22/08/2025
কবিতা:
আমার ভাষা
এম এস আর (শাহিদুল)
পাবনা জেলার মানুষ আমরা
চাচারে কই জ্যাটা,
যে ধানের চাউল হয়না
সেডারে কই চিটা।
সবাই ডাকে টাকি মাছ আর
আমরা ডাকি টাহি,
ষাঁড় গরুরে আড়ি কই আর
বকরিরে কই পাটি।
মসজিদরে কই মজিত আমরা
বাতি রে কই বাততি,
ঢাকনারে কই ঢাহুন আমরা
ছাতারে কই ছাতি।
সবাই যারে ঝাড়ু ডাকে
সেইডারে কই বারুন,
ছন্দে ছন্দে বলতে কথা
লাগে অনেক দারুণ।
টিকটিকরে জেট কই আর
কাকরে কই কায়ি,
গুতা কিংবা খোচাটারে
আমরা বলি গুতি।
লুঙ্গি রে কই তপন আমরা
কখন রে কই কহন,
বাচ্চা দেওয়ার আগ পযর্ন্ত
গাভী রে কই বহন।
গরু ছাগল হাতি ঘোড়ার
বিষ্টারে কই লাদা,
ছোট বড় সব ধরনের
ছিদ্ররে কই ছেদা।
কুয়াশা রে কুয়ি বলি আর
চিংড়ি রে কই ইচি,
সকল প্রকার বীজরে
আমরা বলি বিচি।
কথা শুনে করতে পারো
তোমরা হাসাহাসি,
তবু্ও আমরা এমন করেই
কইতে ভালোবাসি।