আমাদের ভেড়ামারা

আমাদের ভেড়ামারা ¤ Bheramara || ভেড়ামারা ¤
Coordinates : 24°1` N
88°59.5′E / 24.017°N
88.991°W
# Time zone : BST (UTC+6) �

----- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমাদের শ্রদ্...
23/09/2024

----- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক (গিয়াস উদ্দিন খান গিয়াস) স্যার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অসুস্থ অবস্থায় ঢাকার বি আর বি হাসপাতালে HDU তে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার সময় ইন্তেকাল করেন।

এপারের মানুষের একটা শান্তি'র জায়গা ❤️‍🔥ছবি কালেক্টেড ফর্ম  vai
01/09/2024

এপারের মানুষের একটা শান্তি'র জায়গা ❤️‍🔥

ছবি কালেক্টেড ফর্ম vai

11/08/2024

একটি হারানো বিজ্ঞপ্তি
ভেড়ামারা উপজেলার ক্লিক মোড়ের আসেপাশে কোনো এক জায়গায় গুরুত্বপূর্ণ কাগজসহ একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে।
রবিবার (১১ আগস্ট) দুপুর ১২ ঘটিকার দিকে এ ঘটনাটি ঘটে।
মানিব্যাগে গুরুত্বপূর্ণ কাগজ সমূহের মধ্যে রয়েছে, ড্রাইভিংলাইসেন্স,বাইকের স্মার্ট কার্ড, এনাইডি কার্ড ও ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড সহ কিছু গুরুত্বপূর্ণ পেপার্স ।

যদি কোনো হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে এই নাম্বার এ যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

মোবাইল – 01712-315257

★★(একজন ফলোয়ার এর অনুরোধক্রমে পোস্ট) ★★

06/08/2024

🇧🇩🇧🇩🇧🇩
দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আগামীকাল থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আগামীকাল থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আগামীকাল থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আগামীকাল থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।
💚❤️💚

13/07/2024

মানুষ ভজলে সোনার মানুষ হবি...

© The Business Standard

09/07/2024

ফিরে দেখা নদীর এপার - ওপার...

23/06/2024

কে কে বলতে পারবেন, জায়গাটা কোথাই?

🪂

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। ...
19/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!
আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়

💔🤍

ভেড়ামারা ৩নং ব্রীজের কাজ চলমান 🫵
12/03/2024

ভেড়ামারা ৩নং ব্রীজের কাজ চলমান 🫵

Notice 🫵🫵
28/02/2024

Notice 🫵🫵

আজ যেমন পদ্মা সেতুর নির্মাণ নিয়ে চারদিকে হইচই, একদিন হার্ডিঞ্জ ব্রিজ নিয়ে এমনটা হয়েছিল। সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল এর দ...
21/02/2024

আজ যেমন পদ্মা সেতুর নির্মাণ নিয়ে চারদিকে হইচই, একদিন হার্ডিঞ্জ ব্রিজ নিয়ে এমনটা হয়েছিল। সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল এর দক্ষযজ্ঞ কাণ্ড।
২৪ হাজার ৪'শ শ্রমিক শ্রমিক তিন বছর ধরে অমানুষিক পরিশ্রম করে এই ব্রিজ নির্মাণ করে। খরচ হয়েছিল ৪ কোটি ৭৫ লক্ষ ৫০ হাজার ভারতীয় রুপী।

১ দশমিক ৮১ কিলোমিটার দৈর্ঘ্যর রেলসেতুটি করা হয়েছিল পৃথিবীর অন্যতম জটিল জলপ্রবাহের উপর। একেকটি পিলার পোঁতার জন্য ১৫ তলা সমান গভীর গর্ত খোঁড়া হয়েছিল। সেসময় এটা ছিল সারা পৃথিবীর জন্য এক প্রকৌশল বিষ্ময়।
প্রথম ছবিটি ১৯১৪ সালের এবং দ্বিতীয়টি বর্তমান সময়ের।

অতিপরিচিত জায়গা...©opied!
05/02/2024

অতিপরিচিত জায়গা...

©opied!

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque আমাদের ভেড়ামারা publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager