাণী প্রচারের জন্য ব্যবহৃত হয়।
🤲 দ্বীনের পবিত্রতা রক্ষা করতে আমরা সবাই সচেষ্ট হই।
🤝 আলেম ও ওলামায়ে কেরাম দ্বীন প্রচারের পাশাপাশি জাতিকে ঐক্যের বার্তা দিন।

আসুন, আল্লাহর এই পবিত্র মঞ্চকে রাজনৈতিক ও দুনিয়াবি স্বার্থ থেকে মুক্ত রাখি।
"তোমরা আল্লাহর কালাম তেলাওয়াত করো এবং তা অনুযায়ী জীবন গড়ে তোল।" (সূরা বাকারা: ১২১)

#তাফসীর_মঞ্চের_পবিত্রতা
#দ্বীনের_আলো
#ইসলামিক_একতা

06/01/2025
05/01/2025

#মিজানুর_রহমান_আজহারী_একজন_Cowboy?

প্রিয় নবী মুহাম্মদ ﷺ-কে "Cowboy" বলা কি ঈমানদার মুসলমানের কাজ? এই শব্দের অর্থ "গরুর ছেলে" বা "গরু রাখাল ছেলে," যা স্পষ্টতই প্রিয় নবীজির ﷺ শানে অসম্মান।

আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন এমন শব্দ ব্যবহারে, যার দ্বারা নবীজির ﷺ শানে কোনো প্রকার অবমাননার সম্ভাবনা থাকে। সূরা বাকারা (১০৪) এর আয়াতে বলা হয়েছে:

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ

বাংলা অর্থ:
"হে ঈমানদারগণ! তোমরা (নবীকে উদ্দেশ্য করে) 'রاعেনা' বলো না, বরং 'উনজুরনা' বলো এবং (তার কথা) মনোযোগ দিয়ে শোনো। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"
(সূরা বাকারা: ১০৪)

আয়াতের ব্যাখ্যা:

"রاعنا" শব্দটি আরবিতে "আমাদের প্রতি দয়া করুন" অর্থে ব্যবহৃত হয়, তবে ইহুদিরা এটি ব্যঙ্গার্থে ব্যবহার করত। তাই আল্লাহ এই শব্দ ব্যবহার নিষিদ্ধ করে নবীজির ﷺ প্রতি সম্মানের শিক্ষা দিয়েছেন।

এই আয়াতের শিক্ষা:

1. নবীজির ﷺ শানের প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রাখা ঈমানের অংশ।
2. এমন শব্দ ব্যবহার করা নিষিদ্ধ, যার দ্বারা নবীজির ﷺ প্রতি বিন্দুমাত্র অসম্মান প্রকাশ পায়।

3. কোনো শব্দের ভালো অর্থ থাকলেও, যদি সেটির খারাপ অর্থে ব্যবহারের সুযোগ থাকে, তা নিষিদ্ধ।

নবীজিকে "Cowboy" বলা স্পষ্ট কুফর

নবীজির ﷺ প্রতি এমন শব্দ প্রয়োগ করা কেবল দৃষ্টতা নয়, এটি ঈমানের বিরুদ্ধাচরণ। যারা আলেমের লেবাস পরে এ ধরনের শব্দ ব্যবহার করে, তাদের প্রতি আল্লাহর লা'নত বর্ষিত হোক।

মুসলিম উম্মাহর করণীয়:

1. এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।
2. নবীজির ﷺ প্রতি ভালোবাসা ও সম্মানের ব্যাপারে অটল থাকা।
3. যারা এমন ভুল করে, তাদের সতর্ক করা এবং তওবার দিকে আহ্বান জানানো।

#নবীর_সম্মান_রক্ষা_আমাদের_দায়িত্ব
#বেয়াদব_শব্দ_নিষিদ্ধ
#শানে_নবী_কোনো_অপমান_মেনে_নেওয়া_যাবে_না

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Ahlus Sunnah Wal Jama'ah Satbaria Union publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager